ArtJob সেকশন ব্যানারে প্রদর্শিত [অর্ডার তৈরী] বাটনে ক্লিক করে প্রদর্শিত ‘ফরমে’ নিচের তথ্যগুলো দিন।
১। ইমেজের ধরন
ArtJob সেকশনে বর্তমানে শুধুমাত্র আলোকচিত্র ক্রয় করা যায়, তাই ‘ইমেজ ধরন’ অপশনে ‘আলোকচিত্র’ ডিফল্ট অবস্থায় রয়েছে।
২। ইমেজ সংখ্যা
কয়টি ইমেজ ক্রয় করবেন তা নির্বাচন করুন। যে সংখ্যা নির্বাচন করবেন, শুধুমাত্র সেই সংখ্যক ইমেজ উক্ত অর্ডারের মাধ্যমে ক্রয় করতে পারবেন। অর্ডার পোস্টের পর এই সংখ্যা হ্রাস/বৃদ্ধি করা যায়না।
৩। ইমেজ রেস্যুলেশন
চাহিদানুযায়ী ইমেজের রেসুলেশন নির্বাচন করুন। ক্রয়কৃত ইমেজ ডেলিভারী নেয়ার পর শুধুমাত্র এই নির্বাচিত রেসুলেশনে ডাউনলোড করা যাবে। কম বাজেটের অর্ডারে হাই রেসুলেশন ইমেজ প্রাপ্তির সম্ভাবনা কম থাকে।
৪। ইমেজ অরিয়েন্টেশন
Vertical, Horizontal, Square, Wide Angle এবং Panorama; এই ৫টি অপশন থেকে আপনার চাহিদানুযায়ী অরিয়েন্টেশন নির্বাচন করুন। সরবরাহকারীগন শুধুমাত্র আপনার নির্বাচিত অরিয়েন্টেশনের ইমেজ অর্ডারে আপলোড করার সুযোগ পাবেন।
৫। ক্যামেরা/ডিভাইস
যে ডিভাইসের ছবি ক্রয়ে আগ্রহী, তা নির্বাচন করুন। ৩টি অপশন রয়েছে।- ১। শুধুমাত্র DSLR ক্যামেরা, ২। শুধুমাত্র মোবাইল ক্যামেরা, ৩। DSLR অথবা মোবাইল যে কোনো।
৬। ব্যক্তির সর্বোচ্চ ইমেজ সংখ্যা
আপনার অর্ডারে ১জন ব্যক্তি/সরবরাহকারী সর্বোচ্চ কয়টি ইমেজ আপলোড করতে পারবে, তা নির্বাচন করুন। এই সংখ্যা কোনোভাবেই অর্ডার সংখ্যার চেয়ে বেশি হতে পারবেনা। সম্ভব হলে অর্ডার সংখ্যার অর্ধেক এখানে নির্বাচন করুন। এর মাধ্যমে আপনার অর্ডারে অতিরিক্ত ছবি পোস্ট রোধ করতে পারবেন।
৭। বিস্তারিত
আপনার অর্ডার সম্পর্কে বিস্তারিত ধারনা দিন। এই তথ্য আপনার চাহিদা বুঝতে সরবরাহকারীদের সহায়তা করবে।
৮। ক্রয়কৃত ইমেজের ব্যবহার
এই অর্ডারের মাধ্যমে ক্রয়কৃত ইমেজ আপনি কি কাজে ব্যবহার করবেন, তা নির্বাচন করুন। সরবরাহকারী সব বিষয়ে ইমেজ বিক্রয় নাও করতে পারেন, তাই এই তথ্য সরবরাহকারীকে আপনার উদ্দেশ্য বুঝতে সহায়তা করবে।
৯। সতর্কতা
এই সেকশন থেকে প্রয়োজনীয় অপশন নির্বাচন করুন।
১০। বাজেট ঘোষনা
প্রতিটি ছবি ক্রয়ের জন্য বাজেট নির্বাচন করুন। যেমন- ৫টি ছবির অর্ডারে ছবি প্রতি বাজেট ১০০ টাকা হলে, মোট বাজেট ১০০x৫ = ৫০০ টাকা। এর সাথে ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ যুক্ত হবে। যে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নামে অর্ডারটি পোস্ট হবে, সেই একাউন্ট থেকে বাজেট পরিমান কয়েন [লক] করা হয়।
এখানে প্রতিটি ছবি/ইমেজের বাজেট ১০ টাকা (১০০০ কয়েন) থেকে ১হাজার টাকা (১লাখ কয়েন) পর্যন্ত ঘোষনা করা যায়। আপনার চাহিদাকৃত কনটেন্টের বিষয়, ধরন, রেস্যুলেশন, মান এবং অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করে বাজেট নির্ধারন করুন।
১১। অর্ডার প্রিভিউ
ফরমের নিচে [অর্ডার প্রিভিউ] বাটন ক্লিক করুন। অর্ডারটির ‘প্রিভিউ’ প্রদর্শিত হবে। সমস্ত তথ্য পুনরায় পরীক্ষা করে নিন। সম্ভব হলে স্যাম্পল ইমেজ অপশনে ইমেজ আপলোড করুন। এই ইমেজ আপনার চাহিদা এবং ধরন বুঝতে সরবরাহকারীকে সহযোগিতা করবে।
১২। অর্ডার সাবমিট
সব তথ্য ঠিক থাকলে [সাবমিট] বাটন ক্লিক করুন। অর্ডার পোস্টের পর Amarpix.com এডমিন এর পরীক্ষাক্রমে ৬-১২ ঘন্টার মধ্যে প্রকাশ করা হয়। অর্ডার অনুমোদন পেয়ে সাইটে প্রকাশ হলে বাজেট পরিমান টাকা স্বয়ংক্রিয়ভাবে লক হয় এবং এ সংক্রান্ত একটি তথ্য অডারকারীর [কয়েন লগ] সেকশনে পাঠানো হয়। একই সাথে অর্ডারকারীকে একটি ইনভয়েজ ই-মেইল করা হয়। অর্ডার অনুমোদনযোগ্য না হলে Amarpix.com এডমিন কারন লিখে বাতিল করেন। বাতিলকৃত অডারগুলো গ্রাহকের ‘অর্ডার’ সেকশনে ড্রাফট আকারে স্থানান্তর হয়। গ্রাহক তথ্য সংশোধন করে অর্ডারটি পুনরায় পোস্ট করতে পারেন।
সতর্কতা
ArtJob সেকশনে অর্ডারের মাধ্যমে ক্রয়কৃত ছবি/ইমেজের কপিরাইট লাইসেন্স ‘রয়্যালটি ফ্রি’ হিসেবে ঘোষনা করা হয়েছে। এই লাইসেন্সের মাধ্যমে ক্রয়কৃত ইমেজ ক্রেতা একাধিকবার একাধিক মাধ্যমে ব্যবহারের অনুমতি লাভ করেন। এজন্য তাকে ছবির স্বত্বাধিকারীর অনুমতি গ্রহন অথবা দাম পরিশোধ করতে হয় না। এই লাইসেন্সে ক্রয়কৃত ছবি/ইমেজ ক্রেতা শুধু ব্যবহারের অধিকার লাভ করেন, কিন্তু বিক্রয় করতে পারেন না। ফটোগ্রাফার রয়্যালিটি ফ্রি লাইসেন্সযুক্ত ইমেজের মূল স্বত্বাধিকারী এবং তিনি তা পুনরায় যে কারো কাছে বিক্রয় করার অধিকার সংরক্ষন করেন।