বিজয়ী ছবি প্রিন্টসহ ছবির ফ্রেম - ১টি
বিজয়ী ছবি প্রিন্টসহ ছবির ফ্রেম - ১টি
বিজয়ী ছবি প্রিন্টসহ ছবির ফ্রেম - ১টি
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।
Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
‘চায়ের কাপ’ সংশ্লিষ্ট বিষয়ে ছবি পোস্ট করে কনটেস্টে অংশগ্রহন করতে পারেন। মোবাইল অথবা ডিএসএলআর, যে কোনো ডিভাইসে তোলা ছবি আপলোড করে অংশগ্রহন করা যায়। অংশগ্রহন করতে AmarPix.com নেটওয়ার্কে লগইন করুন।
শর্তাবলী-
ছবির মালিকানা নিশ্চিতের জন্য ছবিতে EXIF ডাটা অবশ্যই থাকতে হবে। অথবা Amarpix.com প্রোফাইলে আপনার ফেসবুক লিংক যুক্ত করুন। এই লিংক আপনার পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে আমাদের সবাইকে সাহায্য করবে।
বিজয়ী নির্বাচন এবং পুরস্কার প্রদান প্রক্রিয়া ?
১। সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।
২। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর জন্য একই ধরনের ফ্রেম। গ্লাস বিহীন ফাইবার ফ্রেমে ছবির সাথে আয়োজকের নাম এবং অন্যান্য তথ্য যুক্ত করে ডিজিটাল স্টিকার প্রিন্ট করা হবে। ফ্রেম সাইজ কম-বেশি (১১X১৩) ইঞ্চি। ছবি চাহিদানুযায়ী ক্রপ করা হবে।
৩। পুরস্কার প্রাপ্ত ছবির নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন।
৪। বিজয়ী ঘোষনার ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে পুরস্কার পাঠানো হবে।
৫। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ঠিকানায় পুরস্কার পাঠানোর পর সাইটের স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
14 ব্র্যান্ড - 43 মডেল
10 অংশগ্রহনকারী
9 অংশগ্রহনকারী
8 অংশগ্রহনকারী
6 অংশগ্রহনকারী
5 অংশগ্রহনকারী
3 অংশগ্রহনকারী
3 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
Anika Tahsin4 years
চা মানেই অন্যরকম ভালোবাসা,অন্যরকম প্রেম❤️
Deloar Hossen4 years
চা হলো জীবনের অমৃত যা বেচে থাকার শক্তি জোগায়।
Mazi Ashik4 years
প্রথমবারের মতো চেস্টা করলাম
Kamal Hossain4 years
https://www.facebook.com/kamalhossin.rafi
আমারপিক্স.কম 4 years
এই কনটেস্টের কভার ছবিটির জন্য Anjoy Kundu স্যারকে অনেক অনেক ধন্যবাদ। https://www.facebook.com/anjoy.kundu