30,000 ডিজিটাল কয়েন
20,000 ডিজিটাল কয়েন
20,000 ডিজিটাল কয়েন
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।
Amarpix.com সাইটে ৩০০ স্কোর প্রাপ্ত সদস্য
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
ক্যাশ লেনদেন বিষয়ে আপনার তোলা ছবি আপলোডের মাধ্যমে অংশগ্রহন করতে পারবেন। কনসেপ্ট আপনার ইচ্ছেমতো। ছবিতে দাতা এবং গ্রহীতা; উভয়ের হাত থাকতে হবে। মোবাইল অথবা ডিএসএলআর; যে কোনো ডিভাইসে তোলা ছবি আপলোড করে অংশগ্রহন করা যায়। অংশগ্রহন করতে Amarpix.com নেটওয়ার্কে লগইন করুন।
শর্তাবলী-
১। ছবিতে শুধুমাত্র বাংলাদেশী মুদ্রা ব্যবহার করা যাবে।
২। ছবিতে দাতা এবং গ্রহীতা; উভয়ের হাত থাকতে হবে।
৩। এই কনটেস্টে ‘ডিজিটাল কয়েন’ পুরস্কার ঘোষনা করা হয়েছে। ফলাফল প্রকাশের সাথে সাথে পুরস্কারে ঘোষিত ‘ডিজিটাল কয়েন’ বিজয়ীর একাউন্টে জমা হবে। বিজয়ী উক্ত কয়েন Amarpix নেটওয়ার্কের ক্যাশ আউট সিস্টেমের মাধ্যমে টাকায় ক্যাশ আউট করতে পারবেন।
৪। মালিকানা নিশ্চিতের জন্য সাবমিটকৃত ছবিতে EXIF ডাটা অবশ্যই থাকতে হবে। ছবির EXIF ডাটা না থাকলে Amarpix প্রোফাইলে আপনার ফেসবুক প্রোফাইল লিংক যুক্ত এবং ভেরিফাই করুন। এই লিংক আপনার পরিচয় সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে সবাইকে সাহায্য করবে।
৫। কোনো ধরনের ম্যানিপুলেশন গ্রহনযোগ্য নয়।
৬। ইভেন্ট এডমিন কনটেস্টে অংশগ্রহনকৃত যে কোনো ছবি কারন দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে।
বিজয়ী নির্বাচন এবং পুরস্কার প্রদান প্রক্রিয়া-
১। সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।
২। এই কনটেস্টে পুরস্কার হিসেবে ‘ডিজিটাল কয়েন’ ঘোষনা করা হয়েছে। বিজয়ী উক্ত কয়েন Amarpix নেটওয়ার্কের ক্যাশ আউট সিস্টেমের মাধ্যমে ক্যাশ করতে পারবেন। ক্যাশ আউটের ক্ষেত্রে ১০% টিডিএস এবং ১০% সার্ভিস চার্জ প্রযোজ্য হয়।
6 ব্র্যান্ড - 9 মডেল
এই কনটেস্টের প্রয়োজনীয় তথ্য একটি হাই-রেস্যুলেশন JPG পোস্টার তৈরী হয়েছে। কনটেস্ট আয়োজক প্রয়োজনবোধে পোস্টারটি ডাউনলোড করে ফেসবুকে প্রকাশ অথবা হ্যান্ড লিফলেট, পোস্টার, ডিজিটাল ব্যানার (PVC) আকারে প্রিন্ট করে এই কনটেস্টের বিজ্ঞাপনে ব্যবহার করতে পারেন। এতে এই কনটেস্টের ইউনিক অনলাইন আইডেন্টিটি [QR কোড] যুক্ত করা হয়েছে, ফলে আগ্রহী যে কেউ স্ক্যান করে সরাসরি কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
Comming Soon
Comming Soon