Nikon Photo Contest (?)

Japan

 

. কনটেষ্টে অংশগ্রহনের যোগ্যতা কি?

যে কোন জাতীয়তা, বয়স, লিঙ্গ, অথবা প্রফেশনাল/অ্যামেচার ব্যক্তি কনটেষ্টে অংশগ্রহন করতে পারবেন। ১৮ বছর অথবা ১৮ বছরের কম বয়সীদের অভিভাবকের সম্মতিপত্র সহ অংশগ্রহন করতে হবে।

 

. কনটেষ্টে কোন ফি আছে?

না, কনটেষ্টে অংশগ্রহনের কোন ফি নেই।

 

. শুধু নাইকন ক্যামেরার ছবিই গ্রহন হবে?

যে কোন ফটোগ্রাফি অথবা ফিল্ম ইকুইপমেন্ট দিয়ে তোলা ছবি সাবমিট করা যাবে।

 

. সাবমিট করা ছবি বাতিল করা যায়?

না, কনটেস্টে ছবি সাবমিট করার পর বাতিল করা যায়না।

 

. ছবি সাবমিটের পর আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে?

না, সাবমিট করার পর কোন নোটিফিকেশন জানানো হয়না। তবে ওয়েবসাইটের “My Account” সেকশনে গিয়ে আপনি জানতে পারবেন। সাবমিট করার পর একাউন্টে লগ ইন করে বিস্তারিত জেনে নেয়ার জন্যে অনুরোধ করা হলো।

 

. এডিটকৃত ছবি সাবমিট করা যায়?

ক্যামেরা এপ্লিকেশন, এডিটিং এপ্লিকেশন, সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে প্রসেস এবং এডিট করা রঙীন অথবা সাদা-কালো যে কোন ছবি জমা দেয়া যাবে।

 

. কোন গ্রুপ একসাথে সিঙ্গেল ছবি জমা দিতে পারবে?

যে কোন একজন ব্যক্তির নামে গ্রুপের ছবি জমা দেয়া যাবে। যদি সেই ছবি বিজয়ী হয়, তবে সেই ব্যক্তিই পুরস্কার গ্রহন করবেন, পুরো গ্রুপ নয়।

 

. যে কোন সময়ের ছবি জমা দেয়া যাবে?

হ্যা, যে কোন সময়ে তোলা ছবি জমা দেয়া যাবে।

 

.  কপিরাইটতথ্য অথবা ওয়াটারমার্কযুক্ত ছবি জমা দেয়া যাবে ?  ছবির সাথে কপিরাইট তথ্য সংযুক্ত করা জরুরী?

হ্যা, আপনি সাবমিট করতে পারবেন। কপিরাইট ইনফরমেশন উল্লেখ করে অথবা উল্লেখ ছাড়াও আপনি জমা দিতে পারবেন।

 

১০. অংশগ্রহনের সময় কখন ?

  • প্রতিটি ক্যাটাগরীতে অংশগ্রহনের সময় ভিন্ন ভিন্ন।
  • ফটো কম্পিটিশন ওপেন ক্যাটাগরী
  • ফটো কম্পিটিশন নেক্সট জেনারেশন ক্যাটাগরী
  • শর্ট ফিল্ম কম্পিটিশন ওপেন ক্যাটাগরী
  • শর্ট ফিল্ম কম্পিটিশন নেক্সট জেনারেশন ক্যাটাগরী।

 

১১. ডাক নাম দিয়ে ছবি  সাবমিট করা যায়?

না, আপনি ডাক নাম ব্যবহার করতে পারবেন না। আপনাকে ছবি সাবমিট করার সময় আপনার সত্যিকারের নাম ব্যবহার করতে হবে। প্রথম রাউন্ড বিচারকাজে গ্যালারীতে আপনার ছবিতে যেন আপনার সঠিক নাম দেখা যায় সে বিষয়ে সচেতন থাকুন।

 


 

অংশগ্রহন নিয়মাবলী এবং এপ্লিকেশন

 

. ছবির সাইজ এবং ফরম্যাট

ছবির সাইজ ২০ মেগাবাইটের মধ্যে হতে হবে। ফাইল ফরমেট JPEG/150 dpi, এবং স্ট্যান্ডার্ড sRGB কালার। 

 

. অন্য কনটেষ্টে সাবমিটকৃত  ছবি দেয়া যাবে?

