‘শীতকাল’ ফটো কনটেস্ট

1st Prize

3,000 টাকা বিকাশ পেমেন্ট

2nd Prize

2,000 টাকা বিকাশ পেমেন্ট

3rd Prize

1,000 টাকা বিকাশ পেমেন্ট

ডিভাইস - মোবাইল / ডিজিটাল

কনটেস্টের ধরন - আলোকচিত্র

সর্বোচ্চ 2 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 23 Jan, 2025 - 11:59 pm

ফলাফলের তারিখ: 28 Jan, 2025 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।

কে ভোট দিতে পারবে?

Amarpix.com সাইটে ৫০০ স্কোর প্রাপ্ত সদস্য

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ আয়োজকের অনুমোদনক্রমে এই কনটেষ্টের ‘ছবি’ বিভাগে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

বাংলাদেশের ‘শীত ঋতু’ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনার তোলা ছবি দিয়ে অংশগ্রহণ করুন। মোবাইলে তোলা ছবি দিয়েও অংশগ্রহণ করতে পারবেন। ছবির ক্ষেত্রে গতানুগতিক ধারা বাদ দিয়ে আমাদের নতুন কিছু দেখার সুযোগ করে দিন। শীতকালের প্রকৃতি, পশুপাখি, গ্রাম-শহরের জীবন-যাপন, সড়কের মুভমেন্ট, স্থাপনা, খাদ্য-পানীয়, ব্যবসা-বানিজ্যসহ বিভিন্ন এক্টিভিটিজগুলো মাথায় রাখতে পারেন। এই কনটেস্টের  জুরি প্যানেল ৫টি বিষয়/মানদণ্ডে ছবি বিচার করবেন এবং বিজয়ী নির্বাচন করবেন। তাই ছবি সাবমিটের পূর্বে এই ৫টি বিষয় ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।   

 

ছবির সাইজ

- লং সাইডে সর্বনিম্ন ২,০০০ (দুই হাজার) পিক্সেল

- ছবির সর্বোচ্চ সাইজ ২০ (বিশ) মেগাবাইট

 

সাবমিটকৃত ছবির কপিরাইট

কনটেস্টে সাবমিটকৃত ছবির কপিরাইট ফটোগ্রাফার কর্তৃক ‘সর্বস্বত্ব সংরক্ষিত’। এই কনটেস্টের কোন ছবি আয়োজক ব্যবহার করবেনা।

 

বিজয়ী নির্বাচন পদ্ধতি

সময়সীমা শেষে কনটেস্ট এডিটর সমস্ত ছবি থেকে ৫০টি ছবি ১ম রাউন্ডের জন্য বাছাই করবেন। এই ৫০টি ছবি থেকে ২০-২৫টি ছবি চূড়ান্ত রাউন্ডের জুরি ভোটের জন্য নির্বাচন হবে। জুরি প্যানেল চূড়ান্ত রাউন্ডের এই ছবিগুলোকে ৫টি মানদণ্ডে পয়েন্ট দিবেন। সদস্যদের ভোট এবং জুরিদের প্রদত্ত পয়েন্টের যোগফলে স্বয়ংক্রিয় উপায়ে বিজয়ী নির্বাচন হবে।

 

বিজয়ী পুরস্কার- ৬ টি

১ম - ৩,০০০ টাকা 

২য় - ২,০০০ টাকা

৩য় - ১,০০০ টাকা

৪র্থ - ৮০০ টাকা

৫ম - ৭০০ টাকা

৬ষ্ঠ - ৫০০ টাকা

 

 

পুরস্কার প্রদান পদ্ধতি

ফলাফল ঘোষণার ২-৫ দিনের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পুরস্কার পাঠানো হবে। আপনাদের আমারপিক্স একাউন্টে মোবাইল ব্যাংকিং নম্বর যুক্ত করুন।  

 

অংশগ্রহণ শর্তাবলি-

১। কনটেস্টে ছবি সাবমিটের পূর্বে আপনার মোবাইল নম্বর, ই-মেইল এবং ফেসবুক একাউন্ট ভেরিফাই করুন। একাউন্ট ভেরিফাই ব্যতীত অংশগ্রহণকারীর ছবি বাতিল হতে পারে।

 

২। সম্ভব হলে EXIF (মেটা) ডাটাযুক্ত ছবি সাবমিট করুন। এই মেটা ডাটা আপনার ছবির মালিকানা প্রাথমিক নিশ্চয়তা প্রদান করে। প্রতিটি ছবি তোলার সময় ডিভাইসের মেটাডাটা যুক্ত হয়। ছবি এডিট/পোস্ট প্রসেসের সময় অনেকে না বুঝে মেটা ডাটা নষ্ট করে ফেলে, তাই এটি সংরক্ষণ করুন। ছবিতে মেটা ডাটা না থাকলে আপনার অন্যান্য পরিচয়গুলো নিশ্চিত করুন।

 

৩। বিজয়ীকে পুরস্কার প্রদানের ক্ষেত্রে কনটেস্ট পরিচালনা কমিটি বিজয়ী ছবির ‘র’ (RAW) ফাইল চাইতে পারে।

 

৪। আমারপিক্স.কম এই কনটেস্টে সাবমিটকৃত যে কোন ছবি কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে।

 

৫। কনটেস্টের বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে জুরি প্যানেলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

 

৬। ম্যানিপুলেটকৃত এবং অতিরিক্ত এডিটকৃত ছবি বাতিল হবে। 

 

৭। অবশ্যই নিজের তোলা ছবি সাবমিট করুন। অনলাইন থেকে কপিকৃত ছবি, অন্যের তোলা ছবি সাবমিট করলে অংশগ্রহণকারীর একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

 

৮। একাধিক ফেইক একাউন্ট তৈরির মাধ্যমে নির্দিষ্ট কোন ছবিকে ভোট ম্যানিপুলেশনের প্রমাণ পাওয়া গেলে ভোটার এবং অংশগ্রহণকারী; উভয়ের একাউন্ট স্থগিত হবে।

 

৯। অনুগ্রহপূর্বক পুরস্কার পাওয়ার পর বিজয়ী রিভিউ প্রদান করবেন। 

প্রয়োজনে যোগাযোগ করুন

0.9375
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>