বিস্তারিত
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কিত ছবি আপলোড করে “ফটো কনটেষ্টে” অংশগ্রহন করুন। বন্ধুদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে মোবাইল রিচার্জ জিতে নিন।
ছবির সম্ভাব্য বিষয় ও ধরনঃ-
আপনি নিজ দৃষ্টিভঙ্গি থেকে ছবি তুলুন। এছাড়াও যে বিষয়গুলো মাথায় রাখতে পারেন-
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেয়াল লিখন, আল্পনা, জাতীয় পতাকার ব্যবহার, জাতীয় স্মৃতিসৌধ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সশস্ত্র বাহিনীর প্যারেড, নাগরিকদের ভীড়, শ্রদ্ধা নিবেদন, গুরুত্বপূর্ন স্থাপনা, রাস্তা-ঘাট, সাজানো, আলোকসজ্জা, দেশের বিভিন্ন স্থানের স্বাধীনতা স্তম্ভ ইত্যাদি।
- মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারন মানুষের অংশগ্রহন ও কর্মকান্ড।
নিয়মাবলীঃ
- ছবির বিষয়বস্তু অবশ্যই স্বাধীনতা দিবস সম্পর্কিত হতে হবে।
- অংশগ্রহনকারীদের আপলোড করা সকল ছবি পরীক্ষা পূর্বক প্রকাশ করা হবে।
- নিজের তোলা ছবি হতে হবে এবং ছবির কপিরাইট Public Domain CC0 হিসেবে বিবেচিত হবে।
- আয়োজক এই কনটেষ্টে আপলোড করা যে কোনো ছবি গ্রহন, প্রকাশ অথবা বাতিল করার অধিকার রাখে।
কিভাবে কনটেষ্টে অংশগ্রহন করবেন?
- Salemypix.com এ ইমেইল অথবা ফেসবুকের মাধ্যমে লগইন করুন এবং কনটেষ্টে ছবি আপলোড করুন।
- ভোটের জন্য সোস্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করুন।
কিভাবে পুরস্কার দেয়া হবে?
- সময়সীমা শেষে “কনটেষ্ট সিস্টেম” স্বয়ংক্রিয় উপায়ে সর্বোচ্চ ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করবে।
- বিজয়ীর জন্য স্বয়ংক্রিয় উপায়ে একটি গোপন কোড তৈরী হবে যা ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
- প্রাপ্ত গোপন কোড আয়োজককে জানিয়ে বিজয়ী তার পছন্দের ফোন নম্বরে মোবাইল রিচার্জ গ্রহন করবেন।
- বিজয়ী ঘোষনার ১-৩ দিনের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
এই কনটেস্টের প্রয়োজনীয় তথ্য একটি হাই-রেস্যুলেশন JPG পোস্টার তৈরী হয়েছে। কনটেস্ট আয়োজক প্রয়োজনবোধে পোস্টারটি ডাউনলোড করে ফেসবুকে প্রকাশ অথবা হ্যান্ড লিফলেট, পোস্টার, ডিজিটাল ব্যানার (PVC) আকারে প্রিন্ট করে এই কনটেস্টের বিজ্ঞাপনে ব্যবহার করতে পারেন। এতে এই কনটেস্টের ইউনিক অনলাইন আইডেন্টিটি [QR কোড] যুক্ত করা হয়েছে, ফলে আগ্রহী যে কেউ স্ক্যান করে সরাসরি কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
Comming Soon
Comming Soon