১. অংশগ্রহনের পর ছবি পরিবর্তন করা যায়?
না, নির্দিষ্ট ক্যাটাগরিতে ছবি সাবমিট/অংশগ্রহনের পর তা পরিবর্তন করা যায়না।
২. ছবি কিভাবে সাবমিট করবো?
অনলাইনে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের ওয়েবসাইটে কমপিটিশন সেকশনে গিয়ে সব ছবি সাবমিট করতে হবে।
৩. একই ছবি দিয়ে অন্য প্রতিযোগীতায় অংশগ্রহন করা যাবে?
একই ছবি অন্যান্য প্রতিযোগীতায়ও ইমেজ সাবমিট করতে পারবেন, আপনার ইমেজে আমরা কোন এক্সক্লুসিভ অধিকার রাখি না।
৪. ম্যানিপুলেটেড ছবি সাবমিট যায়?
ছবি ম্যানিপুলেট করা যাবে, তবে ছবির বর্ননায় ম্যানিপুলেশেন কথা পরিস্কারভাবে অবশ্যই উল্লেখ করতে হবে।
৫. সিডি, URL অথবা বইয়ে Ydh সাবমিট করা যায়?
না, সব ছবি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করতে হবে।
৬. মোবাইলে তোলা ছবি জমা দেয়া যায় ?
মোবাইলে তোলা ছবিও জমা দেয়া যায়। ছবি ১ মেগাবাইটের চেয়ে ছোট হতে পারবে না।
৭. ছবি কি নির্দিষ্ট কোন সময়ের মধ্যে তোলা হতে হবে ?
২০২১ সালের সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড প্রতিযোগীতায় ২০২০ সালের (জানুয়ারি ১ থেকে ডিসেম্বর ৩১) তোলা ছবি হতে হবে। ব্যতিক্রম হিসেবে প্রফেশনাল কম্পিটিশনে কিছূটা আগের ছবি হলেও চলবে, তবে ২০২০ সালে সেটা প্রথম প্রকাশিত হতে হবে।
৮. স্পনসরদের কি আমার ছবি ব্যবহারের অধিকার আছে ? অথবা অন্য কোন ভাবে কি আমার ছবি ব্যবহার হবে ?
এই প্রতিযোগীতায় অংশগ্রহনকৃত ছবিগুলো ‘সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ ব্যবহার করতে পারবে, তা প্রতিযোগীতার প্রমোশন চালানোর ক্ষেত্রে এবং ফটোগ্রাফারদের নিজের জন্যে। “ওপেন” এবং “প্রফেশনাল” প্রতিযোগীতার বিস্তারিত তথ্য এবং পুরো নিয়মাবলী পড়ে নিন।
৯. প্রতিযোগীতার ফলাফল কিভাবে জানা যাবে?
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড অনুষ্ঠান এপ্রিল ২০২১ এর পূর্বে শর্টলিষ্টেড উইনারদের প্রতিজনকে আলাদাভাবে ইমেইলের মাধ্যমে জানানো হবে। এপ্রিল ২০২১ এর অনুষ্ঠানে বিজয়ী ঘোষনা হবে।
১০. কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবো?
আপনি যোগাযোগ করলে আমরা খুশি হবো, drop us a message এ ম্যাসেজ দিন আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দিব।
১১. কয়টি ছবি জমা দেয়া যায়?
প্রফেশনাল ক্যাটাগরিতে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি ইমেজ প্রতিটি ক্যাটাগরিতে জমা দেয়া যায়। যতটি ক্যাটাগরিতে ইচ্ছা অংশগ্রহন করা যায়। “ওপেন” এবং “ইয়ুথ” কম্পিটিশনে, ফ্রিতে ৩টি ছবি জমা দিতে পারবেন। এই ইমেজগুলো অন্যান্য ক্যাটাগরিতেও জমা দিতে পারবেন। আমাদের বান্ডেল কিনে আপনি আরো বেশী ছবি জমা দিতে পারবেন। দুই ধরনের ইমেজ বান্ডেল পাওয়া যায়: ৮টি ছবির বান্ডেল এবং ২০টি ছবির বান্ডেল (বান্ডেল পেইজে প্রবেশ করতে হলে আপনাকে রেজিষ্টার্ড ইউজার হতে হবে)।
১২. অংশগ্রহন করতে কত খরচ কতো ?
