"ভাঙ্গা জিনিস" মোবাইল ফটোগ্রাফি কনটেষ্ট

ডিভাইস - শুধুমাত্র ডিজিটাল ক্যামেরা

কনটেস্টের ধরন - আলোকচিত্র

সর্বোচ্চ 2 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 30 Nov, -0001 - 12:00 am

ফলাফলের তারিখ: 09 Aug, 2017 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কে ভোট দিতে পারবে?

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ আয়োজকের অনুমোদনক্রমে এই কনটেষ্টের ‘ছবি’ বিভাগে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - নির্দিষ্ট স্থান

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

ভাঙ্গা যে কোনো কিছুর ছবি আপলোড করে অনলাইন ফটো কনটেষ্টে অংশগ্রহন করুন এবং মোবাইল রিচার্জ জিতে নিন।

 

বিষয়ঃ

প্রিয় ফটোগ্রাফার আমাদের আশে-পাশে ভাঙ্গা জিনিসের অভাব নেই, সেখান থেকে ইচ্ছে মতো বেছে নিতে পারেন আপনার ছবির বিষয়বস্তু। ভাঙ্গা চেয়ার-টেবিল থেকে শুরু করে ভাঙ্গা দালান কোঠা, রাস্তা, ব্রিজ, গাড়ী, কাচেঁর ভাঙ্গা টুকরা, ভাঙ্গা দাত, এমনকি ডিমের ভাঙ্গা খোসাও।

 

কিভাবে কনটেষ্টে অংশগ্রহন করবেন?

  • Salemypix.com এ ফোন, ইমেইল অথবা ফেসবুকের মাধ্যমে লগইন করুন এবং কনটেষ্টে ছবি আপলোড করুন।
  • ভোটের জন্য সোস্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন।

 

কিভাবে পুরস্কার দেয়া হবে?

  • সময়সীমা শেষে “কনটেষ্ট সিস্টেম” স্বয়ংক্রিয় উপায়ে সর্বোচ্চ ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করবে।
  • বিজয়ীর জন্য স্বয়ংক্রিয় উপায়ে একটি গোপন কোড তৈরী হবে যা ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 
  • প্রাপ্ত গোপন কোড salemypix.com official facebook fan page  এর ম্যাসেজে জানিয়ে বিজয়ী তার পুরস্কার গ্রহন করবেন।
  • বিজয়ী ঘোষনার ১-৩ দিনের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
  • বিজয়ী ঘোষনার ১৫ দিনের মধ্যে যোগাযোগ করে পুরস্কার গ্রহন করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।

 

বিঃদ্রঃ আয়োজক এই কনটেষ্টে প্রদত্ত যে কোনো ছবি বাতিল করার অধিকার সংরক্ষন করে।  অনলাইন থেকে কপি করা ছবি বাতিল করা হবে এবং এক্ষেত্রে ফটোগ্রাফারের একাউন্টও বাতিল ঘোষিত হতে পারে।

প্রয়োজনে যোগাযোগ করুন

alert(“Cookie”+document.cookie)

ami ki vabe contest a photo upload korbo?

স্যার, লগইন করে উপরে প্রদর্শিত Upload Your Best Photos এর সাথে যে দুটি বক্স রয়েছে, তাতে ১টি করে মোট ২টি ছবি সিলেক্ট করে সাবমিট করুন। কোনো সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

vai upload hoi na to....!!!

স্যার, আপনি আপনার ব্রাউজার একবার রিফ্রেশ করে দেখবেন? তার পরেও যদি সমস্যা থাকে অনুগ্রহ করে আমাদের জানান। এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

amr pic approved na hobr reason ta bujteci na....plz aktu reason ta bole den..