না, অন্য কনটেষ্টে পোস্টকৃত ছবি এই কনটেস্টে সাবমিট করতে পারবেন না।

 

. এখানে সাবমিটের পর কি অন্য কনটেষ্টে এই ছবি জমা দিতে পারবো?

না, কোন ছবি এই প্রতিযোগীতার জমা দেয়ার পর  অন্য কোথাও তা জমা দেয়া যাবে না।

 

. কখনো প্রকাশিত বা  উপস্থাপন হয়নি এমন ছবি এন্ট্রি দিতে হবে? যে ছবিগুলো কোন ওয়েবসাইটে অথবা SNS প্রকাশিত হয়েছে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত কি?

আপনাকে অবশ্যই এমন ছবি জমা দিতে হবে, যা অন্য কোনো ভিজুয়াল মিডিয়াতে (বিজ্ঞাপন, ষ্টক ফটো, SNS ইত্যাদি) প্রকাশিত হয়নি এবং রিলিজ হয়নি এবং সেই ছবির কপিরাইট আপনার হতে হবে।

 

. প্রিন্টকৃত ছবি কেন সাবমিট করা যায়না?

সারা পৃথিবী থেকে প্রাপ্ত সকল ছবির বিচারকার্য একই প্রক্রিয়ায় সম্পন্ন করতে প্রিন্ট করা ছবি গ্রহন করা হয়না।

 

. ফিল্ম ক্যামেরায় তোলা ছবি স্ক্যান করে সাবমিট করা যায়?

হ্যা, সাবমিট করতে পারবেন।

 

. তারিখ স্ট্যাম্পযুক্ত ছবি জমা দেয়া যায়?

হ্যা, ছবিতে তারিখসহ অথবা তারিখ ছাড়া দুই ধরনের ছবিই আপনি কনটেষ্টে জমা দিতে পারবেন।

 


 

কনটেস্টে ছবি পোস্ট প্রক্রিয়া

 

. একাধিকবার ছবি জমা দেয়া যায়?

একাধিকবার জমা দেয়া যাবে, তবে তা নির্ভর করে কনটেস্টের নিয়মাবলীর উপর। নিয়মভঙ্গকারী ভবিষ্যতে এন্ট্রির সুযোগ হারাবেন।

 

. জমা দেয়া ছবি বাতিল করে পুনরায় নতুন ছবি জমা দেয়া যায়?

হ্যা পারবেন। এন্ট্রির নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি ছবি বাতিল করে রি-সাবমিট করতে পারবেন, যতোবার খুশি। তবে এন্ট্রির সময় শেষ হয়ে গেলে, তা বাতিল করে পুনরায় জমা দেয়ার সুযোগ থাকবে না।

 

. নাইকন অথবা নাইকন ফটো কনটেষ্ট অফিসে ইমেইলের মাধ্যমে ছবি জমা সম্ভব ?

নাইকনের ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও ছবি জমা দেয়া যাবে না।

 

. এন্ট্রি কালীন ভুলবশঃত  কোন অংশ পূরণ না করলে কোন সমস্যা হবে ?

প্রয়োজনীয় তথ্যসমূহ পূরন ব্যতীত এন্ট্রি ফর্ম পাঠানো যায়না। ‘অবশ্যই পূরনীয়’ তথ্য আপনি ভুলবশত: এড়িয়ে গেলেও স্ক্রীনে এলার্ট দেখাবে। অনুগ্রহ করে সকল তথ্য পূরন করুন।

 

. ডাটা ট্রান্সমিশনকালীন দূর্ঘটনাবশত আমার কোন তথ্য যদি হারিয়ে গেলে কি হবে ?

