পেইজ এডমিন কোনো বিষয়ে ‘অনলাইন কনটেস্ট’ আয়োজনের পর উক্ত বিষয়ে অভিজ্ঞ এক/একাধিক ব্যক্তিকে ‘কনটেস্ট জুরি’ হিসেবে দায়িত্ব প্রদান করতে পারেন। দায়িত্বপ্রাপ্ত ‘জুরি/জুরিগণ’ কনটেস্টে অংশগ্রহনকৃত ছবি/ইমেজগুলোতে আয়োজকের নির্বাচিত ৫টি বিষয়ে ‘পয়েন্ট’ প্রদান করতে পারেন। ‘জুরি’ প্রদত্ত ‘পয়েন্ট’ উক্ত ছবি/ইমেজের অন্য ভোটারদের প্রদত্ত ‘ভোট পয়েন্টের’ সাথে যোগ হয়। একজন ‘জুরি’ প্রতিটি ছবি/ইমেজকে সর্বনিম্ন ৫ থেকে সর্বেোচ্চ ৫০ পয়েন্ট এবং একজন সাধারন ভোটার প্রতিটি ছবি/ইমেজকে ১-৫ পয়েন্ট প্রদান করতে পারেন। কনটেস্টে ‘জুরি ভোট’ এবং ‘ভোটার ভোট’ পরিবর্তন করা যায়না। কনটেস্ট সময়সীমা শেষে ছবি/ইমেজে প্রাপ্ত ভোটার পয়েন্ট এবং জুরি পয়েন্টের যোগফলের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী নির্বাচন হয়।
কনটেস্ট আয়োজন করা সহজ; কিন্তু সঠিক সময়ে, আয়োজিত বিষয়ে ‘দক্ষ জুরি’ খুঁজে পাওয়া কঠিন একটি বিষয়। AmarPix.com ভিজ্যুয়াল আর্ট বিষয়ে দক্ষ এবং আগ্রহী বাংলাদেশী ‘জুরি’দের একটি নির্দিষ্ট স্থানে প্রকাশের কাজ শুরু করেছে, যেখানে ভবিষ্যতে ‘ভিজ্যুয়াল আর্ট’ কনটেস্টের আয়োজকগন’ চাহিদা এবং বাজেট অনুযায়ী নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে অথবা বিনা খরচে অনলাইনে অভিজ্ঞ ‘কনটেস্ট জুরি’ নিয়োগ দিতে পারবেন। অংশগ্রহনকারীগন জুরি প্রোফাইল, স্যোস্যাল মিডিয়া পেইজ লিংক দেখে ‘জুরি’র দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। অন্যদিকে জুরিগন অনলাইনেই ‘ছবি/ইমেজে’ পয়েন্ট দিতে পারবেন এবং তাদের দায়িত্ব পালনের লগ থাকবে। যেখানে তার দায়িত্বপালনকৃত ইভেন্ট সংখ্যা, ইভেন্টের ধরন, ভোটদানকৃত কনটেন্ট সংখ্যা, সম্মানীর পরিমান সংক্রান্ত তথ্য থাকবে।