দুঃখিত! SMS ভেরিফিকেশন ব্যতীত ‘নিউজ ফিড’ দেখা যায়না। অনুগ্রহ করে আপনার একাউন্ট ভেরিফাই করুন।
100 পয়েন্ট
# 95-25
বিজয়ীর মন্তব্য 05 Sep, 2020 12:29 pm
Just i want to say Thank you
' amarpix.com '
96 পয়েন্ট
# 95-151
বিজয়ীর মন্তব্য 20 Aug, 2020 10:20 pm
saiful amin kazal
house 33, road 2, dhanmondi , dhaka 1205
01817031337
[email protected]
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, যে কেউ বিষয় ভিত্তিক ছবি জমা দিয়ে [উন্মুক্ত] সেকশনে প্রদর্শিত ফটোগ্রাফি কনটেস্ট গুলোতে অংশগ্রহন করতে পারবেন। ছবি অবশ্যই আয়োজকের উল্ল্যেখ করা বিষয় অনুযায়ী হতে হবে। বিষয়ের বাইরের ছবি কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে।
কনটেস্ট আয়োজকের উল্ল্যেখ করা নির্ধারিত স্থানে তোলা ছবি জমা দিয়ে যে কেউ এই সেকশনের ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন। যেমন- আয়োজক যদি তার প্রতিষ্ঠান অথবা সার্ভিস/সেবা সম্পর্কিত ছবি তোলার আয়োজন করেন, তবে উক্ত স্থানে/প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অংশগ্রহনকারীকে ছবিগুলো তুলতে হবে।
কনটেস্টে অংশগ্রহনকারীদের প্রদত্ত সকল ছবি সাধারনত কনটেস্ট পেইজের [ফটো] সেকশনে সরাসরি প্রকাশিত হয়। কনটেস্ট তৈরীকালীন আয়োজক [ছবি এডমিন/এডিটর কর্তৃক অনুমোদন] অপশন নির্বাচন করলে ছবি আয়োজকের অনুমোদনের অপেক্ষায় থাকে এবং আয়োজকের অনুমোদনক্রমে তা [ফটো] সেকশনে প্রকাশ করা হয়। আয়োজক ছবি গ্রহন অথবা বাতিল করলে তা অংশগ্রহনকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়। প্রতিটি কনটেস্টের [বিস্তারিত] সেকশনে কনটেস্টটি [সরাসরি অনুমোদন] নাকি [এডমিন/এডিটর কর্তৃক অনুমোদন] তা উল্ল্যেখ থাকে।
Amarpix Photo Contest সিস্টেম কনটেস্টের নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয় উপায়ে প্রাপ্ত ভোটের ভিত্তিতে অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ীদের (১, ২, ৩ অথবা যতোগুলো পজিশনের জন্য পুরস্কার ঘোষিত হয়েছে) নির্বাচন করে এবং [বিজয়ী] ছবিতে পজিশন যুক্ত করে।
আয়োজক বর্তমানে ৩টি উপায়ে Amarpix ফটোগ্রাফি কনটেস্টে বিজয়ীকে পুরস্কার প্রদান করতে পারেন-
আয়োজক মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কার প্রদান করতে পারেন। কনটেস্ট শেষ হওয়ার পর বিজয়ী অংশগ্রহনকারী (লগইন অবস্থায়) তার পুরস্কারপ্রাপ্ত ছবির নিচে “মোবাইল নম্বর লেখার ঘরে” নম্বর প্রদান করে আয়োজককে জানাবেন।
আয়োজক বিকাশের মাধ্যমে পুরস্কার ঘোষনা করলে, কনটেস্ট শেষে বিজয়ী অংশগ্রহনকারী তার পুরস্কারপ্রাপ্ত ছবির নিচে সংরক্ষিত স্থানে বিকাশ নম্বর প্রদান করে আয়োজককে জানাবেন। এক্ষেত্রে শুধুমাত্র পার্সোনাল বিকাশ নম্বর গৃহিত হয়।
আয়োজক যদি পুরস্কার হিসেবে গিফট বক্স অথবা দৃশ্যমান কোনো পুরস্কার ঘোষনা করেন, তবে তা বিজয়ীর কাছে পৌছানোর জন্য অংশগ্রহনকারী তার পুরস্কার প্রাপ্ত ছবির নিচের “ঠিকানার ঘরে” তার ঠিকানা লিখবেন। আয়োজক উক্ত ঠিকানায় পুরস্কার পাঠাবেন।
নোটঃ
আয়োজক প্রদত্ত নম্বরে অথবা ঠিকানায় পুরস্কার পাঠানোর পর তা বিজয়ী অংশগ্রহনকারীকে সিস্টেমে প্রদত্ত [পুরস্কার পাঠানো হয়েছে] অপশনের মাধ্যমে জানাবেন। বিজয়ী পুরস্কার পেয়ে উক্ত ছবির নিচের [পুরস্কার পেয়েছি] বাটনে ক্লিক করলে পুরস্কার প্রদান পদ্ধতি সম্পন্ন হবে। বিজয়ী তার ফোন নম্বর, বিকাশ নম্বর অথবা ঠিকানা লেখার সময় সতর্ক থাকুন, কারন এটি পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
নিজের তোলা ছবি ব্যতীত অন্যের ছবি আপলোড করা যাবে না। এছাড়াও বিষয়ের বাইরের ছবি, অন্যের কপি করা ছবি, এডিট করা ছবি কনটেস্টে গ্রহনযোগ্য নয়। আয়োজক উক্ত কারনে কনটেস্টে প্রদানকৃত যে কোনো ছবি কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করার অধিকার সংরক্ষন করেন। এ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন
[Contest Help]দুঃখিত! Amarpix.com সাইটে নিবন্ধন ছাড়াই ‘পাবলিক কনটেস্টে’ অংশগ্রহন করা যায়। তাই এই কনটেস্টের অংশগ্রহনকারীদের অংশগ্রহনকারী প্রোফাইল’ দেখানো সম্ভব হয়না। শুধুমাত্র নিবন্ধিত অংশগ্রহনকারীদের প্রোফাইল সাইটে সংরক্ষিত থাকে।
Loading....
