মানুষ প্রশ্ন করতে পছন্দ করে। সমস্যায় পড়লে মানুষ অভিজ্ঞ কারো সাহায্য খোঁজে। ‘ক্যামেরা’ এবং ‘ফটোগ্রাফি’ দুটোই স্পর্শকাতর বিষয়। একজন ফটোগ্রাফারের কখনো কখনো ফটোগ্রাফি, ডিভাইস অথবা এক্সেসরিজ বিষয়ে দক্ষ কারো মতামত, পরামর্শ অথবা উপদেশের প্রয়োজন হয়।
বাংলাদেশে ‘ক্যামেরা’ এবং ‘ফটোগ্রাফার’; উভয় সংখ্যাই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সাথে সাথে এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং অসংখ্য প্রশ্ন তৈরী হচ্ছে। বর্তমানে মানুষ তার প্রশ্নের উত্তর খুব দ্রুত আশা করে। উত্তরের জন্য প্রয়োজনে কিছু খরচ করতেও রাজী থাকে। তাই এতো প্রশ্নের ভীড়ে অভিজ্ঞ ফটোগ্রাফারদের জন্য খুব দ্রুত ‘ক্যামেরা’ এবং ‘ফটোগ্রাফি’ সম্পর্কিত বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ তৈরী হচ্ছে।