‘ষ্ট্রীট’ ফটো কনটেস্ট

1st Prize

বিজয়ী ছবি প্রিন্টসহ ১টি কাঠের ফ্রেম

2nd Prize

বিজয়ী ছবি প্রিন্টসহ ১টি কাঠের ফ্রেম

3rd Prize

বিজয়ী ছবি প্রিন্টসহ ১টি কাঠের ফ্রেম

ডিভাইস - মোবাইল / ডিজিটাল

কনটেস্টের ধরন - আলোকচিত্র

সর্বোচ্চ 1 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 30 Nov, -0001 - 12:00 am

ফলাফলের তারিখ: 24 Dec, 2019 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।

কে ভোট দিতে পারবে?

Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

বাংলাদেশের যে কোনো রাস্তায় চলমান/ঘটমান/দৃশ্যমান বিভিন্ন বিষয়ে নিজের তোলা ছবি আপলোড করে কনটেস্টে অংশগ্রহন করুন। একটি বিষয় মাথায় রাখবেন, রাস্তার শুধুমাত্র যানবাহন ফটোগ্রাফির একমাত্র বিষয় নয়।

 

পুরস্কার প্রদান পদ্ধতি

- সময়সীমা শেষে কনটেস্ট সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।

 

১ম, ২য় এবং ৩য় বিজয়ীর জন্য একই ধরনের ফ্রেম। গ্লাস বিহীন কাঠের ফ্রেমে ছবির সাথে আয়োজকের নাম এবং অন্যান্য তথ্য যুক্ত করে ডিজিটাল স্টিকার প্রিন্ট করা হবে।

 

- ফ্রেম সাইজ (১০X৮) ইঞ্চি। ছবি চাহিদানুযায়ী ক্রপ করা হবে। 

 

- পুরস্কার প্রাপ্ত ছবির নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন। 

 

- বিজয়ী ঘোষনার ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে পুরস্কার পাঠানো হবে। 

 

- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ঠিকানায় পুরস্কার পাঠানোর পর সাইটের স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

- পুরস্কার পাওয়ার পর সম্ভব হলে পুরস্কারের ছবিসহ রিভিউ প্রদান করবেন। ভবিষ্যতে পুরস্কার গ্রহনকারীদের প্রদত্ত এই বিষয়ের ছবি নিয়ে আমারপিক্স ইন্টার ‘ফটো কনটেস্ট’ এবং ‘প্রদর্শনী’ আয়োজন করা হবে।

 

- বিজয়ী ঘোষনার ৭ দিনের মধ্যে ঠিকানা প্রদান করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।

প্রয়োজনে যোগাযোগ করুন

দাদা আমার মতো আপনারা ভোট না করে একটা বিচারক ঠিক করে তাকে দিয়ে ছবি গুলো বাছাই করে তার বিজয়ী ঠিক করুন কারণ এখানে অনেক ছবি আছে যেগুল নেই ফ্রেমিং, ছবি ঘোলা, সাবজেক্টএর অভাবে এমন অনেক ছবি তে কিভাবে যেন অনেক পয়েন্ট হচ্ছে, আর অনেক ভালো ভালো ছবি আছে যাতে কোনো পয়েন্টনেই, যার কারনে প্রাপ্য সমান টুকু অই ফোটোগ্রাফার তার ছবির জন্য পাচ্ছে না, তাই আশা করি এই দিক গুলো ভেবে দেখবেন সামনের দিকের প্রতিযোগিতায় ভিন্ন ভাব না নিয়ে ভিন্ন ভাবে শুরু করবেন।

স্যার, এই কনটেস্টে বিচারক বা জুরি নিয়োগের ব্যবস্থা রয়েছে। কনটেস্টের শেষের দিকে তারা কনটেস্টে যুক্ত হয়ে ছবির বিভিন্ন বিষয়ে পয়েন্ট প্রদান করবেন। আমরা প্রায় সব ছবি প্রকাশের ব্যবস্থা রাখি, কারন সবার কাছে নিজের ছবি সুন্দর। সময় শেষে অপ্রয়োজনীয় ছবি এমনিতেই বাতিল হয়ে যাবে, বাড়তি পয়েন্ট তখন আর কাজে দিবেনা। সতর্ক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা আমার মতো আপনারা ভোট না করে একটা বিচারক ঠিক করে তাকে দিয়ে ছবি গুলো বাছাই করে তার বিজয়ী ঠিক করুন কারণ এখানে অনেক ছবি আছে যেগুল নেই ফ্রেমিং, ছবি ঘোলা, সাবজেক্টএর অভাবে এমন অনেক ছবি তে কিভাবে যেন অনেক পয়েন্ট হচ্ছে, আর অনেক ভালো ভালো ছবি আছে যাতে কোনো পয়েন্টনেই, যার কারনে প্রাপ্য সমান টুকু অই ফোটোগ্রাফার তার ছবির জন্য পাচ্ছে না, তাই আশা করি এই দিক গুলো ভেবে দেখবেন সামনের দিকের প্রতিযোগিতায় ভিন্ন ভাব না নিয়ে ভিন্ন ভাবে শুরু করবেন।

ছবি 99% আপলোড হয়ে আটকে আছে

স্যার, আপনি অনুগ্রহ করে ব্রাউজার পরিবর্তন ক্রোম অথবা ফায়ারফক্স দিয়ে চেষ্টা করে দেখবেন? অন্য ডিফল্ট ব্রাউজারগুলোতে আমাদের নেটওয়ার্ক মাঝে মাঝে সমস্যা করে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমি কোন ছবিতে ভোট বা পয়েন্ট দিতে পারছি না। কি সমস্যা হয়েছে একটু দয়া করে দেখবেন।

স্যার, কি ধরনের সমস্যা দেখায়? কোনো ম্যাসেজ বা নোটিস শো করে? বেশ কিছু দিন আগে সিস্টেমে নতুন একটি প্রোগ্রামিং স্ক্রিপ্ট দেয়া হয়েছে, যার মাধ্যমে কোনো একাউন্ট যদি শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিকে, ইভেন্টে, ছবিতে রেটিং প্রদান করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তা ব্লক হয়ে যায়। আপনি অনুগ্রহ করে আমাদের ফেসবুক ফ্যান পেইজ ইনবক্স ম্যাসেজে যোগাযোগ করুন। আপনার এই সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

kono msg ba notification asey na..kono pic ei point ba vote dite parci na...tobe account kholr por ami amr bondhu r akta account a maximum rateing ditam.ei karon ei maybe amk blok kora hoyace..aita ki unblok kora jbe?

স্যার, অনুগ্রহ করে আপনি আমাদের ফেসবুক পেইজের ইনবক্স ম্যাসেজে যোগাযোগ করুন। ধন্যবাদ। https://www.facebook.com/amarpix/

আমার পিক এ রিপোর্ট করার কারনটা বুঝলাম না...।আমি তো মাটির তৈরি পুতুল(খেলনা) এর পিক আপলোড করেছি...।সমস্যাটা কোথায় একটু জানাবেন?

স্যার, কেউ কেউ অকারনে ছবিতে রিপোর্ট দেয়। আমরা এ ধরনের বেশ কিচু একাউন্ট বাতিল করেছি। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে।

অংশগ্রহনকৃত ডিভাইস

0 ব্র্যান্ড - 0 মডেল

দুঃখিত, কোনো ডিভাইস পাওয়া যায়নি
1.0455
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>