হিপা’র পুরো শব্দ `হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড । এটি দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদান বিন রশিদ বিন মোহাম্মদ আল মাখতুম কর্তৃক ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বে ফটোগ্রাফিকে উৎসাহিত এবং প্রসারিত করার লক্ষ্যে ইউনাইটেড আরব আমিরাতের, দুবাইয়ে আয়োজিত আর্ন্তজাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড প্রতিযোগীতা।
বার্ষিক সর্বমোট ৪,০০০,০০ (চার লাখ) ডলার প্রাইজমানির এই পুরস্কার বর্তমানে ফটোগ্রাফি পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে বেশী মূল্যের পুরস্কার। এটি সবার অংশগ্রহনের জন্য উন্মুক্ত। (২০১১/২০১২) প্রথম বছরে ৯৯টি দেশ থেকে ৫৬০০জন ফটোগ্রাফার অংশগ্রহন করেন। দ্বিতীয় বছরে (২০১২/২০১৩) ১২১টি দেশ থেকে ১৯ হাজার জন ফটোগ্রাফার অংশগ্রহন করেন।
এটি শিল্প, সংস্কৃতি এবং উদ্ভাবনকে উৎসাহিত এবং সমর্থনে দুবাইয়ের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এই পুরস্কারটি বিশ্বব্যাপী সমস্ত প্রতিভাবান ফটোগ্রাফারদের কাজকে উৎসাহিত এবং পরিচর্যার উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া এবং হিপা ওয়েবসাইট