[ আলোর উৎস ] ফটোগ্রাফি কনটেষ্ট

1st Prize

৩০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট

2nd Prize

২০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট

3rd Prize

১০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট

ডিভাইস - শুধুমাত্র ডিজিটাল ক্যামেরা

কনটেস্টের ধরন - আলোকচিত্র

সর্বোচ্চ 2 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 30 Nov, -0001 - 12:00 am

ফলাফলের তারিখ: 20 Oct, 2017 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কে ভোট দিতে পারবে?

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

আপনার চোখে দেখা যে কোনো  আলোর উৎস, যেমন- হারিকেনের আলো, মোমবাতির আলো, কুপির আলো, প্রদীপের আলো, টর্চের আলো, মোবাইল সেটের আলো, টেলিভিশনের আলো, ল্যাম্প পোষ্টের আলো, আতশবাজির আলো, যানবাহনের হেড লাইটের আলো, সিগনালের আলো, রানওয়ের আলো, নদীর বয়ার আলো, লাইট হাউসের আলো, যে কোনো বিদ্যুত বাল্বের আলো, সূর্যের আলো, চাঁদের আলো, তারার আলোসহ যে কোনো ধরনের আলোর উৎসের ছবি। ছবিতে আলো এবং তার উৎস অবশ্যই পরিস্কারভাবে প্রদর্শিত হতে হবে। মোবাইল অথবা ডিএসএলআর, যে কোনো ডিভাইসের ছবি তুলে অংশগ্রহন করুন।  

 

কিভাবে কনটেষ্টে অংশগ্রহন করবেন?

  • Salemypix.com এ ফোন, ইমেইল অথবা ফেসবুকের মাধ্যমে লগইন করুন এবং বিষয় অনুযায়ী ছবি আপলোড করুন।
  • ভোটের জন্য সোস্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন।

 

কিভাবে পুরস্কার দেয়া হবে?

  • সময়সীমা শেষে “কনটেষ্ট সিস্টেম” স্বয়ংক্রিয় উপায়ে সর্বোচ্চ ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করবে।
  • পুরস্কার প্রাপ্ত ছবির নিচে ফোন নম্বর লেখার জন্য প্রদত্ত অপশনে বিজয়ী তার ফোন নম্বর প্রদান করবেন এবং আয়োজক উক্ত নম্বরে পুরস্কার পাঠানোর পর বিজয়ীকে অবহিত করবেন।
  • বিজয়ী ঘোষনার ১-৩ দিনের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
  • বিজয়ী ঘোষনার ১৫ দিনের মধ্যে যোগাযোগ করে পুরস্কার গ্রহন করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।

 

বিঃদ্রঃ আয়োজক এই কনটেষ্টে প্রদত্ত যে কোনো ছবি বাতিল করার অধিকার সংরক্ষন করে।  বিষয়ের বাইরের ছবি কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে। অনলাইন থেকে কপি করা ছবি বাতিল করা হবে এবং এক্ষেত্রে ফটোগ্রাফারের একাউন্টও বাতিল ঘোষিত হতে পারে

প্রয়োজনে যোগাযোগ করুন

আমি আরেকটা ছবি আপলোড করতে পারছি না।

দুঃখিত স্যার, আমাদের ফটোগ্রাফি কনটেষ্টে মাত্র একবারই ছবি সাবমিট করার সুযোগ রয়েছে। ২টি ঘরে দুটি ছবি সিলেক্ট করে আপলোড করতে হয়।

"upload" লিখা বক্সে টাচ করলে তো photo upload এর কোন অপশন আসছে না।

স্যার আপনি অনুগ্রহ করে আপনার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন? অনেক সময় ব্রাউজারের কারনে ছবি আপলোডে সমস্যা হয়। এছাড়া ছবির সাইজ ৫ মেগাবাইটের বেশি হলেও মাঝে মাঝে সমস্যা হয়। আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অংশগ্রহনকৃত ডিভাইস

0 ব্র্যান্ড - 0 মডেল

দুঃখিত, কোনো ডিভাইস পাওয়া যায়নি
1.1748
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>