বিজয়ীর ছবি প্রিন্টকৃত মগ ১টি
বিজয়ীর ছবি প্রিন্টকৃত মগ ১টি
বিজয়ীর ছবি প্রিন্টকৃত মগ ১টি
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।
Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
বাংলাদেশের ‘খবরের কাগজ’ সম্পর্কিত নিজের তোলা ছবি দিয়ে অংশগ্রহন করুন। মোবাইলে তোলা ছবিও আপলোড করা যাবে। খবরের কাগজকে আপনি যতোভাবে দেখতে পান, তা বিষয় হিসেবে নির্বাচন করুন। এক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে পারেন- খবরের কাগজ পাঠক, টেবিলের উপর, চায়ের কাপের সাথে, দরজার নিচে-সামনে, হকারের হাতে, পত্রিকা স্টলে, কম্পিউটার/মোবাইলের স্ক্রীনে ইত্যাদি।
পুরস্কার প্রদান পদ্ধতি
- সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।
- ১ম, ২য় এবং ৩য় বিজয়ীর জন্য একই ধরনের মগ। সাদা রংয়ের মগে ‘বিজয়ী ছবি’, আয়োজকের নাম এবং অন্যান্য তথ্য প্রিন্ট থাকবে।
- মগ প্রিন্টের ক্ষেত্রে বিজয়ী ছবি ল্যান্ডস্কেপ হলে ১টি এবং পোট্রেট হলে মগে একই ছবি ২টি প্রিন্ট করে স্পেস পূরন করা হবে। ছবি প্রিন্টের মাপ - (৬X৩.৩) ইঞ্চি, যা চাহিদানুযায়ী ক্রপ করা হবে।
- পুরস্কার প্রাপ্ত ছবির নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন।
- বিজয়ী ঘোষনার ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে পুরস্কার পাঠানো হবে।
- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ঠিকানায় পুরস্কার পাঠানোর পর সাইটের স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করতে হবে।
- সম্ভব হলে পুরস্কার পাওয়ার পর বিজয়ী পুরস্কারের ছবিসহ রিভিউ প্রদান করবেন। পরবর্তীতে পুরস্কার গ্রহনকারীদের প্রদত্ত ছবি নিয়ে ‘ফটো কনটেস্ট’ অথবা ‘প্রদর্শনী’ আয়োজন করা হবে।
- বিজয়ী ঘোষনার ১৫ দিনের মধ্যে ঠিকানা প্রদান করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।
0 ব্র্যান্ড - 0 মডেল
দুঃখিত, বিভাগীয় অংশগ্রহনকারী পাওয়া যায়নি