পেইজ এডমিন কোনো বিষয়ে ‘অনলাইন কনটেস্ট’ আয়োজনের পর উক্ত বিষয়ে অভিজ্ঞ এক/একাধিক ব্যক্তিকে ‘কনটেস্ট জুরি’ হিসেবে দায়িত্ব প্রদান করতে পারেন। দায়িত্বপ্রাপ্ত ‘জুরি/জুরিগণ’ কনটেস্টে অংশগ্রহনকৃত ছবি/ইমেজগুলোতে আয়োজকের নির্বাচিত ৫টি বিষয়ে ‘পয়েন্ট’ প্রদান করতে পারেন। ‘জুরি’ প্রদত্ত ‘পয়েন্ট’ উক্ত ছবি/ইমেজের অন্য ভোটারদের প্রদত্ত ‘ভোট পয়েন্টের’ সাথে যোগ হয়। একজন ‘জুরি’ প্রতিটি ছবি/ইমেজকে সর্বনিম্ন ৫ থেকে সর্বেোচ্চ ৫০ পয়েন্ট এবং একজন সাধারন ভোটার প্রতিটি ছবি/ইমেজকে ১-৫ পয়েন্ট প্রদান করতে পারেন। কনটেস্টে ‘জুরি ভোট’ এবং ‘ভোটার ভোট’ পরিবর্তন করা যায়না। কনটেস্ট সময়সীমা শেষে ছবি/ইমেজে প্রাপ্ত ভোটার পয়েন্ট এবং জুরি পয়েন্টের যোগফলের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী নির্বাচন হয়।
কনটেস্ট আয়োজন করা সহজ; কিন্তু সঠিক সময়ে, আয়োজিত বিষয়ে ‘দক্ষ জুরি’ খুঁজে পাওয়া কঠিন একটি বিষয়। AmarPix.com ভিজ্যুয়াল আর্ট বিষয়ে দক্ষ এবং আগ্রহী বাংলাদেশী ‘জুরি’দের একটি নির্দিষ্ট স্থানে প্রকাশের কাজ শুরু করেছে, যেখানে ভবিষ্যতে ‘ভিজ্যুয়াল আর্ট’ কনটেস্টের আয়োজকগন’ চাহিদা এবং বাজেট অনুযায়ী নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে অথবা বিনা খরচে অনলাইনে অভিজ্ঞ ‘কনটেস্ট জুরি’ নিয়োগ দিতে পারবেন। অংশগ্রহনকারীগন জুরি প্রোফাইল, স্যোস্যাল মিডিয়া পেইজ লিংক দেখে ‘জুরি’র দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। অন্যদিকে জুরিগন অনলাইনেই ‘ছবি/ইমেজে’ পয়েন্ট দিতে পারবেন এবং তাদের দায়িত্ব পালনের লগ থাকবে। যেখানে তার দায়িত্বপালনকৃত ইভেন্ট সংখ্যা, ইভেন্টের ধরন, ভোটদানকৃত কনটেন্ট সংখ্যা, সম্মানীর পরিমান সংক্রান্ত তথ্য থাকবে।
কনটেস্ট জুরি নির্বাচন করুন
আমারপিক্স নেটওয়ার্কে নিবন্ধিত যে কোনো সদস্যকে ‘কনটেস্ট জুরি’ হিসেবে দায়িত্ব গ্রহনের জন্য আমন্ত্রন পাঠানো যায়। আমন্ত্রনের পর উক্ত ‘সদস্য’ এ বিষয়ে একটি ‘পপআপ অনুরোধ’ পাবেন। তিনি আমন্ত্রন অনুমোদন/গ্রহন করলে স্বয়ংক্রিয়ভাবে এই কনটেস্টের জুরি হিসেবে যুক্ত হবেন এবং কনটেস্টের ছবি/ইমেজে পয়েন্ট প্রদানের জন্য ‘অপশন’ পাবেন। শুধুমাত্র SMS ভেরিফাইকৃত সদস্যকে মোবাইল নম্বরের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।© 2024 , Amarpix.com কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত