[ক্যানভাসে শেখ মুজিব] ডিজিটাল চিত্র কনটেস্ট

1st Prize

নগদ ৩০০০ টাকা + চিত্র প্রিন্টসহ ২টি কাঠের ফ্রেম

2nd Prize

নগদ ২০০০ টাকা + চিত্র প্রিন্টসহ ২টি কাঠের ফ্রেম

3rd Prize

নগদ ১০০০ টাকা + চিত্র প্রিন্টসহ ২টি কাঠের ফ্রেম

কনটেস্টের ধরন - রাস্টার

সর্বোচ্চ 2 টি পোস্ট দেয়া যাবে

অংশগ্রহনের শেষ সময়: 11 Mar, 2020 - 12:00 am

ফলাফলের তারিখ: 11 Mar, 2020 - 11:59 pm

কে অংশগ্রহন করতে পারবে?

Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।

বিজয়ী নির্বাচন পদ্ধতি

কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।

কে ভোট দিতে পারবে?

Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য

প্রকাশ পদ্ধতি

অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ আয়োজকের অনুমোদনক্রমে এই কনটেষ্টের ‘ছবি’ বিভাগে প্রকাশিত হবে।

কনটেস্ট এরিয়া - উন্মুক্ত

বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।

ইমেজ লাইসেন্স - © সংরক্ষিত

ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]

বিস্তারিত

প্রিয় চিত্রশিল্পী এবং ডিজাইনারবৃন্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘ক্যানভাসে শেখ মুজিব ’ শিরোনামে ‘ডিজিটাল চিত্র কনটেস্ট’ আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পারিবারিক/রাজনৈতিক জীবন, ব্যক্তিত্ব, কারাবাস, ভাষন, নেতৃত্ব ইত্যাদি বিষয়ে নিজ দৃষ্টিভঙ্গিতে তৈরীকৃত ডিজিটাল চিত্র আপলোড করুন।

 

কনটেন্টের ধরন-

শুধুমাত্র ডিজিটাল পেইন্টিং/ডিজিটাল স্কেচ/ভেক্টর ডিজাইন আপলোড করে অংশগ্রহন করা যাবে। অর্থাৎ আইপ্যাড, নোটপ্যাড, মোবাইল স্ক্রীন, ডেস্কটপ কম্পিউটার; অথবা যে কোনো ডিজিটাল মাধ্যমে তৈরী ইমেজ। ফাইল ফরমেট.jpg এবং রেসুলেশন কমপক্ষে ১০০০ পিক্সেল।

 

বিজয়ী নির্বাচন এবং পুরস্কার প্রদান

- সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।

- সকল বিজয়ীর জন্য একই ধরনের ফ্রেম। গ্লাস বিহীন কাঠের ফ্রেমে বিজয়ী ‘চিত্রের’ সাথে কনটেস্টের তথ্য যুক্ত করে ডিজিটাল স্টিকার প্রিন্ট করা হবে।

- ফ্রেম সাইজ (১২X৯) ইঞ্চি। বিজয়ী চিত্রকর্ম ফ্রেম রেশিও অনুযায়ী ক্রপ করা হতে পারে।

- পুরস্কার প্রাপ্ত চিত্রকর্মের নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন।

- বিজয়ী ঘোষনার ৭ দিনের মধ্যে ‘বিকাশ’ সার্ভিসের মাধ্যমে বিজয়ী প্রথম ৩জনকে প্রাইজমানি পাঠানো হবে।

- বিজয়ী ঘোষনার ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে ৬জন বিজয়ীকে ফ্রেম পাঠানো হবে।

- পুরস্কার পাওয়ার পর সম্ভব হলে পুরস্কারের ছবিসহ রিভিউ প্রদান করবেন। ভবিষ্যতে পুরস্কার গ্রহনকারীদের প্রদত্ত এই বিষয়ের ছবি নিয়ে আমারপিক্স ইন্টার ‘ফটো কনটেস্ট’ এবং ‘প্রদর্শনী’ আয়োজন করা হবে।

- কুরিয়ার সার্ভিসে বিজয়ীর ঠিকানায় পুরস্কার পাঠানোর পর স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

সম্ভাব্য প্রদর্শনী

এই কনটেস্টে আশানুরূপ অংশগ্রহনকারী পাওয়া গেলে, ফলাফল প্রকাশের পরবর্তী ১০ দিনের মধ্যে, সেরা ৩০টি চিত্রকর্ম নিয়ে স্থানীয় পর্যায়ে সীমিত পরিসরে ১টি প্রদর্শনী আয়োজনের সম্ভাবনা রয়েছে। কোনো অংশগ্রহনকারীর এই বিষয়ে আপত্তি থাকলে নিজের পোস্টকৃত কনটেন্টের [কমেন্ট সেকশনে] ‘আপত্তি’ জানিয়ে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। এর ফলে আমারপিক্স.কম উক্ত অংশগ্রহনকারীর কনটেন্ট  প্রদর্শনীতে প্রদর্শন করা থেকে বিরত থাকবে।

