30,000 ডিজিটাল কয়েন
30,000 ডিজিটাল কয়েন
30,000 ডিজিটাল কয়েন
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।
Amarpix.com সাইটে ২০০ স্কোর প্রাপ্ত সদস্য
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
বাংলাদেশে বায়ূ দূষণের ছবি আপলোড করে অংশগ্রহন করতে পারবেন। যেমন- যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটার ধোঁয়া, কারখানার ধোঁয়া অথবা আপনার চোখে বায়ূ দূষণের যে কোনো ছবি। মোবাইল অথবা ডিএসএলআর, যে কোনো ডিভাইসের ছবি পোস্ট করা যাবে। অংশগ্রহন করতে AmarPix.com নেটওয়ার্কে লগইন করুন।
শর্তাবলী-
১। এই কনটেস্টে পুরস্কার হিসেবে ‘ডিজিটাল কয়েন’ পুরস্কার ঘোষনা করা হয়েছে। ফলাফল প্রকাশের সাথে সাথে পুরস্কারে ঘোষিত ‘ডিজিটাল কয়েন’ বিজয়ীর একাউন্টে জমা হবে। বিজয়ী উক্ত কয়েন আমারপিক্স.কম ক্যাশ আউট সিস্টেমের মাধ্যমে টাকায় ক্যাশ আউট করতে পারবেন।
২। মালিকানা নিশ্চিতের জন্য ছবিতে EXIF ডাটা অবশ্যই থাকতে হবে। অথবা Amarpix.com প্রোফাইলে আপনার ফেসবুক লিংক যুক্ত করুন। এই লিংক আপনার পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে সবাইকে সাহায্য করবে।
৩। কোনো ধরনের ম্যানিপুলেশন গ্রহনযোগ্য নয়।
৪। [বায়ূ দূষণ] ফটো কনটেষ্ট ১ এ প্রদত্ত/অংশগ্রহনকৃত ছবি এই কনটেস্টে সাবমিট করা যাবেনা।
৫। ইভেন্ট এডমিন এই কনটেস্টে অংশগ্রহনকৃত যে কোনো ছবি কারন দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষন করে।
বিজয়ী নির্বাচন এবং পুরস্কার প্রদান প্রক্রিয়া-
১। সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।
২। এই কনটেস্টে পুরস্কার হিসেবে ‘ডিজিটাল কয়েন’ ঘোষনা করা হয়েছে। ফলাফল ঘোষনার সাথে সাথে পুরস্কারে ঘোষিত ‘ডিজিটাল কয়েন’ বিজয়ীর একাউন্টে জমা হবে। বিজয়ী উক্ত কয়েন আমারপিক্স.কম ক্যাশ আউট সিস্টেমের মাধ্যমে টাকায় ‘ক্যাশ আউট’ করতে পারবেন। ক্যাশ আউটের ক্ষেত্রে ১০% টিডিএস এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
13 ব্র্যান্ড - 29 মডেল
7 অংশগ্রহনকারী
6 অংশগ্রহনকারী
4 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
ইমরান হাসান3 years
ভালো একটি উদ্যোগ এর মাধ্যমে সঠিক বিষয়গুলো উঠে আসবে
Abid3 years
পথে চলতে ফিরতে নানান কিছুই দেখা যায়। আর এই সব নিয়ে ফটোগ্রাফির ইভেন্ট করার জন্য ধন্যবাদ আপনাদের।