3,000 টাকা বিকাশ পেমেন্ট
2,000 টাকা বিকাশ পেমেন্ট
1,000 টাকা বিকাশ পেমেন্ট
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
শুধুমাত্র ‘জুরি’ প্রদত্ত ভোটে ,দায়িত্বপ্রাপ্ত ‘ব্যক্তি/এডমিন’ ফটো কনটেস্টে প্রাপ্ত ছবি থেকে সেরা/বিজয়ী ছবিগুলো ‘জুরি চয়েজ’ অপশনের মাধ্যমে নির্বাচন করবেন। এক্ষেত্রে কনটেস্টে ‘জুরি’ ছাড়া অন্য কেউ ভোট দিতে পারবেনা।
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ আয়োজকের অনুমোদনক্রমে এই কনটেষ্টের ‘ছবি’ বিভাগে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
আরবান এবং গ্রামীন ‘লাইফ স্টাইল’ সম্পর্কিত নিজের তোলা ছবি দিয়ে অংশগ্রহন করুন। মোবাইলে তোলা ছবিও আপলোড করা যাবে।
ছবির সাইজ-
লং সাইডে সর্বনিম্ন ২,০০০ পিক্সেল
সাবমিটকৃত ছবির কপিরাইট
কনটেস্টে সাবমিটকৃত সকল ছবির কপিরাইট ফটোগ্রাফার কর্তৃক ‘সর্বস্বত্ব সংরক্ষিত’। এই কনটেস্টের কোন ছবি আয়োজক অথবা অন্য কেউ কপি অথবা ব্যবহার করতে পারবেনা।
বিজয়ী নির্বাচন পদ্ধতি
সময়সীমা শেষে জুরি প্যানেল প্রদত্ত পয়েন্টের ভিত্তিতে স্বয়ংক্রিয় উপায়ে বিজয়ী নির্বাচন করা হবে।
বিজয়ী পুরস্কার- ৬টি
১ম পুরস্কার - নগদ ৩,০০০/- টাকা
২য় পুরস্কার - নগদ ২,০০০/- টাকা
৩য় পুরস্কার - নগদ ১,০০০/- টাকা
৪র্থ পুরস্কার - নগদ ৫০০/- টাকা
৫ম পুরস্কার - নগদ ৫০০/- টাকা
৬ষ্ঠ পুরস্কার - নগদ ৫০০/- টাকা
পুরস্কার প্রদান পদ্ধতি
ফলাফল ঘোষনার ২-৫ দিনের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পুরস্কার পাঠানো হবে। আপনাদের আমারপিক্স একাউন্টে মোবাইল ব্যাংকিং নম্বর যুক্ত করুন।
অংশগ্রহন শর্তাবলী-
১। কনটেস্টে ছবি সাবমিটের পূর্বে আপনার মোবাইল নম্বর, ইমেইল এবং ফেসবুক একাউন্ট ভেরিফাই করুন। একাউন্ট ভেরিফাই ব্যতীত অংশগ্রহনকারীর ছবি বাতিল হবে।
২। সম্ভব হলে ছবিতে মেটা ডাটা (EXIF) ডাটা সংরক্ষন করবেন। এই মেটা ডাটা আপনার ছবির মালিকানার স্বচ্ছতা প্রকাশ করে, ছবি নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখে।
৩। বিজয়ীকে পুরস্কার প্রদানের ক্ষেত্রে কনটেস্ট পরিচালনা কমিটি বিজয়ী ছবির ‘র’ ফাইল চাইতে পারে।
৪। আমারপিক্স.কম এই কনটেস্টে সাবমিটকৃত যে কোন ছবি কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে।
৫। কনটেস্টের বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে জুরি প্যানেলের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
৬। ম্যানিপুলেটকৃত এবং অতিরিক্ত এডিটকৃত ছবি বাতিল হবে।
৭। অনলাইন থেকে কপিকৃত ছবি, অন্যের তোলা ছবিঅংশগ্রহনকারীর একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। অনুগ্রহ করে নিজের তোলা ছবি সাবমিট করুন।
৮। সম্ভব হলে পুরস্কার পাওয়ার পর বিজয়ী রিভিউ প্রদান করবেন।
0 ব্র্যান্ড - 0 মডেল
দুঃখিত, বিভাগীয় অংশগ্রহনকারী পাওয়া যায়নি