বিজয়ী ছবি প্রিন্টসহ কাঠের ফ্রেম - ১টি
বিজয়ী ছবি প্রিন্টসহ কাঠের ফ্রেম - ১টি
বিজয়ী ছবি প্রিন্টসহ কাঠের ফ্রেম - ১টি
Amarpix.com সাইটে নিবন্ধিত সদস্য।
কনটেস্টের জুরি এবং সদস্যদের প্রদত্ত পয়েন্টের যোগফল বিজয়ী ছবি নির্বাচন করবে।
Amarpix.com সাইটে ১০০ স্কোর প্রাপ্ত সদস্য
অংশগ্রহনকারীদের প্রদত্ত ছবি/ইমেজ কারো অনুমোদন ছাড়াই সরাসরি এই কনটেস্টে প্রকাশিত হবে।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, উল্লেখকৃত বিষয়ের ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
ইমেজ কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ করতে পারবেন না... [আরো দেখুন]
ঘুড়ি এবং ঘুড়ি উড়ানো বিষয়ে তোলা ছবি আপলোড করে ফটো কনটেষ্টে অংশগ্রহন করুন। মোবাইল অথবা ডিএসএলআর, যে কোনো ডিভাইসে তোলা ছবি আপলোড করে অংশগ্রহন করতে পারেন। অংশগ্রহন করতে AmarPix.com নেটওয়ার্কে লগইন করুন।
কিভাবে পুরস্কার দেয়া হবে?
- সময়সীমা শেষে “কনটেস্ট সিস্টেম” স্বয়ংক্রিয়ভাবে জুরি এবং ভোটারদের প্রদত্ত সর্বোচ্চ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করে।
- ১ম, ২য় এবং ৩য় বিজয়ীর জন্য একই ধরনের ফ্রেম। গ্লাস বিহীন কাঠের ফ্রেমে ছবির সাথে আয়োজকের নাম এবং অন্যান্য তথ্য যুক্ত করে ডিজিটাল স্টিকার প্রিন্ট করা হবে।
- ফ্রেম সাইজ (১২X৯) ইঞ্চি। ছবি চাহিদানুযায়ী ক্রপ করা হবে।
- পুরস্কার প্রাপ্ত ছবির নিচে ‘ঠিকানা’ ঘরে বিজয়ী তার “ঠিকানা” প্রদান করবেন।
- বিজয়ী ঘোষনার ৭-১০ দিনের মধ্যে ‘কুরিয়ার সার্ভিসে’র মাধ্যমে পুরস্কার পাঠানো হবে।
- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত ঠিকানায় পুরস্কার পাঠানোর পর সাইটের স্বয়ংক্রিয় নোটিফিকেশনের মাধ্যমে বিজয়ীকে জানানো হবে। কুরিয়ার সার্ভিসের কারনে পুরস্কার পেতে দেরি হলে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- পুরস্কার পাওয়ার পর সম্ভব হলে পুরস্কারের ছবিসহ রিভিউ প্রদান করবেন। ভবিষ্যতে পুরস্কার গ্রহনকারীদের প্রদত্ত এই বিষয়ের ছবি নিয়ে আমারপিক্স ইন্টার ‘ফটো কনটেস্ট’ এবং ‘প্রদর্শনী’ আয়োজন করা হবে।
- বিজয়ী ঘোষনার ৭ দিনের মধ্যে ঠিকানা প্রদান করতে হবে, অন্যথায় তা বাতিল বলে বিবেচিত হবে।
0 ব্র্যান্ড - 0 মডেল
Asadullah4 years
Well decorated
Mazharul Islam 5 years
Love it
আমারপিক্স.কম 5 years
ধন্যবাদ স্যার