International Photography Awards (IPA)

United States

 

ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (আইপিএ) বিশ্বব্যাপী পেশাদার, অ-পেশাদার এবং শিক্ষার্থী ফটোগ্রাফারদের জন্য গ্রুপ পুরস্কার যা প্রতিবছর লুসি অ্যাওয়ার্ড গালা’য় প্রদান করা হয়। মেইন ক্যাটাগরীর বিজয়ীদেরকে গালা’য় অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানানো হয়। এছাড়াও প্রধান পুরস্কার “ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার” এর জন্য লুইস স্ট্যাচু এবং ১০ হাজার ডলার ক্যাশ প্রাইজ গ্রহনের জন্য আমন্ত্রন জানানো হয়।

 

হোসেইন ফারমানি’র লুসি ফাউন্ডেশন থেকে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (আইপিএ) আয়োজন হয়। ২০০৩ সালের ডিসেম্বরে লস এঞ্জেলেসে’র বেভারলি হিলটন হোটেলে সর্ব প্রথমে লুসি অ্যাওয়ার্ড গালা অনুষ্ঠিত হয়।  আইপিএ থেকে ২০১৪ সালে  বাংলাদেশী ফটোগ্রাফার কে এম আসাদ “ডিপার পারসপেকটিভ ফটোগ্রাফার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং ২০১৮ সালে মোহাম্মদ রাকিবুল হাসান “ডিসকভারী অব দ্য ইয়ার” পুরস্কার পেয়েছেন।

 

‘আইপিএ’ বিশ্বব্যাপী প্রফেশনাল, নন-প্রফেশনাল এবং স্টুডেন্ট ফটোগ্রাফারদের জন্য বার্ষিক প্রতিযোগীতা পরিচালনা করে, যা আজ ফটোগ্রাফি জগতে অন্যতম উচ্চাভিলাষী এবং বিস্তৃত প্রতিযোগীতা। প্রফেশনাল এবং নন-প্রফেশনাল উভয় স্তরে বিভিন্ন ক্যাটাগরীর বিজয়ীরা আইপিএ’র শীর্ষ দুটি পুরস্কারের জন্য প্রতিযোগীতা করবে, যা বার্ষিক লুসি অ্যাওয়ার্ড গালা’য় ঘোষনা করা হবে। এর প্রধান প্রফেশনাল পুরস্কার ‘ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ যা ১৩টি ক্যাটাগরীর বিজয়ীদের মধ্যে থেকে বেছে নেয়া হয়। এর পুরস্কার হলো লুসি ট্রফি এবং ১০ হাজার ডলার ক্যাশ প্রাইজ। নন-প্রফেশনাল/স্টুডেন্ট বিভাগের ১৩টি ক্যাটাগরির বিজয়ীদের মধ্যে থেকে ‘ডিসকভারী অব দ্য ইয়ার’ বেঁছে নেয়া হয়, যার পুরস্কার হলো লুসি ট্রফি এবং ৫ হাজার ডলার ক্যাশ প্রাইজ।

 

আইপিএ (ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড) হলো লুসি ফাউন্ডেশনের (অলাভজনক, চ্যারিটেবল প্রতিষ্ঠান) একটি শাখা প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য অভিজ্ঞ ফটোগ্রাফারদের সম্মান জানানো; উদীয়মান প্রতিভা আবিস্কার করা; তাদেরকে গড়ে তোলা এবং বিশ্বব্যাপী ফটোগ্রাফির প্রসার ঘটানো। লুসি ফাউন্ডেশনের অর্থায়নে দ্য ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড এবং এর সিগনেচার ইভেন্ট লুসি অ্যাওয়ার্ড আয়োজন করা হয়ে থাকে।

 

তথ্য সূত্র-আইপিএ

 

0.0196
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>