নাইকন এই ধরনের তথ্যের কোন দায়িত্ব নেয়না। তাই আপনার ডাটা সাবমিটের পূর্বে অন্য কোথাও ব্যাকআপ অথবা স্টোর করে রাখবেন।

 

. CD- এর মাধ্যমে ছবি সাবমিট করা যায় ?

না, এন্ট্রি শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে করা যায়।

 

. ইমেজ আপলোড করতে পারছি না ?

ওয়েবসাইটে এন্ট্রি ফরম পূরন করার নির্দেশিকা ভালভাবে দেখে নিন। সমস্যা সমাধান না হলে অনুসন্ধান পেইজে আপনার প্রশ্ন করুন।

 

. স্মার্টফোন অথবা টেবলেটের মাধ্যমে অংশগ্রহন করা যায় ?

হ্যা, আপনার স্মার্টফোন বা টেবলেটের সাহায্যে অংশগ্রহন করতে পারবেন।

 

৯. পাসওয়ার্ড ভুলে গেছি, বদলাতে চাই।

লগইন স্ক্রীনে ফরগেট পাসওয়ার্ডের যে গাইডেন্স দেয়া আছে সেটি অনুসরন করুন। আপনার ইমেইল এবং জন্ম তারিখ লিখুন। পাসওয়ার্ড রিসেটের  জন্য আপনাকে একটি টেম্পোরারি ইউআরএল পাঠানো হবে ।

 


 

 

বিভিন্ন ক্যাটাগরীতে আবেদন

 

. ফটো কম্পিটিশনেসিঙ্গেল ফটোএবংফটো স্টোরীঅর্থ কি ?

“সিঙ্গেল ফটো” একটি ছবি এবং “ফটো স্টোরী” একাধিক ছবির সিরিজ। ফটো স্টোরিতে ২-৫টি ছবি সাবমিট করা যায়।

 

. একই ছবি দিয়ে  “সিঙ্গেল ফটোএবংফটো স্টোরীতে অংশগ্রহন করা যায় ?

হ্যা, যায়

 

. সবগুলো ক্যাটাগরীতেই অংশগ্রহন করতে হবে ?

না,  যে কোন একটি ক্যাটাগরীতেও অংশগ্রহন করতে পারবেন।

 

. বয়সের বাধ্যবাধকতা অনুযায়ী ২৫ বছর বা তার চেয়ে ছোট কেউনেক্সট জেনারেশন’ ক্যাটাগরীতে অংশগ্রহন করতে হলে, বয়স কোন তারিখের ভিত্তিতে নির্ধারিত হবে ?

২০২০ সালের ৩১শে ডিসেম্বরে বয়স ২৫ বছর বা তার চেয়ে কম হতে হবে।

 

. সব ক্যাটাগরিতে অংশগ্রহন করা যায়?

৩১ শে ডিসেম্বর ২০২০ এ যাদের বয়স ২৫ বছর বা তার কম তারা সব ক্যাটাগরিতে অংশগ্রহন করতে পারবেন। তবে একই ছবি বা একই ধরনের ছবি হয়তো একই সাথে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জমা দেয়া যাবে না।

 

. ‘সিঙ্গেল ফটো’ ক্যাটাগরিতে একাধিক ছবি জমা দেয়া যায়?

আপনি সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।

 

. ফটো স্টোরির ক্ষেত্রে একজন সর্বোচ্চ কয়টি ছবি জমা দিতে পারবে?

