[ছায়া’য় তোলা ছবি] কনটেস্ট ৩

1st Prize

বিজয়ী ছবি প্রিন্টসহ ছবির ফ্রেম - ১টি

2nd Prize

বিজয়ী ছবি প্রিন্টসহ ছবির ফ্রেম - ১টি

3rd Prize

বিজয়ী ছবি প্রিন্টসহ ছবির ফ্রেম - ১টি

ডিভাইস - মোবাইল / ডিজিটাল

কনটেস্টের ধরন - আলোকচিত্র

সর্বোচ্চ 1 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 24 Jan, 2021 - 11:59 pm

ফলাফলের তারিখ: 27 Jan, 2021 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।

কে ভোট দিতে পারবে?

Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

আলোর বিপরীতে সৃষ্ট ‘ছায়ার’ ছবি পোস্ট করে কনটেস্টে অংশগ্রহন করতে পারেন।  মোবাইল অথবা ডিএসএলআর, যে কোনো ডিভাইসে তোলা ছবি আপলোড করে অংশগ্রহন করা যায়। অংশগ্রহন করতে AmarPix.com নেটওয়ার্কে লগইন করুন।

 

শর্তাবলী-

পানি অথবা আয়নায়তৈরী কোনো ধরনের প্রতিবিম্ব গ্রহনযোগ্য নয়।

-

ছবির মালিকানা নিশ্চিতের জন্য ছবিতে EXIF ডাটা অবশ্যই থাকতে হবে। অথবা  Amarpix.com প্রোফাইলে আপনার ফেসবুক লিংক যুক্ত করুন। এই লিংক  আপনার পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে আমাদের সবাইকে সাহায্য করবে।

 

 

বিজয়ী নির্বাচন এবং পুরস্কার প্রদান প্রক্রিয়া ?

১। সময়সীমা শেষে কনটেস্ট সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে। 

 

২। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর জন্য একই ধরনের ফ্রেম। গ্লাস বিহীন ফাইবার ফ্রেমে ছবির সাথে আয়োজকের নাম এবং অন্যান্য তথ্য যুক্ত করে ডিজিটাল স্টিকার প্রিন্ট করা হবে। ফ্রেম সাইজ কম-বেশি (১১X১৩) ইঞ্চি। ছবি চাহিদানুযায়ী ক্রপ করা হবে। 

 

৩। পুরস্কার প্রাপ্ত ছবির নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন। 

 

৪।  বিজয়ী ঘোষনার ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে পুরস্কার পাঠানো হবে। 

 

৫। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ঠিকানায় পুরস্কার পাঠানোর পর সাইটের স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

প্রয়োজনে যোগাযোগ করুন

ছবি সিলেকশন করা যাচ্ছে না কেন?

স্যার, অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে দেখবেন? কিছু ডিফল্ট ব্রাউজারে আমাদের প্রো্গ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মোবাইল এ্যাপ তৈরী হয়ে গেলে ইনশাআল্লাহ, এই ধরনের সমস্যা থাকবেনা। তারপরেও কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

ছবি পোষ্ট হচ্ছে না কেন??

স্যার, অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে দেখবেন? কিছু ডিফল্ট ব্রাউজারে আমাদের প্রো্গ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মোবাইল এ্যাপ তৈরী হয়ে গেলে ইনশাআল্লাহ, এই ধরনের সমস্যা থাকবেনা। তারপরেও কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

1.0029
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>