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ফ্রি অংশগ্রহন করা যায়।
১৩. ছবি আপলোড করতে পারছি না
ছবি ১ মেগাবাইটের চেয়ে বড় এবং jepg ফরম্যাট হতে হবে। ছবির সাইজ বড় বলে হয়তো, লোকাল ইন্টারনেট কানেকশনে আপলোড হচ্ছেনা। সব ছবি রিসাইজ করে পুনরায় আপলোডের চেষ্টা করুন। এই সমস্যা ক্রমাগত হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
১৪. ছবির অরিজিনাল নেগেটিভ আছে, কিভাবে এগুলো আপলোড করবো ?
ডিজিটাল ফাইল আকারে স্ক্যান করুন এবং ওয়েবসাইটে আপলোড করুন। নেগেটিভ থেকে স্ক্যানকৃত; বিষয়টি বিস্তারিত লেখার সময় উল্লেখ করবেন।
১৫. বিচারক কি অ্যানোনিমাস থাকেন?
হ্যা, আমরা ফটোগ্রাফার এবং বিচারকের পরিচয় গোপন রাখতে বদ্ধপরিকর। বিচারকরাও অংশগ্রহনকারীর নাম জানতে পারেন না।
১৬. পোস্টকৃত ছবিতে জলছাপ / কপিরাইট তথ্য দিতে হবে?
ছবিতে কোন কপিরাইট তথ্য থাকতে পারবে না, ইমেজ দেখে যেন ফটোগ্রাফারকে চেনা না যায়। বিচার প্রক্রিয়াকে সুষ্ঠ রাখতে, বিচারকদের ফটোগ্রাফারদের নাম জানার সুযোগ দেয়া হয় না। কোন ছবিতে ফটোগ্রাফারের নাম অথবা অন্য কোন জলছাপ/কপিরাইট তথ্য পাওয়া গেলেতা বিচার প্রক্রিয়ায় অনুপযোগী হিসেবে বাদ দেয়া হবে।
১৭. প্রকাশকৃত ছবির বিষয়ে জানতে চাই
শুধুমাত্র “প্রফেশনাল” কম্পপিটিশনে, ২০২০ সালে প্রথম প্রকাশিত হওয়া কমিশনড অথবা প্রকাশিত হওয়ার উপযুক্ত ছবি জমা দেয়া যাবে। তবে শুধুমাত্র পাবলিশড তারিখের পরে। এছাড়া প্রমান করার সামর্থ্য থাকতে হবে যে, এই প্রথম আপনি ছবি প্রকাশ করেছেন এবং এর আগে কখনো এই ছবি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে সাবমিট করেননি। বিস্তারিত জানতে, অনুগ্রহ করে কমপিটিশন নিয়মাবলীর ২.১ নং পয়েন্ট দেখুন।
১৮. ফাইল সাইজ এবং ফরমেট
ছবি ১ মেগাবাইটের কম অথবা ৫ মেগাবাইটের বড় হতে পারবে না। ছবি JPEG অথবা TIFF ফাইল আকারে হতে হবে।
সব ইমেজ sRGB কালার মডেলে সেভ করা হতে হবে।
প্রদর্শনীর জন্য প্রিন্ট অথবা মার্কেটিংয়ের প্রয়োজনে দরকার হলে, হাই রেজ্যুলেশনের ছবি সরবরাহের সক্ষমতা থাকতে হবে।
১৯. অ্যাওয়ার্ড ২০২১ কবে অনুষ্ঠিত হবে ?
২০২১ এর এপ্রিলে লন্ডনে রাতে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে।
২০. অ্যাওয়ার্ড ২০২১ এ জমার শেষদিন
ন্যাশনাল অ্যাওয়ার্ড, “ওপেন” এবং “ ইয়ুথ” কম্পিটিশনে ছবি জমা দেয়ার শেষ সময় জানুয়ারী ৭, ২০২১ 13.00 GMT
“প্রফেশনাল” কম্পিটিশনে জমা দেয়ার শেষ সময় জানুয়ারী ১৪, ২০২১ 13.00 GMT
২১. সকল অ্যাকাডেমি মেম্বাররা কি আমার ছবি জাজ করবেন ?