 

সতর্কতা

- কোনো ধরনের ইমেজ ম্যানিপুলেশন, ফটোগ্রাফি, স্ক্যানকৃত ইমেজ গ্রহন করা হবেনা।

- বিজয়ী ঘোষনার ১০ দিনের মধ্যে ঠিকানা এবং বিকাশ নম্বর প্রদান করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।

 

কভার ইমেজ ক্রেডিট - Saidul Islam

আংশিক এডিটকৃত

https://www.deviantart.com/saidulislam

প্রয়োজনে যোগাযোগ করুন

আমি বিজয়ি হয়েছি, কিন্তু ঠিকানা আর বিকাশ নম্বর দেয়ার অপশান পাচ্ছি না

আমি ছবি আপলোড করতে পারছি না,,, কোনো অ্যাপের সাহায্যে

আপনি কি অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে পুনরায় চেষ্টা করবেন? অন্য ডিফল্ট ব্রাউজারগুলোতে আমাদের প্রোগ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। সম্ভব হলে ফাইল সাইজ ১০ (দশ) মেগাবাইটের মধ্যে রাখার চেষ্টা করবেন। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। অ্যাপ তৈরী হয়ে গেলে আশা করা যায়, এই ধরনের সমস্যায় আপনাদের আর পড়তে হবেনা। পুনরায় কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমি ছবি আপলোড করতে পারছি না

আপনি কি অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে পুনরায় চেষ্টা করবেন? অন্য ডিফল্ট ব্রাউজারগুলোতে আমাদের প্রোগ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। সম্ভব হলে ফাইল সাইজ ১০ (দশ) মেগাবাইটের মধ্যে রাখার চেষ্টা করবেন। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। অ্যাপ তৈরী হয়ে গেলে আশা করা যায়, এই ধরনের সমস্যায় আপনাদের আর পড়তে হবেনা। পুনরায় কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Ami upload korechi.. Confirmed koreche.. But participate er oikhane amar upload kora art work ase ni kno?.. Akhn upload korechi..show korte ki somy nibe?

স্যার, সাধারনত কনটেস্টে ছবি অনুমোদনের ক্ষেত্রে ৩-৬ ঘন্টা সময় প্রয়োজন হয়। আপনার চিত্রটি ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে। দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

Ekjon maximum koyta art dite parbe?

স্যার, দুইটা আর্ট দিতে পারবেন।

Amar file 83 mb.. Up niche na kno?….onno way nei??

স্যার, ৮৩ মেগাবাইট অনেক বড় ইমেজ হওয়ায় হয়তো, সিস্টেম নিচ্ছেনা। আপনি কি অনুগ্রহ করে আপনার ইমেজটি রিসাইজ করে ৫ মেগাবাইটের মধ্যে নিয়ে আসতে পারবেন? ইমেজ রিসাইজ করার জন্য অনেক ধরনের সফটওয়্যার অথবা এ্যাপ রয়েছে। ধন্যবাদ।

আঁকা ছবির ভেতর " বঙ্গবন্ধুর বলা কথা " লিখা কি গ্রহণযোগ্য...??

স্যার, টেক্সট যদি ডিজাইনের প্রয়োজনে আসে, তাহলে ঠিক আছে, এবং তার পরিমান খুবই সামান্য থাকা উচিত। অপ্রয়োজনীয় টেক্সট না থাকাই ভালো। ধন্যবাদ।

Can't post here.

আপনি কি অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে পুনরায় চেষ্টা করবেন? অন্য ডিফল্ট ব্রাউজারগুলোতে আমাদের প্রোগ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। অ্যাপ তৈরী হয়ে গেলে আশা করা যায়, এই ধরনের সমস্যায় আপনাদের আর পড়তে হবেনা। পুনরায় কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Hi I'm a newcomer here! But Ekhane contest er jonno ami post korte parchina..pic select korar jonno click korle kichu asche na

আপনি কি অনুগ্রহ করে ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে পুনরায় চেষ্টা করবেন? অন্য ডিফল্ট ব্রাউজারগুলোতে আমাদের প্রোগ্রামিং কোড মাঝে মাঝে সমস্যা করে। বিষয়টি নিয়ে আমরা আন্তরিকভাবে দুঃখিত। অ্যাপ তৈরী হয়ে গেলে আশা করা যায়, এই ধরনের সমস্যায় আপনাদের আর পড়তে হবেনা। পুনরায় কোনো সমস্যা হলে জানাবেন। আগ্রহের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অংশগ্রহনকৃত ডিভাইস

0 ব্র্যান্ড - 0 মডেল

দুঃখিত, কোনো ডিভাইস পাওয়া যায়নি
1.0347
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>