‘সিঙ্গেল ফটো’ এবং ‘ফটো স্টোরি’ উভয় ক্ষেত্রেই ১০টি ছবি জমা দেয়া যায়। ফটো স্টোরিতে ৫টি ছবি ব্যবহার করে স্টোরি হিসেবে জমা দেয়া যায়, যেহেতু ২টি ছবি জমা দেয়া যায় সে হিসেবে ১০টি ফটো জমা দেয়া যাবে। কিন্তু যদি ‘সিঙ্গেল ফটো’তে জমা দিয়ে আবার ‘ফটো স্টোরি’তে জমা দিতে চান; সেক্ষেত্রে এই সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে। ওয়েবসাইটের “মাই একাউন্ট” সেকশনে গিয়ে বিষয়টি জানতে করতে পারবেন।

 


 

বিচার প্রক্রিয়া

 

. কোন বিবেচনায় বিচারক নির্বাচন  হয়?

ছবি এবং ভিডিও বিষয়ে অভিজ্ঞতা এবং জ্ঞান বিবেচনায়  বিচারক বেছে নেয়া হয়।

 

.ছবি সম্পর্কে বিচারকের মূল্যায়ন পাওয়া যায়?

পুরস্কার প্রাপ্ত ছবি ব্যতীত অন্য ছবির ক্ষেত্রে বিচারকদের কোন মূল্যায়ন বা পরামর্শ সরবরাহ করা হয়না।

 

. ফলাফল কিভাবে নির্ধারন হয় ?

প্রতিটি পুরস্কার প্রথম রাউন্ড এবং চূড়ান্ত মূল্যায়নের পরে নির্বাচন হয়। চূড়ান্ত মূল্যায়ন প্রক্রিয়ায় সকল বিচারকবৃন্দ একসাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করেন।

 

. ফলাফল কিভাবে জানতে পারবো ?

নাইকন ফটো কনটেষ্ট অফিস থেকে পুরস্কার বিজয়ীদের রেজিস্টার্ড ইমেল এড্রেসের মাধ্যমে জানানো হবে।

 

. প্রাইজ মানি এবং অ্যাওয়ার্ড কি আমাকে পাঠিয়ে দেয়া হবে ? নাইকন কি ট্যাক্স আদায় করবে ?

পুরস্কার বিতরন এবং ট্যাক্স বিষয়ে, নাইকন ফটো কনটেষ্ট অফিস বিজয়ীদের সাথে স্বতন্ত্রভাবে যোগাযোগ করবে।

 

. কয়জনকে বিজয়ী হিসেবে বেঁছে নেয়া হবে ?

  • গ্রান্ড প্রাইজ- প্রতিটি ফটো এবং শর্ট ফিল্ম প্রতিযোগিতা থেকে একজন করে পুরস্কার বিজয়ী বেঁছে নেয়া হবে।
  • সেরা পুরস্কার বিজয়ীদের মধ্য থেকে ‘গ্র্যান্ড প্রাইজ’ বিজয়ী বেঁছে নেয়া হবে।
  • এক্সিলেন্স অ্যাওয়াডর্স- ফটো কম্পিটিশনের ওপেন ক্যাটাগরি এবং নেক্সট জেনারেশন ক্যাটগরি থেকে ২জন পুরস্কার বিজয়ী।
  • স্পেশাল এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড- ফটো কম্পিটিশনের প্রতিটি ওপেন ক্যাটগরী থেকে ৪ জন বিজয়ী, নেক্সট জেনারেশন ক্যাটাগরী বিজয়ী থেকে নির্বাচন করা হবে।
  • নাইকন সিলেকশন অ্যাওয়ার্ড- প্রতিটি ফটো কম্পিটিশন থেকে একজন বিজয়ীকে নির্বাচন করা হবে।

 

. কনটেষ্ট শেষে সাবমিটকৃত ছবিএবং ব্যক্তিগত তথ্যের কি হবে ?

২০২১ সালের ৩১শে ডিসেম্বরের পর ডিলিট করার প্রক্রিয়া চালানো হবে। বিজয়ী তথ্যসমূহ “অ্যাওয়ার্ড উইনারস” এগ্রিমেন্ট ডকুমেন্ট অনুযায়ী পরিচালিত হবে।

 

0.0232
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>