আমারপিক্স.কম নেটওয়ার্কে নিবন্ধিত সদস্যদের পোস্টকৃত/প্রকাশিত ছবির সক্রিয়তা এবং ফটোগ্রাফারদের কার্যাবলীর ভিত্তিতে Amarpix System মাসিক-সাপ্তাহিক সেরা ২০ ছবি, জনপ্রিয় ২০ ফটোগ্রাফার এবং সক্রিয় ২০ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করে।
সেরা ছবি
পূর্ববর্তী মাস এবং সপ্তাহে একটি ছবির প্রাপ্ত ‘পয়েন্টের’ ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে Amarpix নেটওয়ার্কের ‘সাপ্তাহিক/মাসিক সেরা ২০টি ছবি’ নির্বাচিত হয়। এডিটর চয়েজ, প্রাপ্ত রেটিং, ডাউনলোড এবং ক্লিক নির্দিস্ট কোনো ছবির ‘পয়েন্ট’ প্রাপ্তিতে সহায়তা করে।
জনপ্রিয় ফটোগ্রাফার
পূর্ববর্তী মাস এবং সপ্তাহে এই নেটওয়ার্কে একজন ফটোগ্রাফারের ফটোগ্রাফি বিষয়ে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সাপ্তাহিক-মাসিক জনপ্রিয় ফটোগ্রাফার স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা হয়। যে বিষয়গুলো জনপ্রিয় ফটোগ্রাফার নির্বাচনের ভূমিকা রাখে-
পোস্টকৃত ছবির ইউনিক ডাউনলোড
নিজের প্রোফাইলে রিভিউ প্রাপ্তি
ফটো কনটেস্টে ছবি জুরি নির্বাচিত হলে
ফটো/ক্যাপশন কনটেস্টে বিজয়ী হলে
ফটো কনটেস্টে প্রদত্ত ছবি ১-১০ এ থাকলে
ক্যাপশন কনটেস্টে ১-১০ এর মধ্যে থাকলে
ছবি এডিটর পছন্দ হিসেবে নির্বাচিত হলে
ফটো কনটেষ্টে নিজ ছবিতে প্রাপ্ত ভোট
নিজের প্রোফাইল ভিউ হলে
পোস্টকৃত ছবিতে ক্লিক পেলে
এছাড়াও সেলমাইপিক.কম সাইটে সদস্যের প্রকাশিত সমস্ত ছবিতে প্রাপ্ত মোট স্কোর এই বিভাগে পয়েন্ট হিসেবে যোগ করা হয়।
সক্রিয় সদস্য
আমারপিক্স.কম নেটওয়ার্কে নিবন্ধিত সদস্যদের পূর্ববর্তী মাসে এবং সপ্তাহে বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে সাইটের সাপ্তাহিক-মাসিক ‘সক্রিয় সদস্য’ স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়। যে বিষয়গুলো সক্রিয় ব্যবহারকারী/সদস্য নির্বাচনের ভূমিকা রাখে-
আমারপিক্স সাইটে ছবি আপলোড
অন্যের ছবিতে রেটিং প্রদান
অন্যের প্রোফাইলে রিভিউ প্রদান
ফটো/ক্যাপশন কনটেস্ট, প্রদর্শনীতে অংশগ্রহন
ফটোওয়াক, ফটোগ্রাফি ওয়ার্কশপে অংশগ্রহন
সাইটের বিভিন্ন ফটোগ্রাফি ইভেন্টে ভোট প্রদান
ফটোগ্রাফি পেইজে/গ্রুপে কার্যাবলী
পছন্দের ফটোগ্রাফি পেশা নির্বাচন
পছন্দের ফটোগ্রাফি বিষয় নির্বাচন
ফটোগ্রাফি পেইজ ভিউ
জরুরী তথ্যে রিভিউ প্রদান
৮ বিভাগ ফটোগ্রাফি
Amarpix নেটওয়ার্কে পোস্টকৃত সকল ছবি এবং ফটোগ্রাফারদের ৮টি বিভাগে ভাগ করে প্রাপ্ত পয়েন্ট এবং স্কোরের ভিত্তিতে এই সেকশনে প্রকাশ করা হয়। বিভাগীয় সেরা ছবি এবং ফটোগ্রাফার লিষ্ট ক্রম অনুযায়ী প্রকাশ করা হয়। প্রতিটি বিভাগে কোন জেলাগুলো এগিয়ে আছে তা প্রকাশ করা হয। খুব শীঘ্রই ছবির খবর এবং বিভিন্ন ইভেন্টসহ ফটোগ্রাফি সংক্রান্ত তথ্যসমূহ ‘বিভাগ’ ভিত্তিতে প্রকাশ হবে।
৬৪ জেলা ফটোগ্রাফি
ছবির প্রাপ্ত পয়েন্ট এবং ফটোগ্রাফারদের প্রাপ্ত স্কোরের ভিত্তিতে ৬৪ জেলায় ভাগ করে এই সেকশনে প্রকাশ করা হয়। ফটোগ্রাফার তার জেলা নির্বাচন করলেই শুধুমাত্র তিনি এবং তার ছবি এই হিসাবের আওতায় আসবেন। শীঘ্রই প্রতিটি জেলার ‘ছবির খবর’ এবং বিভিন্ন ইভেন্টসহ ফটোগ্রাফি সংক্রান্ত তথ্যসমূহ ‘জেলা’ ভিত্তিতে প্রকাশ হবে। এছাড়াও প্রতিটি জেলার আওতাধীন থানাগুলোর ছবি এবং ফটোগ্রাফারদের প্রকাশের কাজ চলমান রয়েছে।
পূর্ববর্তী মাসে প্রাপ্ত ‘পয়েন্টের’ ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে Amarpix.com ওয়েব সাইটের [মাসের সেরা ২০টি ছবি] নির্বাচিত হয়। এডিটর চয়েজ সিলেকশন, লাইক, কমেন্ট, ডাউনলোড এবং ক্লিক ছবির ‘পয়েন্ট’ প্রাপ্তিতে সহায়তা করে।
ফটোগ্রাফারের আপলোডকৃত ছবি এডিটর সিলেকশন, প্রাপ্ত লাইক-কমেন্ট, প্রোফাইল ভিউ, ছবি ক্লিক, ডাউনলোড, ফটোগ্রাফি কনটেষ্টে নিজের ছবিতে প্রাপ্ত ভোট, জুরি চয়েজ সিলেকশন, কনটেষ্ট বিজয়ের মাধ্যমে প্রাপ্ত ‘পয়েন্ট’ এর যোগফল মাসের সেরা ক্লিকার/ফটোগ্রাফার নির্বাচনে সহায়তা করে।
Amarpix.com ওয়েবসাইটে লগইন, ছবি আপলোড, প্রদত্ত লাইক-কমেন্ট, ফটোগ্রাফি কনটেষ্টে অংশগ্রহন, প্রদত্ত ভোট ‘সেরা ২০ সক্রিয় ব্যবহারকারী’ নির্বাচনে সাহায্য করে।