3,000 টাকা বিকাশ পেমেন্ট
2,000 টাকা বিকাশ পেমেন্ট
1,000 টাকা বিকাশ পেমেন্ট
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
শুধুমাত্র ‘জুরি’ প্রদত্ত ভোটে ,দায়িত্বপ্রাপ্ত ‘ব্যক্তি/এডমিন’ ফটো কনটেস্টে প্রাপ্ত ছবি থেকে সেরা/বিজয়ী ছবিগুলো ‘জুরি চয়েজ’ অপশনের মাধ্যমে নির্বাচন করবেন। এক্ষেত্রে কনটেস্টে ‘জুরি’ ছাড়া অন্য কেউ ভোট দিতে পারবেনা।
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
আবুজর গিফারী কলেজ সম্পর্কিত ছবি
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
‘আবুজর গিফারী কলেজ’ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আপনার তোলা ছবি দিয়ে অংশগ্রহণ করুন। মোবাইল, ডিএসএলআর, ড্রোন; যে কোন ডিভাইসের ছবি সাবমিট করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ২টি ছবি সাবমিট করতে পারবেন। এটি একটি প্রাইভেট কনটেস্ট। এই কলেজের সদস্য ব্যতীত বাইরের কারো ছবি এই ফটো কনটেস্টে গৃহিত হবেনা।
কনটেস্টে ছবির বিষয়
শিক্ষার্থীরা ‘আবুজর গিফারী কলেজ’ সম্পর্কিত ছবি তুলে সাবমিট করবেন। যেমন- শিক্ষাঙ্গণ গেইট, ভবন, স্ট্রাকচারাল ডিজাইন, স্থাপত্য, ক্যাম্পাস, পরিবেশ, অডিটোরিয়াম, গবেষণাগার, শ্রেণীকক্ষ, পাঠদান, সহপাঠী সম্পর্ক, শিক্ষক-শিক্ষার্থী-স্টাফ সম্পর্ক, বিভিন্ন ধরনের ইভেন্ট এবং এক্টিভিটিজের ছবি।
ছবির সাইজ
- লং সাইডে সর্বনিম্ন ২,০০০ (দুই হাজার) পিক্সেল
- ছবির সর্বোচ্চ সাইজ ২০ (বিশ) মেগাবাইট
বিজয়ী নির্বাচন পদ্ধতি
সময়সীমা শেষে কনটেস্ট এডিটর সমস্ত ছবি থেকে কিছু ছবি ১ম রাউন্ডের জন্য বাছাই করবেন। এই ছবিগুলো থেকে ২০-২৫টি ছবি চূড়ান্ত রাউন্ডের জুরি ভোটের জন্য নির্বাচন হবে। জুরি প্যানেল চূড়ান্ত রাউন্ডের এই ছবিগুলোকে ৫টি মানদণ্ডে পয়েন্ট দিবেন। জুরিদের প্রদত্ত পয়েন্টের যোগফলে স্বয়ংক্রিয় উপায়ে বিজয়ী নির্বাচন হবে।
বিজয়ী পুরস্কার-
আমারপিক্স.কম এই কনটেস্টের পুরস্কার শুভেচ্ছা স্বরূপ প্রদান করবে-
১ম পুরস্কার- ৩,০০০ টাকা।
২য় পুরস্কার- ২,০০০ টাকা।
৩য় পুরস্কার- ১,০০০ টাকা।
৪র্থ পুরস্কার- ১,০০০ টাকা।
৫ম পুরস্কার- ১,০০০ টাকা।
-
* এছাড়াও সেরা ১০টি ছবির বিজয়ীরা ১টি করে ফটোসহ ফ্রেম পাবেন।
* ঈঁদুল ফিতরের ছুটির পর কলেজ প্রাঙ্গনে একটি ফ্রি ফটোগ্রাফি ওয়ার্কশপ আয়োজন হবে। বাংলাদেশের জাতীয় পর্যায়ের একজন ট্রেইনার আপনাদের প্রদত্ত ছবি নিয়ে আলোচনা করবেন, এবং আরো ইমপ্রুভের জন্য পরামর্শ দিবেন।
* এখন থেকে নিয়মিতভাবে প্রতি ২মাস অন্তর আবুজর গিফারী কলেজে ফটো এবং ডিজাইন কনটেস্ট আয়োজন হবে। প্রতি ৬মাসের বিজয়ী ছবি-ডিজাইনগুলো নিয়ে কলেজ প্রাঙ্গণে প্রদর্শনী আয়োজন হবে। সারা বছরে আয়োজিত সবগুলো কনটেস্টের সেরা ছবি নিয়ে আবুজর গিফারী কলেজের বাৎসরিক প্রিন্টেড ভিজুয়াল পাবলিকেশন এবং ডিজিটাল স্টোরী প্রকাশ করা হবে।
অংশগ্রহণ শর্তাবলি-
১। কনটেস্টে ছবি সাবমিটের পূর্বে আমারপিক্স.কম সাইটে আপনার সদস্য একাউন্ট তৈরী করুন। এই কনটেস্টে একমাত্র আবুজর গিফারী কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফ অংশগ্রহন করতে পারবেন।
২। সম্ভব হলে EXIF (মেটা) ডাটাযুক্ত ছবি সাবমিট করুন। এই মেটা ডাটা আপনার ছবির মালিকানা প্রাথমিক নিশ্চয়তা প্রদান করে। প্রতিটি ছবি তোলার সময় ডিভাইসের মেটাডাটা যুক্ত হয়। ছবি এডিট/পোস্ট প্রসেসের সময় কেউ কেউ না বুঝে মেটা ডাটা নষ্ট করে ফেলে, তাই এটি সংরক্ষণ করুন।
৩। আবুজর গিফারী কলেজ কর্তৃপক্ষ এই কনটেস্টে সাবমিটকৃত যে কোন ছবি কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে বাতিলের অধিকার সংরক্ষণ করে।
৪। ম্যানিপুলেটকৃত এবং অতিরিক্ত এডিটকৃত ছবি বাতিল হবে।
৫. ছবিতে কোন প্রকার বর্ডার এবং লোগো/সিগনেচার থাকতে পারবেনা
৬। অবশ্যই নিজের তোলা ছবি সাবমিট করুন। অনলাইন থেকে কপিকৃত ছবি, অন্যের তোলা ছবি সাবমিট করলে অংশগ্রহণকারীর একাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
৭। কনটেস্টে ২টি ছবি দিয়ে অংশগ্রহণ করতে পারবেন। ছবি ২টি একত্রে আপলোড করুন।
2 ব্র্যান্ড - 2 মডেল
এই কনটেস্টের প্রয়োজনীয় তথ্য একটি হাই-রেস্যুলেশন JPG পোস্টার তৈরী হয়েছে। কনটেস্ট আয়োজক প্রয়োজনবোধে পোস্টারটি ডাউনলোড করে ফেসবুকে প্রকাশ অথবা হ্যান্ড লিফলেট, পোস্টার, ডিজিটাল ব্যানার (PVC) আকারে প্রিন্ট করে এই কনটেস্টের বিজ্ঞাপনে ব্যবহার করতে পারেন। এতে এই কনটেস্টের ইউনিক অনলাইন আইডেন্টিটি [QR কোড] যুক্ত করা হয়েছে, ফলে আগ্রহী যে কেউ স্ক্যান করে সরাসরি কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
Comming Soon
Comming Soon