ছবির সাবজেক্ট সুন্দর, কিন্তু ফ্রেমটা একটু "টাইট" হয়ে গিয়েছে, অর্থাৎ মুল সাবজেক্ট শিশুটির মাথার অংশ কাটা পরেছে যেটি কাম্য নয় -- পায়ের নিচে আরেকটু জায়গা থাকারও প্রয়োজন ছিল। ভবিষ্যতে ছবি তোলার সময় সাবজেক্টের চারপাশে যেন পর্যাপ্ত জায়গা থাকে সেটি খেয়াল রাখবেন। পরবর্তীতে পোস্ট-প্রসেসিং করার সময় ক্রপ করে নিতে পারবেন। ছবিটির ফোকাসেও সমস্যা আছে, তোলার সময় ফোকাস শিশুটির মাথায় অথবা শরীরে দেয়া প্রয়োজন ছিল। সর্বশেষে, সাবজেক্টের অবস্থান রুল অফ থার্ডের বাম পাশে হলে চমৎকার হতো, এ বিষয়ে জানা না থাকলে ফটোগ্রাফি বিয়ষক বই অথবা ইউটিউব থেকে জেনে নিবেন। আশা করি পরামর্শগুলো কাজে দিবে এবং ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো দৃষ্টিনন্দন ছবি আমরা উপহার পাবো। শুভকামনা রইল।
সুন্দর ছবি, পোস্ট-প্রসেসিং করা প্রয়োজন ছিল যদিও। হোয়াইট ব্যালান্স ঠিক করা আবশ্যক, সাথে ফ্রেমের উপরিভাগের লেন্স ফ্লেয়ার/দাগ মুছে দেওয়া। সাদা-কালোতে ছবিটা ভাল লাগবে বলে মনে হচ্ছে। পেছনের পাখিটা না থাকলে একটু "ব্রিথিং স্পেস" পাওয়া যেত, কিন্তু থাকাতেও খুব একটা ক্ষতি হচ্ছে না শ্যালো ডেপ্থ অফ ফিল্ডের কারনে। শুভ কামনা রইল, কিপ ক্লিকিং!