1,00,000 ডিজিটাল কয়েন
1,00,000 ডিজিটাল কয়েন
1,00,000 ডিজিটাল কয়েন
1,00,000 ডিজিটাল কয়েন
1,00,000 ডিজিটাল কয়েন
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
শুধুমাত্র ‘জুরি’ প্রদত্ত ভোটে ,দায়িত্বপ্রাপ্ত ‘ব্যক্তি/এডমিন’ ফটো কনটেস্টে প্রাপ্ত ছবি থেকে সেরা/বিজয়ী ছবিগুলো ‘জুরি চয়েজ’ অপশনের মাধ্যমে নির্বাচন করবেন। এক্ষেত্রে কনটেস্টে ‘জুরি’ ছাড়া অন্য কেউ ভোট দিতে পারবেনা।
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ আয়োজকের অনুমোদনক্রমে এই কনটেষ্টের ‘ছবি’ বিভাগে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
বাংলাদেশের ‘কৃষি’ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনার তোলা ছবি দিয়ে অংশগ্রহণ করুন। মোবাইলে তোলা ছবি দিয়েও অংশগ্রহণ করতে পারবেন। ছবির ক্ষেত্রে গতানুগতিক ধারা বাদ দিয়ে আমাদের নতুন কিছু দেখার সুযোগ করে দিন। এই কনটেস্টের জুরি প্যানেল ৫টি বিষয়/মানদণ্ডে ছবি বিচার করবেন এবং বিজয়ী নির্বাচন করবেন। তাই ছবি সাবমিটের পূর্বে এই ৫টি বিষয় ভালোভাবে পড়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ছবির সাইজ
- লং সাইডে সর্বনিম্ন ২,০০০ (দুই হাজার) পিক্সেল
- ছবির সর্বোচ্চ সাইজ ২০ (বিশ) মেগাবাইট
বিজয়ী নির্বাচন পদ্ধতি
সময়সীমা শেষে কনটেস্ট এডিটর সমস্ত ছবি থেকে ৫০টি ছবি ১ম রাউন্ডের জন্য বাছাই করবেন। এই ৫০টি ছবি থেকে ২০-২৫টি ছবি চূড়ান্ত রাউন্ডে নির্বাচিত হবে। জুরি প্যানেল চূড়ান্ত রাউন্ডের এই ছবিগুলোকে ৫টি মানদণ্ডে পয়েন্ট দিবেন। জুরিদের প্রদত্ত পয়েন্টের যোগফলে স্বয়ংক্রিয় উপায়ে বিজয়ী নির্বাচন হবে।
অংশগ্রহণ শর্তাবলি-
১। কনটেস্টে ছবি সাবমিটের পূর্বে আপনার মোবাইল নম্বর, ই-মেইল এবং ফেসবুক একাউন্ট ভেরিফাই করুন। একাউন্ট ভেরিফাই ব্যতীত অংশগ্রহণকারীর ছবি বাতিল হতে পারে।
২। সম্ভব হলে EXIF (মেটা) ডাটাযুক্ত ছবি সাবমিট করুন। এই মেটা ডাটা আপনার ছবির মালিকানার প্রাথমিক নিশ্চয়তা প্রদান করে। প্রতিটি ছবি তোলার সময় ডিভাইসের মেটাডাটা যুক্ত হয়। ছবি এডিট/পোস্ট প্রসেসের সময় অনেক না বুঝে মেটা ডাটা নষ্ট করে ফেলে, তাই এটি সংরক্ষণ করুন। ছবিতে মেটা ডাটা না থাকলে আপনার অন্যান্য পরিচয়গুলো নিশ্চিত করুন।
৩। বিজয়ীকে পুরস্কার প্রদানের ক্ষেত্রে কনটেস্ট পরিচালনা কমিটি বিজয়ী ছবির ‘র’ (RAW) ফাইল দেখতে চাইতে পারে।
৪। আমারপিক্স.কম এই কনটেস্টে সাবমিটকৃত যে কোন ছবি কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে।
৫। কনটেস্টের বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে জুরি প্যানেলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৬। ম্যানিপুলেটকৃত এবং অতিরিক্ত এডিটকৃত ছবি বাতিল হবে।
৭। অবশ্যই নিজের তোলা ছবি সাবমিট করুন। অনলাইন থেকে কপিকৃত ছবি, অন্যের তোলা ছবি সাবমিট করলে অংশগ্রহণকারীর একাউন্ট বাতিল হবে।
০৮। এই কনটেস্টে ২টি ছবি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। ছবি ২টি একসাথে আপলোড করুন। কোন ধরনের সমস্যা হলে অথবা প্রশ্ন থাকলে ফেসবুক ম্যাসেজে জানাবেন।
০৯। পুরস্কার পাওয়ার পর বিজয়ীকে রিভিউদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।
কভার ছবি @ মাজেদ চৌধুরী, বুলবুল আহমেদ
15 ব্র্যান্ড - 51 মডেল
25 অংশগ্রহনকারী
7 অংশগ্রহনকারী
7 অংশগ্রহনকারী
7 অংশগ্রহনকারী
7 অংশগ্রহনকারী
6 অংশগ্রহনকারী
5 অংশগ্রহনকারী
4 অংশগ্রহনকারী
4 অংশগ্রহনকারী
4 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
2 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
1 অংশগ্রহনকারী
MUHAMMAD MAHIM HASAN a month
পোস্ট করা যাচ্ছেনা ????
MUHAMMAD MAHIM HASAN a month
পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না কেন ?