বছরের প্রতি সপ্তাহে, ৫২ হ্যাশট্যাগ নিয়ে, আগোরা অ্যাপের মাধ্যমে নতুন কনটেষ্ট আয়োজিত হয়। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেইট, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে শুরু করে ইউনিভার্সাল কনসেপ্ট; যেমন- `ভালবাসা', `শান্তি' এবং এ বছরের জন্যে `স্টে হোম' এবং `স্টপ রেসিজম' আগোরা ফটো কনটেষ্ট আয়োজিত হয়েছে। প্রতি সপ্তাহে #BestOfTheWeek এ নতুন নতুন কনটেষ্ট আয়োজিত হয় যেখানে ফ্রি সবকিছুর ছবি আপলোড করতে পারেন। সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের সাথে আপনার কাজ শেয়ার করতে পারেন এবং অবিশ্বাস্য সব পুরস্কার এবং আর্থিক পুরস্কার (১০০ ডলার থেকে ২৫ হাজার ডলার) জিতে নিতে পারেন।
কিভাবে অংশগ্রহন করবেন ?
আগোরা অ্যাপটি ডাউনলোড করুন (অ্যান্ড্রয়েড এবং আইওএস) এবং একাউন্ট তৈরি করে বিনামূল্যে আপনার সেরা ছবিগুলো দিয়ে ওপেন কনটেষ্টে অংশগ্রহন করুন।
নির্বাচন প্রক্রিয়া-
আগোরার একটি অডিও ভিজ্যুয়াল এক্সপার্ট টিম ৫০টি সেরা ছবি নির্বাচন করে।
ভোটিং রাউন্ড-
১০টি করে ছবির ৫টি রাউন্ডে পাবলিক ভোটের জন্য সুযোগ দেয়া হয়, যেন ভোটের মাধ্যমে ভোটাররা বেঁছে নিতে পারেন কোন ৫টি ছবি তারা শীর্ষে দেখতে চান।
বিশ্বব্যাপী কভারেজ-
আগোরার গ্লোবাল কমিউনিটির ভোট দেয়া বিজয়ী ছবিগুলো, ফাইনালিস্ট ৫০টি ছবি এবং তাদের পেছনের গল্পগুলো আগোরার সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে গ্লোবাল মিডিয়ায় দেখানোর সুযোগ পাওয়া যায়।
কনটেস্টে অংশগ্রহন শর্তাবলী
১. আগোরার প্রতিযোগীতায় এক বা একাধিক ছবি আপলোড করা যায়।
২. অংশগ্রহনকারীর আপলোডকৃত ছবির মালিকানা থাকতে হবে। অন্যের ছবি আপলোডকে অপরাধ হিসেবে গন্য হয়।
৩. সাবমিটকৃত ছবি JPG/JPEG ফরম্যাট এবং রেজ্যুলেশন নূন্যতম ১০০০ পিক্সেলের হতে হবে।
৪. বাণিজ্যিকভাবে আগে কখনো ব্যবহার করা হয়নি; এমন ছবি সাবমিট করতে হবে।
৫. সাবমিটকৃত ছবিতে কোন ওয়াটারমার্ক / জলছাপ থাকতে পারবে না।
৭. সাবমিটকৃত ছবি কনটেস্টের শর্তানুযায়ী হতে হবে।
৮. প্রতিযোগীতায় উল্লেখিত তারিখে ৫০টি চুড়ান্ত ছবি প্রকাশ হবে। ৫০টি ছবি বেঁছে নেয়ার ক্ষেত্রে যে নিয়মগুলো ব্যবহৃত হবে-
ক) আয়োজকের পছন্দে; অথবা
খ) আগোরার পছন্দে ; অথবা
গ) ইউজারদের পছন্দে; অথবা
ঘ) আমন্ত্রিত জুরিদের পছন্দে।
নির্বাচন প্রক্রিয়া নির্দিস্ট পরিস্থিতিতে অনুষ্ঠিত না হলে, এটি ইউজারদের গেমিফিকেশন ভোটিং সিস্টেমের মাধ্যমে নির্বাচন হবে। ১টি ছবি বিজয়ী ঘোষিত হবে এবং প্রতিযোগীতায় উল্লেখিত তারিখে তা অ্যাপে প্রকাশ হবে।
৯. অংশগ্রহনের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই। প্রত্যেক ইউজার যত খুশি ইমেজ আপলোড করতে পারবেন। শর্তে ফ্রি আপলোড করার যতটুকু সুযোগ আছে, তার অতিরিক্ত আপলোড করতে চাইলে ক্রেডিট ব্যবহার করে তা করতে পারবেন। প্রতিটি প্রতিযোগীতার শর্ত অনুযায়ী অতিরিক্ত ছবির ক্রেডিট নির্ধারন এবং প্রযোজ্য হবে।
১০. অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ১ জন বিজয়ী এবং ৩ জন বিকল্প বিবেচিত হবেন। যদি বিজয়ীর সাথে যোগাযোগ না করা যায় তাহলে, সেই বিকল্প থেকে ভোটের ক্রম অনুযায়ী বিজয়ী মনোনীত হবে।
১১. প্রতিযোগীতা শেষে আগোরা ৫ দিনের মধ্যে ইমেইলের মাধ্যমে বিজয়ীর সাথে যোগাযোগ করবে। প্রতিযোগীর দেয়া তথ্য অনুযায়ী একাউন্টে/ ঠিকানায় প্রাইজ পাঠানো হবে। প্রতিযোগীর প্রদত্ত তথ্যে ভুল থাকায় আগোরা পুরস্কারের পেমেন্ট অথবা প্রাইজ পাঠাতে না পারলে আগোরা দায়বদ্ধ থাকবে না। প্রতিযোগীতা শেষ হওয়ার তারিখ থেকে ১২০ দিনের মধ্যে পুরস্কারের মেয়াদ শেষ হয়ে যায়।