একজন ফটোগ্রাফার বর্তমানে শুধুমাত্র একটি সুন্দর ছবি তুলেই খুশি থাকেনা। নিজের তোলা ছবি আরো বেশি দৃষ্টিনন্দন করে তুলতে তার চেষ্টার কোনো কমতি থাকেনা। বর্তমানে ছবিকে হতে হয় সুন্দর থেকেও সুন্দরতর। তাই এই ডিজিটাল ছবির যুগে সবাই এখন ‘ডার্করুম’ থেকে ‘লাইটরুমে’ চলে আসছে, যা ছবির পোস্ট প্রসেসিং হিসেবে জনপ্রিয়। ভালো ছবির পুরোটাই এখন আর ক্যামেরা এবং ছবি তোলার দক্ষতার উপর নির্ভর করেনা, নির্ভর করে কোনো ছবি তোলার পর তার যথাযথ সম্পাদনার উপর। ‘লাইটরুম’ এমন একটি ছবি সম্পাদনার সফটওয়্যার যা দিয়ে ছবি তোলার পর ফটোগ্রাফারের ভুল-ত্রুটিগুলোকে ঠিক করে নেয়া যায়। ছবির এক্সপোজার, ফোকাস, মুড, কালার ব্যালেন্স/টোন, স্যাচুরেশন, লাইটিং পরিবর্তন, ক্রপ; অর্থ্যাৎ আনুসাঙ্গিক অনেক কিছু একটি একটি করে প্রয়োজন মতো পরিবর্তন করা যায়।

 

ছবি সম্পাদনার জন্য অসংখ্য ‘লাইটরুম’ সফটওয়্যার রয়েছে, যা সবার জন্য পরিচালনা করা সহজ থেকে সহজতর হচ্ছে। তারপরেও সব ফটোগ্রাফারের পক্ষে লাইটরুম ব্যবহারের জন্য পর্যাপ্ত দক্ষতা নাও থাকতে পারে। আবার দক্ষতা থাকলেও এডিট করার জন্য পর্যাপ্ত সময় নাও থাকতে পারে। সেক্ষেত্রে ঐসকল ফটোগ্রাফার নিশ্চই ‘লাইটরুম’ এডিটিংয়ে দক্ষ কোনো মানুষের সাহায্য নিবেন; যারা এই বিষয়ে অভিজ্ঞ এবং একই সাথে ‘লাইটরুম এডিটর’ হিসেবে ফ্রিল্যান্স সেবা প্রদানে আগ্রহী। এই কথা জোর দিয়ে বলা যায় যে, লাইটরুম বিষয়ে অভিজ্ঞদের জন্য নির্ভরযোগ্য এবং লাভজনক কাজের ক্ষেত্র তৈরী হচ্ছে।

 


0.0301
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>