আমারপিক্স.কম বাংলাদেশী ফটোগ্রাফারদের জন্য আন্তর্জাতিক জনপ্রিয় ফটো কনটেস্টগুলোর তথ্য একত্রে প্রকাশের পদক্ষেপ গ্রহন করেছে। একই সাথে আয়োজক সম্পর্কে তথ্য এবং আয়োজকের আয়োজিত কনটেস্টে অংশগ্রহনের নিয়মাবলী প্রকাশ করা হবে।
এছাড়াও দেশের অভ্যন্তরে জনপ্রিয় প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোর আয়োজিত ফটো কনটেস্টগুলোর তথ্য প্রকাশ করা হবে।
১. এই সেকশনে প্রদর্শিত সকল তথ্য তৃতীয়পক্ষের ওয়েবসাইট থেকে সংগ্রহকৃত। তাই কোনো কনটেস্টে অংশগ্রহনের পূর্বে কনটেস্ট আয়োজক, কনটেস্টের নিয়মাবলী এবং শর্তাবলী আয়োজকের পেইজ থেকে যথাযথভাবে দেখে নিন।
২. প্রকাশিত প্রতিটি কনটেস্টের [বিস্তারিত] পেইজের নিচে [অংশগ্রহন করুন] বাটনে ক্লিক করে মূল কনটেস্টটি দেখতে পাবেন।
৩. আমারপিক্স.কম তৃতীয় পক্ষের উৎস থেকে সংগৃহিত তথ্য ক্রস চেক করতে পারেনা বলে তথ্যের সত্যতার নিশ্চয়তা দেয়না।
৪. আমারপিক্স.কম এই সেকশনে প্রকাশিত তৃতীয়পক্ষের কোনো কনটেস্ট বিষয়ে প্রশ্নের উত্তর অথবা গ্রাহক সেবা প্রদান করেনা।
৫. আর্ট ইভেন্ট সেকশনে প্রদর্শিত কনটেস্টগুলোতে অংশগ্রহনের ক্ষেত্রে কোনো সমস্যা সমাধান, অথবা অংশগ্রহনের পর কোনো ধরনের ক্ষতির দায়-দায়িত্ব আমারপিক্স.কম বহন করেনা। অংশগ্রহনকারী তার নিজ দায়িত্ব অংশগ্রহন করবেন।
৬. আমারপিক্স.কম কোনো কনটেস্ট আয়োজকের এজেন্ট হিসেবে কাজ করেনা।
নোট- প্রদর্শিত তথ্যে কোনো প্রকার ভুল থাকলে ইনবক্সে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
আন্তর্জাতিক কনটেস্ট সম্পর্কে মতামত বিভাগ চালু হবে এবং অংশগ্রহনের পুর্বে অভিজ্ঞদের সহায়তা নেয়া যাবে।
আন্তর্জাতিক কনটেস্টগুলোতে অংশগ্রহনকারী দেশীয় ফটোগ্রাফারবৃন্দ দেশের মানুষের কাছে ভোট চাইতে পারবেন।
ভবিষ্যতে আন্তর্জাতিক কনটেস্টগুলোতে বিজয়ী বাংলাদেশী ফটোগ্রাফারদের নাম প্রকাশ করা হবে।
বিদেশী কনটেস্টগুলো বিষয়ে আমারপিক্স.কম সদস্যদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
আমারপিক্স.কম সাধারনত নিজ উদ্দ্যোগে দেশীয় কনটেস্টগুলো খুঁজে বের করে প্রকাশ করে। তবে অনেক কিছুই আমাদের চোখে নাও পরতে পারে। সেক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠান এবং সংগঠন তাদের আয়োজিত কনটেস্টের তথ্য এই সেকশনে প্রকাশের জন্য আমারপিক্স.কম ফেসবুক ফ্যান পেইজের ইনবক্সে কনটেস্টের লিংকসহ যোগাযোগ করতে পারেন।
আমারপিক্স.কম আয়োজকের পরিচয় এবং কনটেস্টের ধরন বিশ্লেষন করে ‘আর্ট ইভেন্ট’ সেকশনে কনটেস্ট সম্পর্কিত তথ্য প্রকাশ করবে। এক্ষেত্রে আমারপিক্স.কম যে কোনো কনটেস্ট প্রকাশের নিশ্চয়তা দেয়না।
পুরস্কার বিহীন এবং ফেসবুক ভিত্তিক কনটেস্ট ‘আর্ট ইভেন্ট’ সেকশনে প্রকাশ করা হয়না।
ফ্যান পেইজ লিংক-
https://www.facebook.com/amarpix