পরামর্শদাতা
04 Jul, 2021 07:57 pm
"পারফেক্ট টাইমিং" এর একটি উৎকৃষ্ট উদাহরণ এই ছবিটি। কম্পোজিশন ও সাবজেক্টের ক্ষেত্রে আমি ১০ এ ১০ দিব, ফ্রেমের অর্ধেকটা জুড়ে থাকা আকাশ চমৎকারভাবে ব্রিদিং স্পেসের কাজ করছে। সমস্যা শুধুমাত্র ফোকাস নিয়ে, হতে পারে কম আলোর জন্য আলোকচিত্রী আরো বড় এপারচার ব্যবহার করতে পারেন নাই। ছবিটি ম্যানুয়ালি অভারসার্প করে সাদা-কালায় রুপান্তর করলে ভাল লাগবে আশা করছি। গ্রেইন বেশী আসলেও সাদা-কালার কারনে খারাপ লাগবে না। চমৎকার একটি ছবি, আমার শুভ কামনা রইল।
পরামর্শদাতা
14 Dec, 2020 11:03 pm
ছবির সাবজেক্ট সুন্দর, কিন্তু ফ্রেমটা একটু "টাইট" হয়ে গিয়েছে, অর্থাৎ মুল সাবজেক্ট শিশুটির মাথার অংশ কাটা পরেছে যেটি কাম্য নয় -- পায়ের নিচে আরেকটু জায়গা থাকারও প্রয়োজন ছিল। ভবিষ্যতে ছবি তোলার সময় সাবজেক্টের চারপাশে যেন পর্যাপ্ত জায়গা থাকে সেটি খেয়াল রাখবেন। পরবর্তীতে পোস্ট-প্রসেসিং করার সময় ক্রপ করে নিতে পারবেন। ছবিটির ফোকাসেও সমস্যা আছে, তোলার সময় ফোকাস শিশুটির মাথায় অথবা শরীরে দেয়া প্রয়োজন ছিল। সর্বশেষে, সাবজেক্টের অবস্থান রুল অফ থার্ডের বাম পাশে হলে চমৎকার হতো, এ বিষয়ে জানা না থাকলে ফটোগ্রাফি বিয়ষক বই অথবা ইউটিউব থেকে জেনে নিবেন। আশা করি পরামর্শগুলো কাজে দিবে এবং ভবিষ্যতে আপনার কাছ থেকে আরো দৃষ্টিনন্দন ছবি আমরা উপহার পাবো। শুভকামনা রইল।
পরামর্শদাতা
28 Feb, 2021 06:36 am
সুন্দর ছবি, পোস্ট-প্রসেসিং করা প্রয়োজন ছিল যদিও। হোয়াইট ব্যালান্স ঠিক করা আবশ্যক, সাথে ফ্রেমের উপরিভাগের লেন্স ফ্লেয়ার/দাগ মুছে দেওয়া। সাদা-কালোতে ছবিটা ভাল লাগবে বলে মনে হচ্ছে। পেছনের পাখিটা না থাকলে একটু "ব্রিথিং স্পেস" পাওয়া যেত, কিন্তু থাকাতেও খুব একটা ক্ষতি হচ্ছে না শ্যালো ডেপ্থ অফ ফিল্ডের কারনে। শুভ কামনা রইল, কিপ ক্লিকিং!
পরামর্শদাতা
15 Dec, 2020 01:51 am
ছবি তোলার পর পোস্ট-প্রসেস করা আবশ্যক, সামান্য ২টি পরিবর্তন করলে এটি একটি জুৎসই ছবি হতো:
আকাশে মেঘ থাকলে চমৎকার হতো, কিন্তু সেটার উপর আপনার হাত নেই তাই করার কিছু নেই। শুভকামনা রইল আপনার জন্য।
পরামর্শদাতা
15 Dec, 2020 08:15 pm
এটি একটি চমৎকার ছবি হতে পারতো যদি আরেকটু যত্ন নিয়ে তোলা হতো। সুন্দর রিফ্লেকশন ছিল, যা সচরাচর পাওয়া যায় না। পোস্ট-প্রসেস করে দিগন্ত রেখা সোজা করে এক্সপোজার ঠিক করুন, আর একদম ডানে যে ব্যাক্তিকে দেখা যাচ্ছে তাকে ক্রপ করে দিন। হোয়াইট ব্যালান্সও সামান্য পরিবর্তন করে দেখা যেতে পারে। মনে রাখবেন, ছবি তোলার পর পোস্ট-প্রসেসিং আবশ্যক, তা যত ভাল ক্যামেরাই ব্যবহার করা হোক কিনা। শুভ কামনা রইল।
14 Dec, 2020 থেকে
5 ডেলিভারি - 310 পয়েন্ট - 4 গ্রাহক রিভিউ
I'm an alumni of Pathshala South Asian Media Institute and been on the field since 2006. My photos got exhibited in multiple exhibitions as well as got published in newspapers and magazines, both home and abroad. I can advise/critique photos on this section, preferably in English which I'm more comfortable with, but also in Bangla if that is mandatory. Will be happy to give my two-cents to newcomers tying to improve their skills. For further questions or clarifications, I can be reached via email which is already on my Amarpix profile. Thank you for your consideration!