৩০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট
২০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট
১০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
মহান ভাষা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত [বই মেলা] সম্পর্কিত আপনার তোলা ছবি আপলোড করে কনটেষ্টে অংশগ্রহন করুন। বইমেলার স্টল, বই দেখা, বই কেনা-বেচা, বইয়ের সাথে সেলফি, স্টলে সাজানো বই, পাঠক-লেখক আড্ডা ইত্যাদি, অর্থাৎ বইমেলা কে উপস্থাপন করে এমন যে কোন ছবি আপলোড করে অংশগ্রহন করুন। মোবাইল অথবা ডিএসএলআর, যে কোনো ডিভাইসে তোলা ছবি গ্রহনযোগ্য।
কিভাবে কনটেষ্টে অংশগ্রহন করবেন?
কিভাবে পুরস্কার দেয়া হবে?
বিঃদ্রঃ আয়োজক এই কনটেষ্টে প্রদত্ত যে কোনো ছবি বাতিল করার অধিকার সংরক্ষন করে। অনলাইন থেকে কপি করা ছবি এবং বিষয়ের বাইরের ছবি কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে। এক্ষেত্রে ফটোগ্রাফারের একাউন্টও বাতিল ঘোষিত হতে পারে।
0 ব্র্যান্ড - 0 মডেল
S M. Prince7 years
Vi pic upload hoyna kno
Salemypix.com7 years
স্যার আপনি অনুগ্রহ করে আপনার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন? অনেক সময় ব্রাউজারের কারনে ছবি আপলোডে সমস্যা হয়। এছাড়া ছবির সাইজ ৫ মেগাবাইটের বেশি হলেও মাঝে মাঝে সমস্যা হয়। আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
7 years
upload kora jasse na kan pic
Salemypix.com7 years
স্যার আপনি অনুগ্রহ করে আপনার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন? অনেক সময় ব্রাউজারের কারনে ছবি আপলোডে সমস্যা হয়। এছাড়া ছবির সাইজ ৫ মেগাবাইটের বেশি হলেও মাঝে মাঝে সমস্যা হয়। আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।