50,000 ডিজিটাল কয়েন
30,000 ডিজিটাল কয়েন
20,000 ডিজিটাল কয়েন
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
শুধুমাত্র ‘জুরি’ প্রদত্ত ভোটে ,দায়িত্বপ্রাপ্ত ‘ব্যক্তি/এডমিন’ ফটো কনটেস্টে প্রাপ্ত ছবি থেকে সেরা/বিজয়ী ছবিগুলো ‘জুরি চয়েজ’ অপশনের মাধ্যমে নির্বাচন করবেন। এক্ষেত্রে কনটেস্টে ‘জুরি’ ছাড়া অন্য কেউ ভোট দিতে পারবেনা।
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ আয়োজকের অনুমোদনক্রমে এই কনটেষ্টের ‘ছবি’ বিভাগে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ব্যবহারকারী এই ইমেজ বাণিজ্যিক / অবাণিজ্যিক কাজে ব্যবহার, কপি, পরিবর্তন, সরবরাহ এবং প্রকাশ করতে পারবেন। এজন্য ব্যবহারকারীকে ইমেজের স্বত্বধারীর অনুমতি নিতে হবে না অথবা তার নাম উল্ল্যেখ করতে হবে না.... [আরো দেখুন]
বাংলাদেশের ‘শীত ঋতু’ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনার তোলা ছবি দিয়ে অংশগ্রহন করুন। মোবাইলে তোলা ছবি দিয়েও অংশগ্রহন করতে পারবেন। ছবির ক্ষেত্রে গতানুগতিক ধারা বাদ দিয়ে আমাদের নতুন কিছু দেখার সুযোগ করে দিন। এই কনটেস্টে ঘোষিত ৫টি বিষয় ভালভাবে দেখুন, কারন চুড়ান্ত রাউন্ডে জুরি প্যানেল এই ৫টি বিষয়ে পয়েন্ট দিবেন।
ছবির সাইজ
- লং সাইডে সর্বনিম্ন ২,০০০ (দুই হাজার) পিক্সেল
- ছবির সর্বোচ্চ সাইজ ২০ (বিশ) মেগাবাইট
সাবমিটকৃত ছবির কপিরাইট
কনটেস্টে সাবমিটকৃত ছবির কপিরাইট ফটোগ্রাফার কর্তৃক ‘সর্বস্বত্ব সংরক্ষিত’। এই কনটেস্টের কোন ছবি আয়োজক ব্যবহার করবেনা।
বিজয়ী নির্বাচন পদ্ধতি
সময়সীমা শেষে কনটেস্ট এডিটর সমস্ত ছবি থেকে ৫০টি ছবি ১ম রাউন্ডের জন্য বাঁছাই করবেন। এই ৫০টি ছবি পুনরায় বাঁছাই করে ২০-২৫টি ছবি চুড়ান্ত রাউন্ডের জুরি সেকশনের জন্য নির্বাচন করবেন। জুরি প্যানেল চুড়ান্ত রাউন্ডের এই ছবিগুলোকে ৫টি বিষয়ে পয়েন্ট দিবেন। সদস্যদের ভোট এবং জুরিদের প্রদত্ত পয়েন্টের যোগফলে স্বয়ংক্রিয় উপায়ে বিজয়ী নির্বাচন হবে।
বিজয়ী পুরস্কার- ৬ টি
১ম - ৩,০০০ হাজার টাকা সমপরিমান কয়েন
২য় - ২,০০০ হাজার টাকা সমপরিমান কয়েন
৩য় - ১,০০০ হাজার টাকা সমপরিমান কয়েন
৪র্থ - ৫০০ টাকা সমপরিমান কয়েন
৫ম - ৫০০ টাকা সমপরিমান কয়েন
৬ষ্ঠ - ৫০০ টাকা সমপরিমান কয়েন
পুরস্কার প্রদান পদ্ধতি
ফলাফল ঘোষনার সাথে সাথে ঘোষিত পরিমান ‘ডিজিটাল কয়েন’ আপনার আমারপিক্স একাউন্টে ট্রান্সফার হবে। আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশ টাকা সংগ্রহ করতে পারবেন। আপনার আমারপিক্স একাউন্টে মোবাইল ব্যাংকিং নম্বর যুক্ত করুন।
অংশগ্রহন শর্তাবলী-
১। কনটেস্টে ছবি সাবমিটের পূর্বে আপনার মোবাইল নম্বর, ইমেইল এবং ফেসবুক একাউন্ট ভেরিফাই করুন। একাউন্ট ভেরিফাই ব্যতীত অংশগ্রহনকারীর ছবি বাতিল হতে পারে।
২। সম্ভব হলে EXIF (মেটা) ডাটাযুক্ত ছবি সাবমিট করুন। এই মেটা ডাটা আপনার ছবির মালিকানা প্রাথমিক নিশ্চয়তা প্রদান করে। প্রতিটি ছবি তোলার সময় ডিভাইসের মেটাডাটা যুক্ত হয়। ছবি এডিট/পোস্ট প্রসেসের সময় অনেক না বুঝে মেটা ডাটা নস্ট করে ফেলে।তাই এটি সংরক্ষণ করুন। ছবিতে মেটা ডাটা না থাকলে আপনার অন্যান্য পরিচয়গুলো নিশ্চিত করুন।
৩। বিজয়ীকে পুরস্কার প্রদানের ক্ষেত্রে কনটেস্ট পরিচালনা কমিটি বিজয়ী ছবির ‘র’ (RAW) ফাইল চাইতে পারে।
৪। আমারপিক্স.কম এই কনটেস্টে সাবমিটকৃত যে কোন ছবি কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে।
৫। কনটেস্টের বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে জুরি প্যানেলের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
৬। ম্যানিপুলেটকৃত এবং অতিরিক্ত এডিটকৃত ছবি বাতিল হবে।
৭। অবশ্যই নিজের তোলা ছবি সাবমিট করুন। অনলাইন থেকে কপিকৃত ছবি, অন্যের তোলা ছবি সাবমিট করলে অংশগ্রহনকারীর একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
৮। একাধিক ফেইক একাউন্ট তৈরীর মাধ্যমে নির্দিষ্ট কোন ছবিকে ভোট ম্যানিপুলেশনের প্রমান পাওয়া গেলে ভোটার এবং অংশগ্রহনকারী; উভয়ের একাউন্ট স্থগিত হবে।
৯। অনুগ্রহপূর্বক পুরস্কার পাওয়ার পর বিজয়ী রিভিউ প্রদান করবেন।
0 ব্র্যান্ড - 0 মডেল
দুঃখিত, বিভাগীয় অংশগ্রহনকারী পাওয়া যায়নি