ক্যামবাজার আমারপিক্স.কম এর একটি অনলাইন সেবা, যেখানে বিক্রেতাগন ব্যবহারকৃত পুরোনো ক্যামেরা, লেন্স, এক্সেসরিজসহ ফটোগ্রাফি সম্পর্কিত অন্যান্য বিক্রয়যোগ্য পন্যের তথ্য পোস্ট করতে পারবেন। প্রতিটি পোস্টের বিপরীতে সদস্য একাউন্ট থেকে ১০০ ডিজিটাল কয়েন কাটা যায়।

আমারপিক্স.কম নেটওয়ার্কে লগইন করুন। ‘ক্যামবাজার’ সেকশনের ব্যানারে প্রদর্শিত [পোস্ট তৈরী] বাটনে ক্লিক করুন। ক্যাটাগরী থেকে আপনার পন্যের ক্যাটাগরী নির্বাচন করুন। ফরমে প্রদর্শিত তথ্য পূরন করুন এবং সাবমিট করুন। প্রতিটি পোস্ট সাবমিটের পর আমারপিক্স.কম এডমিন এর অনুমোদনক্রমে প্রকাশ হয়। এক্ষেত্রে ৬-১২ ঘন্টা সময় অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আমারপিক্স “ক্যামবাজার” সেকশনে ফটোগ্রাফি পন্য সম্পর্কিত পোস্ট প্রকাশের পূর্বে এ সংক্রান্ত শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।

 

১। পন্য বিক্রয় সংক্রান্ত পোস্ট/তথ্য আমারপিক্স.কম এডমিন এর অনুমোদনক্রমে সাইটে প্রকাশিত হয়। সাইট এডমিন প্রয়োজনবোধে কোনো কারন দর্শানো ব্যতিরেকে যে কোনো পোস্ট/তথ্য বাতিল অথবা প্রকাশিত পোস্ট স্থগিত করার অধিকার সংরক্ষন করে।

 

২। প্রতিটি পোস্ট/প্রকাশের বিপরীতে ১০০ ডিজিটাল কয়েন পোস্টকারীর একাউন্ট থেকে কাটা যায়। তথ্যটি পোস্ট করার পর কোনো কারনে বাতিল করা হলে এই ডিজিটাল কয়েন ফেরত পাওয়া যায়না। 

 

৩। পন্যটি পোস্টকারীর হতে হবে। একজনের তথ্য অন্য কেউ পোস্ট করতে পারবেন না।

 

৪। পন্যের তথ্য সঠিক এবং নির্ভুলভাবে পূরন করুন। ভুল তথ্য সাইটে অনুমোদন বা প্রকাশ করা হয়না।

 

৫। মিথ্যা এবং ভুল তথ্য দেয়ার কারনে পোস্টকারীর পোস্টদান অধিকার স্থগিতসহ সদস্যপদ বাতিল হতে পারে।

 

৬। পোস্টে প্রদত্ত ফোন নম্বর এ্যাকটিভ থাকতে হবে।

 

৭। পোস্টে উক্ত পন্যের ভিন্ন এঙ্গেলে কমপক্ষে ৩টি ছবি দিন। ছবি বিহীন পোস্ট এপ্রুভ করা হয়না। প্রদত্ত ইমেজ/ছবি বিক্রয়যোগ্য পন্যের হতে হবে। একই ধরনের অন্য পন্যের ছবি গ্রহনযোগ্য নয়। পন্যের ছবির রেসুলেশন কমপক্ষে ১০০০পিক্সেল এবং ফোকাস শার্প হওয়া জরুরী।

 

৮। আমারপিক্স.কম ক্যামবাজার সেকশনে প্রকাশিত পোস্টের বিপরীতে সন্তোষজনক ভিউ, মতামত প্রাপ্তি এবং বিক্রয়ের নিশ্চয়তা প্রদান করেনা।

 

৯। পন্য বিক্রয় সম্পর্কিত পোস্টের বিপরীতে যে কোনো ভিজিটর মতামতের জন্য আমারপিক্স.কম দায়ী নয়।

 

১০। নির্দিষ্ট সংখ্যক ভিজিটর প্রকাশিত কোনো পোস্টে ভুল/স্পাম/বিরক্তিকর বিষয়ক মতামত প্রদান করলে উক্ত পোস্ট স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে, যা পুনরায় প্রকাশের সুযোগ নেই।

 

১১। পন্য বিক্রয় সম্পর্কিত প্রকাশিত পোস্ট পাবলিক তথ্য হিসেবে আমারপিক্স.কম নেটওয়ার্কে এবং সিসি0 লাইসেন্সে প্রকাশিত হবে, যা সবাই দেখতে পাবে। 

 

১২। ক্যামবাজার সেকশনে শুধুমাত্র ক্যামেরা, লেন্স, ফটোগ্রাফি সম্পর্কিত এক্সেসরিজ এর বিক্রয় পোস্ট প্রদান করা যাবে। অন্য যে কোনো পোস্ট কারন দর্শানো ছাড়াই বাতিল করা হবে।

 

১৩। আমারপিক্স.কম আপনার প্রকাশিত তথ্য এই নেটওয়ার্কের যে কোনো সেকশনে প্রকাশের অধিকার সংরক্ষন করে।

যে সকল কারনে পোস্টকৃত তথ্য বাতিল অথবা প্রকাশিত তথ্য স্থগিত করা হতে পারে-

 

১। পোস্টে পন্যের তথ্য সম্পর্কিত ভুল থাকলে।

 

২। পন্যের কমপক্ষে ৩ ছবি আপলোড না করলে।

 

৩। ফটোগ্রাফির বাইরের কোনো পন্য পোস্ট করলে।

 

৪। পোস্টের বিপরীতে ভিজিটরদের অভিযোগ থাকলে।

0.0225
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>