29 Jul, 2019
আমারপিক্স.কম নেটওয়ার্কে নিবন্ধিত সদস্যগন এই সাইট ব্যবহারকারী হিসেবে বিভিন্ন কার্যাবলীর বিপরীতে যে ‘কয়েন’ অর্জন করেন, তা ‘ডিজিটাল কয়েন’ হিসেবে ঘোষনা করা হয়েছে। সদস্যদের এই সাইট ব্যবহারে আরো বেশি আগ্রহী করতে প্রমোশনাল বিষয় এবং একটি পদ্ধতি হিসেবে নির্বাচন করা হয়েছে। এটি নেটওয়ার্কের বিশেষ চাহিদার বিপরীতে ঘোষনাকৃত ‘ভারচুয়াল/ডিজিটাল কয়েন’ যা শুধুমাত্র AmarPix.com নেটওয়ার্ক/কমিউনিটিতে ব্যবহার করা হবে/যাবে। এখনো এই ‘ডিজিটাল কয়েনে’র কোনো নাম দেয়া হয়নি, কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই এই কয়েনটির নির্দিষ্ট একটি নাম এবং কয়েনের দৃশ্যমান ডিজাইন তৈরী করা সম্ভব হবে।
বর্তমানে আমারপিক্স.কম নেটওয়ার্কে একাউন্ট তৈরীর সাথে সাথে উক্ত সদস্য একাউন্টে ৫০০ ডিজিটাল কয়েন বোনাস হিসেবে যুক্ত যোগ করা হয়। এই সাইটে নিবন্ধিত পূর্বের সদস্য/একাউন্ট (২০ জুলাই, ২০১৯ এর পূর্বে তৈরীকৃত) লগইন করার পর একবার সাইটের হোমপেইজ ভিজিট করলেই ৫০০ কয়েন একাউন্টে যোগ হবে।
এই নেটওয়ার্কে ডিজিটাল কয়েন অর্জন এবং ব্যবহার বিষয়ে আমারপিক্স.কম নীতিমালা পড়ে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।