পেশা সম্পর্কিত তথ্য প্রদান শর্তাবলী
১। Amarpix.com ফটোগ্রাফির সাথে সম্পর্কিত বতর্মান এবং ভবিষ্যতের বিভিন্ন পেশা/কাজের ধরন তুলে ধরার চেষ্টা করছে। এই পেইজ ফটোগ্রাফারদের জন্য প্রকাশিত কোনো ‘জব পোর্টাল’ নয় এবং ‘পেশা’ বিভাগে ফটোগ্রাফার প্রদত্ত তথ্যের বিপরীতে কোনো প্রকার পারিশ্রমিক প্রাপ্তির সুযোগ নেই।
২। এই পেইজে প্রদর্শিত কোনো ‘পেশা বিভাগে’ প্রদত্ত তথ্যের বিপরীতে Amarpix.com কাউকে চাকুরী পাওয়ার নিশ্চয়তা প্রদান করেনা।
৩। পেশা সম্পর্কিত প্রদত্ত সকল তথ্য চাহিদা, আগ্রহ, দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে রিপোর্ট আকারে পাবলিক/উন্মুক্ত ‘তথ্য’ হিসেবে প্রকাশিত হবে। নিবন্ধিত/অনিবন্ধিত যে কেউ এই সাইটে ভিজিট করার মাধ্যমে উক্ত তথ্য দেখতে পাবে।
৪। Amarpix.com পেশা সম্পর্কিত মেম্বারদের ‘প্রদত্ত তথ্য’ থানা, জেলা, বিভাগ ভিত্তিতে অথবা সম্ভাব্য অন্য কোনো নতুন সেকশনে একক অথবা যৌথভাবে প্রকাশ করার অধিকার সংরক্ষন করে।
৫। সাইট ফটোগ্রাফারের পেশার দক্ষতা সম্পর্কিত প্রদত্ত তথ্য কোনো পরীক্ষা এবং অনুমোদন ছাড়াই হুবহু সাইটে প্রকাশ করা হয়। এক্ষেত্রে দাখিলকৃত তথ্যের স্বচ্ছতা এবং সত্যতার নিশ্চয়তা Amarpix.com প্রদান করেনা।
৬। ফটোগ্রাফার কর্তৃক প্রদত্ত পেশা সম্পর্কিত যে কোনো তথ্য প্রয়োজনবোধে বাতিল করার অধিকার Amarpix.com সংরক্ষন করে।
৭। Amarpix.com যে কোনো সময় পূর্ব ঘোষনা ব্যতীত ‘ফটোগ্রাফি পেশা’ পেইজের ডিজাইন, সংশ্লিষ্ট বিভিন্ন অপশন. পেশা সম্পর্কিত শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করতে পারবে।