আমি ফটোগ্রাফি জগতে একজন বিগিনার,আমি আমার সম্পূর্ণ নিজের চেষ্টায় ডেডিকেশান দিয়ে এতটুকু এসেছি।আমি মনে করি আমি যদি যথেষ্ট সুযোগ পেলে আমার ডেডিকেশান দিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে পারব!
আস্সালামুআলাইকুম! ছবি তোলা আমার এরকম নেশা! একটা ছবি তখনই পরিপূর্ণতা লাভ করে যখন ছবিটি কলার কম্পোজিশন সঠিক হয়!আর কালার কম্পোজিশন ঠিক করার জন্য লাউটরুম সম্পর্কে ধারনা থাকা অত্যাবশ্যক! লাইটরুম সম্পর্কে ভালভাবে ধারনা থাকলে যেকোন অরডিনারী ছবিকেই আকর্ষনীয় করে তোলা যায়! আমিও গত ২ বছর ধরে লাইটরুম দিয়ে কালার গ্রডিংএর কাজ করছি,অনেক কিছু শিখেছি আরো অনেক শেখার বাকি!