[ডিজিটাল ক্যানভাসে শেখ মুজিব] চিত্র কনটেস্ট ২

1st Prize

নগদ 2,000 টাকা + চিত্র প্রিন্টসহ একটি ফ্রেম

2nd Prize

নগদ 1,500 টাকা + চিত্র প্রিন্টসহ একটি ফ্রেম

3rd Prize

নগদ 1,000 টাকা + চিত্র প্রিন্টসহ একটি ফ্রেম

কনটেস্টের ধরন - রাস্টার

সর্বোচ্চ 1 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 23 Mar, 2021 - 11:59 pm

ফলাফলের তারিখ: 26 Mar, 2021 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।

কে ভোট দিতে পারবে?

Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

 

প্রিয় চিত্রশিল্পী এবং ডিজাইনারবৃন্দ

বাঙ্গালী জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে ‘ডিজিটাল চিত্র কনটেস্ট’ আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পারিবারিক/রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব, কারাবাস, ভাষন, নেতৃত্ব; ইত্যাদি বিষয়ে নিজ দৃষ্টিভঙ্গিতে তৈরীকৃত ডিজিটাল চিত্র আপলোড করুন।

 

কনটেন্টের ধরন-

শুধুমাত্র ডিজিটাল পেইন্টিং, ডিজিটাল স্কেচ এবং ভেক্টর/রাস্টার ডিজাইন আপলোড করে অংশগ্রহন করা যাবে। অর্থাৎ আইপ্যাড, নোটপ্যাড, মোবাইল স্ক্রীন, ডেস্কটপ কম্পিউটার; অথবা যে কোনো ডিজিটাল মাধ্যমে তৈরী ইমেজ। ফাইল ফরমেট.jpg এবং রেসুলেশন কমপক্ষে ১০০০ পিক্সেল।

 

সতর্কতা

- কোনো ধরনের ইমেজ ম্যানিপুলেশন, ফটোগ্রাফি, স্ক্যানকৃত ইমেজ গ্রহনযোগ্য নয়।

- Amarpix.com প্রোফাইলে আপনার ফেসবুক লিংক যুক্ত করুন। এই লিংক আপনার পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে সবাইকে সাহায্য করবে।অন্যথায় আপনার ছবি জুরি নির্বাচিত নাও হতে পারে।

- অনলাইন থেকে কপি কনটেন্ট পোস্ট করা হলে সদস্য একাউন্ট বাতিল করা হবে।

 

 

বিজয়ী নির্বাচন এবং পুরস্কার প্রদান

- সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।

- সকল বিজয়ীর জন্য একই ধরনের ফ্রেম। ফ্রেমে বিজয়ী ‘চিত্রের’ সাথে কনটেস্টের তথ্য যুক্ত করে ডিজিটাল স্টিকার প্রিন্ট করা হবে।

- ফ্রেম সাইজ (১২X১০) ইঞ্চি। বিজয়ী চিত্রকর্ম ফ্রেম রেশিও অনুযায়ী ক্রপ করা হতে পারে।

- পুরস্কার প্রাপ্ত চিত্রকর্মের নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন।

- ফলাফল ঘোষনার ৭ দিনের মধ্যে ‘বিকাশ/নগদ’ সার্ভিসের মাধ্যমে বিজয়ী প্রথম ৩জনকে প্রাইজমানি পাঠানো হবে।

- ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে ৬জন বিজয়ীকে ফ্রেম পাঠানো হবে।

- পুরস্কার পাওয়ার পর সম্ভব হলে পুরস্কারের ছবিসহ রিভিউ প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভবিষ্যতে পুরস্কার গ্রহনকারীদের প্রদত্ত এই বিষয়ের ছবি নিয়ে আমারপিক্স ইন্টার ‘ফটো কনটেস্ট’ এবং ‘প্রদর্শনী’ আয়োজন করা হবে।

- কুরিয়ার সার্ভিসে বিজয়ীর ঠিকানায় পুরস্কার পাঠানোর পর স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

প্রয়োজনে যোগাযোগ করুন

JEKONO APP DIYE DIGITAL PAINT KORA JABE KI AS LIKE PICSART PS LR ETC

আমি কিভাবে কনটেস্ট এ অংশগ্রহণ করবো

স্যার, লগইন করে উপরে ইমেজ পোস্টের জন্য নির্ধারিত বক্সে ক্লিক করে সিলেক্ট করুন এবং পোস্ট করুন। এই কনটেস্টে শুধুমাত্র ডিজিটাল পেইন্টিং পোস্ট করা যাবে, আলোকচিত্র নয়। ধন্যবাদ।

কভার ডিজাইনে ব্যবহারকৃত চিত্রটি জনাব সাইদুল ইসলাম ভাইয়ের একাউন্ট থেকে সংগৃহিত। লিংক- https://cutt.ly/blnKrIg সাইদুল ইসলাম ভাইকে ধন্যবাদ।

অংশগ্রহনকৃত ডিভাইস

0 ব্র্যান্ড - 0 মডেল

দুঃখিত, কোনো ডিভাইস পাওয়া যায়নি
1.0818
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>