"পারফেক্ট টাইমিং" এর একটি উৎকৃষ্ট উদাহরণ এই ছবিটি। কম্পোজিশন ও সাবজেক্টের ক্ষেত্রে আমি ১০ এ ১০ দিব, ফ্রেমের অর্ধেকটা জুড়ে থাকা আকাশ চমৎকারভাবে ব্রিদিং স্পেসের কাজ করছে। সমস্যা শুধুমাত্র ফোকাস নিয়ে, হতে পারে কম আলোর জন্য আলোকচিত্রী আরো বড় এপারচার ব্যবহার করতে পারেন নাই। ছবিটি ম্যানুয়ালি অভারসার্প করে সাদা-কালায় রুপান্তর করলে ভাল লাগবে আশা করছি। গ্রেইন বেশী আসলেও সাদা-কালার কারনে খারাপ লাগবে না। চমৎকার একটি ছবি, আমার শুভ কামনা রইল।
ছবিটি সুন্দর, তবে ফ্র্রেমিং এ হাতের আরো কিছুটা অংশ থাকলে আরো সুন্দর হতো। ফোকাস ক্লিয়ার না, আরেকটু শার্প হতে পারতো। মনে হয় কিছুটা দূর থেকে জুম করার কারনে অথবা সচেতন না থাকায় এমন হয়েছে। ক্লোজআপ ছবির ক্ষেত্রে যতোটা সম্ভব সাবজেক্টের কাছে গেলে ভালো হয়। ওভারঅল অনেক সুন্দর হয়েছে এবং সাবজেক্ট আমার পছন্দ হয়েছে। মনে হচ্ছে ডাবটা আমি খাচ্ছি :-)। আপনার সফলতা কামনা করি। ধন্যবাদ।