30000 ডিজিটাল কয়েন
20000 ডিজিটাল কয়েন
20000 ডিজিটাল কয়েন
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।
Amarpix.com সাইটে ৩০০ স্কোর প্রাপ্ত সদস্য
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
শীত মৌসুম উপলক্ষে ঘরে অথবা বাইরে তৈরী “শীতের পিঠার” ছবি আপলোড করে ফটো কনটেস্টে অংশগ্রহন করতে পারেন। মোবাইল অথবা ডিএসএলআর; যে কোনো ডিভাইসে তোলা ছবি আপলোড করে অংশগ্রহন করা যাবে। অংশগ্রহন করতে Amarpix.com নেটওয়ার্কে লগইন করুন।
শর্তাবলী-
১। এই কনটেস্টে ‘ডিজিটাল কয়েন’ পুরস্কার ঘোষনা করা হয়েছে। ফলাফল প্রকাশের সাথে সাথে পুরস্কারে ঘোষিত ‘ডিজিটাল কয়েন’ বিজয়ীর একাউন্টে জমা হবে। বিজয়ী উক্ত কয়েন Amarpix নেটওয়ার্কের ক্যাশ আউট সিস্টেমের মাধ্যমে টাকায় ক্যাশ আউট করতে পারবেন।
২। মালিকানা নিশ্চিতের জন্য সাবমিটকৃত ছবিতে EXIF ডাটা অবশ্যই থাকতে হবে। অথবা Amarpix প্রোফাইলে আপনার ফেসবুক প্রোফাইল লিংক যুক্ত এবং ভেরিফাই করুন। এই লিংক আপনার পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে সবাইকে সাহায্য করবে।
৩। কোনো ধরনের ম্যানিপুলেশন গ্রহনযোগ্য নয়।
৪। [শীতের পিঠা] ফটো কনটেস্ট ১ এবং ২ এ অংশগ্রহনকৃত ছবি এই কনটেস্টে সাবমিট করা যাবেনা।
৫। ইভেন্ট এডমিন কনটেস্টে অংশগ্রহনকৃত যে কোনো ছবি কারন দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে।
বিজয়ী নির্বাচন এবং পুরস্কার প্রদান প্রক্রিয়া-
১। সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।
২। এই কনটেস্টে পুরস্কার হিসেবে ‘ডিজিটাল কয়েন’ ঘোষনা করা হয়েছে। বিজয়ী উক্ত কয়েন Amarpix নেটওয়ার্কের ক্যাশ আউট সিস্টেমের মাধ্যমে ক্যাশ করতে পারবেন। ক্যাশ আউটের ক্ষেত্রে ১০% টিডিএস এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
6 ব্র্যান্ড - 14 মডেল
AD AJOY3 years
অংশগ্রহণের সময় এবং ভোট প্রদানের সময় এর উপর আরেকটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। কেননা যে প্রথমে যে অংশগ্রহণ করবে সে বেশি ভোট পাবার সুযোগ পাবে এবং যে অংশগ্রহণে শেষ মুহূর্তে ছবি সাবমিশন করবে সে একদমই ভোট পাবে না। তাই আমার মনে হয় ছবি সাবমিট এর নির্দিষ্ট সময় শেষ হবার পর থেকে ভোট গ্রহণ করা উচিত যাতে প্রতিটা ছবি ভোট গ্রহণের জন্য সমান সময় পায়। আর সবশেষে জুরিরা পয়েন্ট প্রদানের মাধ্যমে বিজয়ী নির্বাচন করবে। এমন কিছু করলে মনে হয় আরো বেশি ভালো হবে। ধন্যবাদ