জন্ম বার্সেলোনায় হলেও, সারা বিশ্বই আমাদের খেলার মাঠ। আমরা মানুষের ভিজ্যুয়াল স্টোরিগুলো সকলের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করে যাচ্ছি: আমরা বিশ্বাস করি সবার দৃস্টিভঙ্গীই অনন্য।
আগোরা কি-
আমাদের মিশন হলো ফটোগ্রাফিকে গণতান্ত্রিক করা। আমরা মানুষকে তাদের সেরা ছবিগুলো দিয়ে বৃহত্তম আন্তর্জাতিক ফটো প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমেআয়ে সক্ষম করে তুলছি। আগোরা হলো: বিশ্বব্যাপী মানুষের বছরের সেরা সব ছবি।
আমরা কি অর্জন করতে চাই-
প্রফেশনাল অথবা স্মার্টফোন; সকলের কাছেই এখন ক্যামেরা আছে। তাই সকলেই আমাদের এই সৃজনশীল বিপ্লবে যোগ দিতে পারেন। আমরা এমন একটি অ্যাপ তৈরি করছি, সেখান সব স্থানের মানুষ ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করার জন্য যোগ দিতে পারবেন। আমরা মানুষকে শিখতে, তাদের কাজগুলো অন্যকে দেখাতে এবং সংযোগ তৈরিতে অনুপ্রাণিত করছি।
আমরা কিভাবে তা করি –
ফটোগ্রাফাররা তাদের সেরা ছবিগুলো এই অ্যাপে আপলোড করেন এবং স্পনসরদের কনটেষ্টে অংশগ্রহনের মাধ্যমে কনটেষ্টে টাকা, অন্যান্য পুরস্কার এবং জীবন বদলে দেয়ার মতো অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। ইউজাররা বছরের সেরা ছবিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এবং বিশ্বের সেরা প্রতিভা আবিস্কার করার সুযোগ পান।