Siena Awards (SIPA)

Italy

 

আমাদের বেশীরভাগ ইউজারের সমস্যা হয় ইন্টারনেট এক্সপ্লোরার অথবা সাফারির ব্রাউজারের পুরোনো ভার্সন ব্যবহার করার কারনে। যদি আপনি ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে এটি অটোমেটিক্যালি আপডেট হয়। ফায়ারফক্স ব্যবহারে সমস্যা নেই, কিন্তু আমরা ক্রোম ব্যবহার করতে পরামর্শ দেই।

 

১. কিভাবে অংশগ্রহন করবো?

অনলাইন সাবমিশন ফর্ম বিস্তারিত ফিলআপ করার পর, আপলোড পেইজে রিডাইরেক্ট করে নেয়া হবে। সেখানে ছবি আপলোড করার সুযোগ পাবেন। ছবিতে সিগনেচার অথবা ওয়াটারমার্ক থাকলে গ্রহনযোগ্য হবে না।

 

২. প্রদর্শনী কোথায় হবে?

বিজয়ী ছবিগুলো “ইমাজিন অল দ্য পিপল শেয়ারিং অল দ্য ওয়াল্ড” শিরোনামে ইতালি’র সিয়েনায় প্রদর্শিত হবে।

 

৩. কতটি ছবি জমা দেয়া যায়?

যত ইচ্ছা ততবার অংশগ্রহন করতে পারবেন।

 

৪. অংশগ্রহনকৃত ছবির ধরন

  • sRGB অথবা Adobe98 কালার স্পেস, ৮ বিট;
  • দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৯২০ পিক্সেল, ৭২ dpi এবং JPG ফরমেটে হবে।
  • ছবিতে কোন ওয়াটারমার্ক/কপিরাইট/লোগো/বর্ডার থাকবে না;থাকবে না;
  • চূড়ান্ত রাউন্ডের জন্য মনোনীত ছবিগুলোর হাই রেজ্যুলেশনে ডিজিটাল ফাইল নূন্যতম ৮ মেগাপিক্সেল (নূন্যতম ২৪০০ পিক্সেল x৩৬০০ পিক্সেল x৩০০ dpi)

 

৫. ছবি জমা দেয়ার পর পরিবর্তন বা পুনরায় কি সাবমিট করা যাবে?

হ্যা, ছবি জমা দেয়ার শেষ তারিখ পর্যন্ত ছবি এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি জমা দেয়া ছবি রিমুভ করে পুনরায় জমা দিতে পারবেন, পুর্নবিন্যাস করতে পারবেন, ছবির ক্যাপশন/টাইটেল এডিট করতে পারবেন, ছবির বিস্তারিত এডিট করতে পারবেন।

 

৬. আমি কি দুটি ছবি একত্রে জুড়ে দিয়ে জমা দিতে পারবো নাকি দুটি আলাদা দিতে হবে?

আপনি দুটি একত্রে জুড়ে জমা দিতে পারবেন, তবে তা দৈর্ঘ্যে ১৯২০ পিক্সেলের বেশী হতে পারবে না।

 

৭. দুজন ফটোগ্রাফার মিলে একটি টিম হিসেবে কাজ করি, আমরা কি দুজনে একটি সাবমিট করতে পারবো?

হ্যা পারবেন, তবে দুজনের বায়ো সাবমিট করুন যেন আমরা বুঝতে পারি আপনারা দুজনে একটি দল।

 

৮. ছবি তোলার সময়সীমা  নির্দিস্ট করা আছে?

না, ছবি তোলার তারিখের ক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই।

 

৯. ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এমন ছবি জমা দেয়া যায়?

হ্যা, প্রকাশিত এবং অপ্রকাশিত উভয় ছবিই গ্রহনযোগ্য।

 

১০. অন্য কোন পুরস্কার বিজয়ী হয়েছে এমন ছবি জমা দেয়া যায়?

হ্যা, ইতিমধ্যে কোন পুরস্কার পেয়েছে অথবা বর্তমানে চলমান কোন প্রতিযোগিতায় জমা দেয়া হয়েছে, এমন ছবিও গ্রহনযোগ্য হবে।

 

১১. প্রোর্ট্রেইট ছবির সাথে মডেল রিলিজ জমা দিতে হয়?

আপনি যেখানে ছবি তুলেছেন সেখানকার স্থানীয় আইনগুলো দেখে নিন, কিছু স্থানীয় আইন অনুযায়ী মডেল রিলিজের বিষয়ে আইন খুব কঠোর, আবার কোন স্থানে কিছুটা সহনশীল। অতএব স্থানীয় আইন অনুযায়ী, আপনার ছবি যেখানে তুলেছেন সেখান আইনে এটা সমস্যা না হলে আপনি ছবি জমা দিতে পারবেন।

 

১২. আমার ছবিগুলো কিভাবে ব্যবহার করা হয়?

সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডের প্রমোশন (এক্সিজিবিশন, পোস্টার, অ্যানুয়াল পাবলিকেশন, পোস্টকার্ড, সোশ্যাল মিডিয়া, ইত্যাদি) এবং এর সাথে সংশ্লিষ্ট কাজগুলো ব্যতীত অন্য কোথাও আপনার ছবি ব্যবহার করা হবে না। এখন পর্যন্ত সকল ফটোগ্রাফার তাদের ছবিগুলো বিশ্বব্যাপী যেভাবে ব্যবহার এবং প্রচার করা হয়েছে তাতে খুশি হয়েছেন।

 

১৩. কোথায় আমার ছবিগুলো ব্যবহার/প্রদর্শিত হবে?

সিয়েনা অ্যাওয়ার্ড প্রতিযোগীতার দারুন একটি বিষয় হলো, এই প্রতিযোগীতার বিশ্বব্যাপী প্রচার। আপনার ছবিটি কোন বিষয়ের জন্য বেঁছে নেয়া হয়েছে; তার উপর নির্ভর করে আপনার সম্পূর্ন ক্রেডিটসহ বিশ্বব্যাপী দেখানো হবে। এখানে প্রমোশন আন্তর্জাতিকভাবে হয়। এই প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে, বার্ষিক পাবলিকেশনে যেখানে সকল বিজয়ী ছবি দেয়া হয়, সেখানে আপনার ছবি অর্ন্তভুক্ত করার সম্মতি প্রদান করেন ।

 

১৪. কখন এবং কিভাবে ফলাফল ঘোষনা করা হয়?

সিয়েনা অ্যাওয়ার্ড, পুরস্কার বিজয়ীদেরকে তাদের রেজিস্টার্ড ইমেইল এড্রেসে জানিয়ে দেয়। এছাড়া সিয়েনা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ওয়েবসাইটেও বিজয়ীদের ছবি এবং নাম দেখানো হয়।

 

১৫. প্রতিযোগিতায় অংশগ্রহন ফি কত?

এই প্রতিযোগীতায় একটি ছবি ফ্রি’তে দেয়া যাবে। এন্ট্রি ফি প্রযোজ্য হবে নিচের নিয়মে:

১. ১টি ইমেজ ফ্রি আপলোড।

২. ৩টি ইমেজ (১ম ফ্রি ইমেজ সহ) ২০ পাউন্ড

৩. প্রতিটি অতিরিক্ত ছবির জন্য বাড়তি ১০ পাউন্ড

৪. স্টোরি টেলিং ৩৫ পাউন্ড

 

0.0208
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>