বিজয়ী ছবি প্রিন্টসহ কাঠের ফ্রেম - ১টি
বিজয়ী ছবি প্রিন্টসহ কাঠের ফ্রেম - ১টি
বিজয়ী ছবি প্রিন্টসহ কাঠের ফ্রেম - ১টি
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।
Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
‘বন্ধুত্ব’ প্রকাশ পায় এমন ছবি আপলোড করে অংশগ্রহন করতে পারবেন। মোবাইল অথবা ডিএসএলআর, যে কোনো ডিভাইসের ছবি পোস্ট করা যাবে। অংশগ্রহন করতে AmarPix.com নেটওয়ার্কে লগইন করুন।
কিভাবে পুরস্কার দেয়া হবে?
- সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।
- ১ম, ২য় এবং ৩য় বিজয়ীর জন্য একই ধরনের ফ্রেম। গ্লাস বিহীন কাঠের ফ্রেমে ছবির সাথে আয়োজকের নাম এবং অন্যান্য তথ্য যুক্ত করে ডিজিটাল স্টিকার প্রিন্ট করা হবে।
- ফ্রেম সাইজ (১২X৯) ইঞ্চি। ছবি চাহিদানুযায়ী ক্রপ করা হবে।
- পুরস্কার প্রাপ্ত ছবির নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন।
- বিজয়ী ঘোষনার ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে পুরস্কার পাঠানো হবে।
- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ঠিকানায় পুরস্কার পাঠানোর পর সাইটের স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- পুরস্কার পাওয়ার পর সম্ভব হলে পুরস্কারের ছবিসহ রিভিউ প্রদান করবেন। ভবিষ্যতে পুরস্কার গ্রহনকারীদের প্রদত্ত এই বিষয়ের ছবি নিয়ে আমারপিক্স ইন্টার ‘ফটো কনটেস্ট’ এবং ‘প্রদর্শনী’ আয়োজন করা হবে।
- বিজয়ী ঘোষনার ৭ দিনের মধ্যে ঠিকানা প্রদান করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।
0 ব্র্যান্ড - 0 মডেল
Songram Mollik4 years
ক্রোম দিয়ে ছবি আপলোড করে দেখাচ্ছে Low memory এর জন্য ছবি আপলোড হচ্ছে না, বিষয়টির সমাধান দিলে উপকৃত হতাম ধন্যবাদ
আমারপিক্স.কম 4 years
স্যার, আপনি অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করুন। https://www.facebook.com/amarpix/
Sabidul Islam 4 years
ছবি আপলোড দিতে পারছিনা
আমারপিক্স.কম 4 years
স্যার, অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করুন। কিছু ডিফল্ট ব্রাউজারে আমাদের প্রো্গ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মোবাইল এ্যাপ তৈরী হয়ে গেলে ইনশাআল্লাহ, এই ধরনের সমস্যা থাকবেনা। তারপরেও কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Nazmul Ahsan Habib4 years
আমি ছবি আপলোড দিতে পারছিনা
আমারপিক্স.কম 4 years
স্যার, অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করুন। কিছু ডিফল্ট ব্রাউজারে আমাদের প্রো্গ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মোবাইল এ্যাপ তৈরী হয়ে গেলে ইনশাআল্লাহ, এই ধরনের সমস্যা থাকবেনা। তারপরেও কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
মাহমুদুল হাসান নিঝুম4 years
আমি ভোট দিতে পারছিনা। আমার একাউন্টের স্কোর কিভাবে বৃদ্ধি করতে পারি?
আমারপিক্স.কম 4 years
স্যার, বিভিন্নভাবে একাউন্টে পয়েন্ট সংগ্রহ করা যায়। সংযুক্ত লিংকে আপনি এই বিষয়ে একটি ধারনা পাবেন। ধন্যবাদ। https://amarpix.com/freelancer_profile/faqs#collapse13
মাহমুদুল হাসান নিঝুম4 years
ছবির পাশে ক্যাপশন না থাকলে ছবির ভাবার্থ ভালভাবে উপলব্ধি করা যায় না। তাই মতামত হচ্ছে, পুরস্কারের নিচে যেন ক্যাপশন লিখে দেওয়া হয়। এতে ছবিটির সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ।
আমারপিক্স.কম 4 years
স্যার, আপনার মতামত সঠিক। তবে বর্তমান কনটেস্টগুলোতে অনেক এ্যামেচার ফটোগ্রাফার অংশগ্রহন করেন, কিন্তু তারা ক্ষেত্র বিশেষে যথার্থ ক্যাপশন লিখতে পারেন না। কারন ক্যাপশন লেখাও একটা আর্ট। তাই আমরা বিষয়টি বাধ্যতামূলক করিনি। পুরস্কারের নিচে ক্যাপশন লেখার বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।