[ ছায়ার তৈরী ছবি ] ফটো কনটেস্ট

1st Prize

৩০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট

2nd Prize

২০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট

3rd Prize

১০০ টাকা বিকাশ পেমেন্,ট টাকা বিকাশ পেমেন্ট

ডিভাইস - শুধুমাত্র ডিজিটাল ক্যামেরা

কনটেস্টের ধরন - আলোকচিত্র

সর্বোচ্চ 2 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 30 Nov, -0001 - 12:00 am

ফলাফলের তারিখ: 09 Aug, 2018 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

শুধুমাত্র ভোটারদের ভোটে, ভোটারদের মাধ্যমে প্রাপ্ত সর্বোচ্চ ভোটের ভিত্তিতে স্বয়ংক্রিয় উপায়ে বিজয়ী নির্বাচিত হবে।

কে ভোট দিতে পারবে?

Amarpix.com সাইটে ৫০ স্কোর প্রাপ্ত সদস্য

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

শুধুমাত্র “ছায়ার” মাধ্যমে আপনার তোলা ২টি ছবি জমা দিয়ে [ছায়ার তৈরী ছবি] ফটো কনটেস্টে অংশগ্রহন করতে পারেন। ছবি তোলার সময় চেষ্টা করুন যেনো ছবিতে ছায়া যেনো শক্তিশালী/গাঢ় হয়। সম্ভব হলে ছবিতে বৈচিত্র আনার চেস্টা করুন। সরাসরি এবং আয়নায় তোলা প্রতিচ্ছায়া গ্রহনযোগ্য নয়।

 

কিভাবে কনটেষ্টে অংশগ্রহন করবেন?

  • Salemypix.com এ ফোন নম্বর, ইমেইল অথবা ফেসবুকের মাধ্যমে লগইন করুন
  • কনটেস্ট ছবি আপলোড করুন

 

পুরস্কার প্রদান পদ্ধতি

  • সময়সীমা শেষে কনটেস্ট সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করবে।
  • পুরস্কার প্রাপ্ত ছবির নিচে বিকাশ নম্বর ঘরে বিজয়ী তার “বিকাশ নম্বর” প্রদান করবেন। উক্ত নম্বরে পুরস্কার পাঠানোর পর বিজয়ীকে অবহিত করা হবে।
  • বিজয়ী ঘোষনার ১-৩ দিনের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
  • বিজয়ী ঘোষনার ১৫ দিনের মধ্যে যোগাযোগ করে পুরস্কার গ্রহন করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।

প্রয়োজনে যোগাযোগ করুন

+ এ ক্লিক করলে ছবি আপ করার অপশন আসছে না

স্যার, আপনি কি অনুগ্রহ করে আপনার ব্রাউজার পরিবর্তন করে দেখবেন? যদি তাতেও কাজ না হয়, তবে আমাদের জানান। টেকনিক্যাল এই সমস্যারর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

অন্য ব্রাউজার দিয়ে ঢুকলে পাসওয়ার্ড চাচ্ছে কিন্তু আমি পাসওয়ার্ড ভুলে গেছি। কিভাবে ছবি আপ করবো

স্যার, আপনি ইমেইল দিয়ে একাউন্ট তৈরী করে থাকলে পাসওয়ার্ড রিকভার অপশনের মাধ্যমে পাসওয়ার্ড ইমেইলে নিতে পারবেন। যদি মোবাইল নম্বর দিয়ে একাউন্ট তৈরী করে থাকেন, তবে আপনার মোবাইল নম্বর আমাদের সেলমাইপিক্স ফেসবুক ফ্যান পেইজের ইনবক্সে দিন। আশা করি আপনার পাসওয়ার্ড রিকভার করে দেয়া যাবে। ধন্যবাদ

ami 2 ta chobi uploaded korte parchina keno??

স্যার, প্রতিটি ছবি আপলোড করার প্রতিটি ঘরে ১টি ঘরে ছবি সিলেক্ট করে সাবমিট করতে হবে। আপনি যদি শুধুমাত্র ১টি ছবি আপলোড করে সাবমিট করে থাকেন, তবে আর দ্বিতীয় ছবিটি আপলোড করা যাবেনা।

ami se vabei uploaded korechi....but submit korar por dekhi 1 ta chobi up load hoyche....onno kono upay ache kina...othoba ami punoray chobi uploaded korte parbo kina. :'(

স্যার, আমরা খুবই দুঃখিত যে, একটি কনটেস্টে দ্বিতীয়বার ছবি আপলোড করার সুযোগ নেই। আপনার সমস্যাটি আমাদের টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দেয়া হয়েছে। স্যার, আমাদের সাইটটি [বেটা ভার্সন] হিসেবে পরীক্ষামূলক ভাবে রিলিজ করা হয়েছে। তাই আপনারা বিভিন্ন অনাকাঙ্খিত সমস্যার সম্মূখীন হচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি খুব শীঘ্রই সমস্যাগুলো সমাধান করতে আমরা সক্ষম হবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

অংশগ্রহনকৃত ডিভাইস

0 ব্র্যান্ড - 0 মডেল

দুঃখিত, কোনো ডিভাইস পাওয়া যায়নি
0.9829
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>