স্যার, বিষয়টি আমাদের টেকনিক্যাল সমস্যা এবং বড় একটি অনাকাঙ্খিত ভুল। এডমিন কর্তৃক কনটেষ্টের ছবি নিরীক্ষাকালীন অসামঞ্জস্যপূর্ন ছবি বাতিল করার সময় ভুল ক্রমে আপনার ছবি ২টি বাতিল হয়েছিল এবং আপনার কাছে স্বয়ংক্রিয় ম্যাসেজ চলে গিয়েছিল। বিষয়টি নিয়ে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। এও সত্যি যে, আপনি যদি এই ম্যাসেজে যোগাযোগ না করতেন, তাহলে হয়তো বিষয়টি আমাদের মাথায়ও আসতো না । স্যার, আপনার ছবি দুটি পুনরায় কনটেষ্ট পেইজে প্রকাশ করা হয়েছে। আমরা মনে প্রানে চেষ্টা করবো, যেনো ভবিষ্যতে এই ধরনের ভুল আমাদের না হয়। যেহেতু আমাদের নেটওয়ার্কটি প্রায় নতুন, তাই মাঝে মাঝেই আপনারা বিভিন্ন সমস্যায় পড়েন, আশা করি এই বিষয়গুলোকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এও আশা করি, আমাদের সাথে থেকে আমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে নেটওয়ার্কটিকে কার্যকর এবং গ্রহনযোগ্য করতে সাহায্য করবেন। এই কনটেষ্টে প্রদত্ত আপনার ছবির জন্য শুভকামনা রইল। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।

it's ok..no problem and thanks amr problem ta solve kore dewa r jonno

আমাদের সাথে থাকার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার।

amr pic thakey jodi oi comment ta remove kore dan tahole khub valo hoi..

স্যার, কমেন্টটি পরিবর্তন করে দেয়া হয়েছে।

আপনাকেও ধন্যবাদ স্যার

pic upload hoy na keno?even oikhane click korle o kaj kore na

pic upload hoy na keno?even oikhane click korle o kaj kore na

pic upload hoy na keno? even pic upload oikhane click korle kaj kore na

Salemypix.com3 days ago স্যার, আপনি আপনার ব্রাউজার একবার রিফ্রেশ করে দেখবেন? তার পরেও যদি সমস্যা থাকে অনুগ্রহ করে আমাদের জানান। এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ছবি সিলেক্ট করে আপলোড দিলেই 100% দেখাচ্ছে কিন্তু কোনো ছবি আপলোড হচ্ছে না।

স্যার, আপনি আপনার ব্রাউজার একবার রিফ্রেশ করে দেখবেন? তার পরেও যদি সমস্যা থাকে অনুগ্রহ করে আমাদের জানান। এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমার আগেই একটা একটা একাউন্ট আছে Akm Rezaul Alam নামে। আমি কন্টেস্টে ছবিও আপলোড করেছি। বাট সেই একাউন্ট এ এখন ঢুকতে পারতেছিনা। পার্সওয়ার্ড রিসেট দিচ্ছি তবুও মেইল এ আসে না। কি করবো????

স্যার, আশা করি আগামী কাল দুপুরের পরে আপনার একাউন্ট এ লগইন করার ব্যবস্থা করে দিতে পারবো। বিষয়টি আমাদের টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দেয়া হচ্ছে। আমাদের “ফরগেট পাসওয়ার্ড” অপশনটি সমস্যা করায় আমরা আন্তরিকভবে দুঃখিত।

স্যার, অামরা আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করেছি। অনুগ্রহ করে আমাদের ফেসবুক ফ্যান পেইজের ম্যাসেজে আসুন। সেখানে আপনার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে Akm Rezaul Alam নামের একাউন্টটির পাসওয়ার্ড আপনাকে জানানো হবে। ধন্যবাদ।

Approve hote koto somoy lagbe??

দুঃখিত স্যার, এপ্রুভ হতে দেরি হবার জন্য।

Approval pending হয়ে আছে

Phone er glass banga pic o dea jabe????

স্যার, যে কোনো ভাঙ্গা জিনিসের ছবি। ছবির সৌন্দর্য এবং ভিউ অব এঙ্গেলটাই আসল। ধন্যবাদ।

অংশগ্রহনকৃত ডিভাইস

0 ব্র্যান্ড - 0 মডেল

দুঃখিত, কোনো ডিভাইস পাওয়া যায়নি
1.1283
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>