প্রতিবছর, ওয়ার্ল্ড ফটোগ্রাফি একাডেমী একটি প্রি-সিলেকশন কমিটি এবং অনারারি জাজিং কমিটি গঠন করে। এই জাজরাই জমা দেয়া ছবিগুলো বিচার করবেন।
বিশেষ কম্পিটিশন
স্টুডেন্ট কম্পিটিশন
১। ছবির রেসুলেশন এবং ফরমেট
ছবি সিরিজ সবগুলো একত্রে ১০ মেগাবাইটের বেশী হতে পারবে না এবং Jepg ফরম্যাটে সাবমিট করতে হবে। এছাড়া প্রিন্ট করার জন্যে হাই রেজ্যুলেশনের ভার্সন থাকতে হবে।
২. সব স্টুডেন্টই কি প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে ?
আপনার বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগীতায় রেজিষ্টার করা থাকতে হবে। বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রেশন করুন।
৩. সাদা-কালো ছবি জমা দেয়া যায় ?
রঙীন এবং সাদা-কালো; সব ছবিই জমা দিতে পারবেন।
৪. কনটেস্টে ইমেজ আপলোড?
আপনার টিউটরের কাছে ইমেজ সাবমিট করবেন। আপনার টিউটর আপনার জন্যে ছবি জমা দিবেন। যে কোন তথ্যের জন্য ইমেইল করতে পারেন- [email protected]
৫. বিচার প্রক্রিয়া কেমন?
ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশনের জাজবৃন্দ আপনার সাবমিট করা সবগুলো ছবি দেখবেন। তারা ১০টি বিশ্ববিদ্যালয় থেকে ১০টি সিরিজ বেঁছে নিবেন (প্রতি বিশ্ববিদ্যালয় থেকে ১টি করে)।
৬. কয়টি ছবি জমা দেয়া যায়?
৫ টি অথবা ১০টি ইমেজের সিরিজ জমা দেয়া যায়।
৭. ডিজিটাল ম্যানিপুলেশন করা যায় ?
ডিজিটাল ম্যানিপুলেশন করা যাবে, তবে ছবির বিস্তারিত অংশে কোন কোন ধরনের ম্যানিপুলেশন করা হয়েছে, তা উল্লেখ করতে হবে।
৮. বয়স লিমিট আছে ?
আপনার বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে।
৯. বিজয়ী পুরস্কার
১০ জন শর্টলিষ্টেড ছাত্র এবং তাদের প্রত্যেক রিপ্রেজেন্টর শিক্ষককে, লন্ডনে নিয়ে আসা হবে, এখানে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রদর্শনীতে তাদের ছবি প্রদর্শিত হবে। এছাড়া তাদের ছবি অ্যানুয়াল ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড বুকে প্রকাশ করা হবে।
সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
বিজয়ী বিশ্ববিদ্যালকে ৩০,০০০ পাউন্ড সমমূল্যের সনি ফটোগ্রাফি ইকুইপমেন্ট পুরস্কার দেয়া হবে। এর পাশাপাশি শর্টলিষ্ট করা ১০জন ছাত্রের প্রত্যেককে প্রফেশনাল ক্যামেরা দেয়া হবে।
১০. স্টুডেন্ট কম্পিটিশনে জয়েনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্যতা
আপনার শিক্ষা প্রতিষ্ঠানে ফটোগ্রাফির উপর উচ্চতর শিক্ষাদানের সুযোগ থাকতে হবে- স্নাতক বা সমমানের ফটোগ্রাফি কোর্স/মডিউল নূন্যতম প্রচলন থাকতে হবে। সে সকল শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশগ্রহন করবে, তারা ফটোগ্রাফির ওই মডিউল বা কোর্সের ছাত্র হতে হবে।
১১. কোন লেভেলের শিক্ষার্থী জয়েন করতে পারবে ?
ফটোগ্রাফির উপর উচ্চতর কোন প্রশিক্ষন কোর্সের সকল ছাত্র প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে।