ছবি ইতিহাস এবং স্মৃতির স্বাক্ষী। ছবি মাঝে মাঝে এমন সব বিশেষ সময় অথবা মানুষদের কথা বলে যা বর্তমানে নেই। মানুষ জন্মগতভাবে স্মৃতিকাতর, সে স্মৃতি আকড়ে ধরে বাঁচে। ছবির চেয়ে জীবন্ত স্মৃতি আর কি হতে পারে? তাইতো ক্ষেত্র বিশেষে এখনকার দামী ডিজিটাল ক্যামেরায় তোলা চকচকে ছবির চেয়ে ২০-৩০ বছর পুরোনো সাদা-কালো, নষ্ট হয়ে যাওয়া ছবি আমাদের কাছে অনেক বেশি আবেগের এবং ভালোবাসার। কিন্তু ইচ্ছে করলেই সবাই পুরোনো অথবা নষ্ট হয়ে যাওয়া ছবিকে ঠিক করতে পারেনা। এ কাজে দরকার ভালো ফটো এডিটিং সফটওয়্যার এবং তাতে দক্ষ কোনো এডিটরের; যিনি পুরোনো ছবিকে চাহিদা অনুযাযী সম্পাদনা, সাদা-কালো ছবিকে রঙ্গিন অথবা ছবির কোনো অংশকে পৃথক করে বাদ দিতে পারবে।।
কিছু কিছু প্রতিষ্ঠান/স্টুডিও/ব্যক্তি পুরোনো এবং আংশিক নষ্ট হয়ে যাওয়া ছবি ঠিক করার কাজ করে। কিন্তু প্রয়োজনের সময় সে সকল প্রতিষ্ঠান/স্টুডিও/ব্যক্তি, তাদের কাজের স্যাম্পল এবং কাজের রেট সম্পর্কে তথ্য পাওয়া যায় না, ফলে পুরোনো ছবি আরো পুরোনো হয়, নষ্ট ছবি আরো নষ্ট হয় এবং স্মৃতিকাতর মনে দীর্ঘশ্বাস জমতে থাকে। AmarPix.com দক্ষ ‘ফটো এডিটরদের’ সাথে উক্ত স্মৃতিকাতর মানুষদের সহজ যোগাযোগ তৈরীতে চেষ্টা করছে।