AmarPix.com সাইটে ”প্রাতিষ্ঠানিক পেইজের” নামে আলোকচিত্র অথবা ডিজিটাল আর্ট বিষয়ে অনলাইন কনটেস্ট’ আয়োজন করা যায়। “পেইজের” এডমিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত সদস্য কনটেস্ট আয়োজন এবং পরিচালনা করতে পারেন। আগ্রহী ব্যক্তি আয়োজিত ‘কনটেস্টে’ বিষয় অনুযায়ী নিজের তোলা ছবি অথবা ডিজাইন পোস্ট করে অংশগ্রহন করতে পারবেন। সাইটে ৩ ধরনের কনটেস্ট আয়োজন করা যায়-
ক) পাবলিক কনটেস্ট
আমারপিক্স.কম সাইটে একাউন্ট তৈরী ছাড়াই যে কেউ ‘পাবলিক কনটেস্টে’ অংশগ্রহন করতে পারেন। এই ধরনের কনটেস্টে অংশগ্রহনকারী ব্যক্তিগন সাইটে নিবন্ধিত নন, তাই কনটেস্টে অংশগ্রহনের সময় তাদের নাম এবং ফোন নম্বর প্রদান করতে হয়। কনটেস্ট শেষে উক্ত ফোন নম্বরের মাধ্যমে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হয়। অংশগ্রহনকারীদের প্রদত্ত ফোন নম্বর গোপন থাকে। আয়োজক যোগাযোগ করার জন্য শুধুমাত্র বিজয়ীদের ফোন দেখতে পান।
খ) প্রাইভেট কনটেস্ট
প্রাইভেট কনটেস্টে অংশগ্রহন সবার জন্য উন্মুক্ত নয়। ‘প্রাতিষ্ঠানিক পেইজ” নিজেদের সদস্যদের জন্য “প্রাইভেট” কনটেস্ট আয়োজন করে। শুধুমাত্র ‘উক্ত পেইজের সদস্যগণ’ এই কনটেস্টগুলোতে অংশগ্রহন করতে পারেন। অংশগ্রহনকারীদের কনটেস্টে অংশগ্রহন এবং বিজয় সম্পর্কিত তথ্য সাইটে ইতিহাস আকারে সংরক্ষিত থাকে।
গ) মেম্বার কনটেস্ট
আমারপিক্স.কম সাইটে নিবন্ধিত যে কেউ (শর্ত সাপেক্ষে) “মেম্বার কনটেস্টে” অংশগ্রহন করতে পারেন। অংশগ্রহনকারীদের কনটেস্টে অংশগ্রহন এবং বিজয় সম্পর্কিত তথ্য ইতিহাস আকারে সাইটে সংরক্ষিত থাকে।
কনটেস্ট এরিয়া
ক) উন্মুক্ত
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, বিষয় ভিত্তিক ছবি/ডিজাইন জমা দিয়ে ‘উন্মুক্ত’ সেকশনে প্রদর্শিত কনটেস্টগুলোতে অংশগ্রহন করতে পারবেন।
খ) নির্দিষ্ট স্থানে
আয়োজকের উল্ল্যেখকৃত নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে এই সেকশনের কনটেস্টগুলোতে অংশগ্রহন করতে হয়। আয়োজক যদি তার প্রতিষ্ঠান/সার্ভিস/ইভেন্ট সম্পর্কিত ছবি/ডিজাইন কনটেস্টের বিষয় হিসেবে নির্বাচন করেন, তবে উক্ত স্থান/ভেন্যু/প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অংশগ্রহনকারীকে ছবিগুলো তুলতে হবে অথবা ডিজাইনটি করতে হবে।
কনটেস্টে ছবি/ইমেজ প্রকাশ পদ্ধতিঃ
কনটেস্টে অংশগ্রহনকারীদের প্রদত্ত সকল ছবি/ডিজাইন সাধারনত কনটেস্ট পেইজের [নতুন] সেকশনে সরাসরি প্রকাশিত হয়। কনটেস্ট তৈরীকালীন আয়োজক [কনটেন্ট আয়োজক কর্তৃক অনুমোদন] অপশন নির্বাচন করলে ছবি/ইমেজ অনুমোদনের অপেক্ষায় থাকে এবং আয়োজকের অনুমোদনক্রমে তা প্রকাশ হয়। আয়োজক ছবি/ইমেজ অনুমোদন অথবা বাতিল করলে তা অংশগ্রহনকারীকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়। কনটেস্টের ‘বিস্তারিত’ সেকশনে কনটেস্টটির ছবি [সরাসরি অনুমোদন] নাকি [এডমিন কর্তৃক অনুমোদন] তা উল্ল্যেখ থাকে।
ভোটিং পদ্ধতি-
কে কনটেস্টের ছবি/ইমেজে ভোট দিতে পারবেন, তা আয়োজক নির্ধারন করেন। কনটেস্টে সাইটের “সদস্য” এবং “দায়িত্বপ্রাপ্ত জুরি” ভোট দিতে পারেন। আবার কোনো কোনো কনটেস্টে নিবন্ধন ছাড়াই ভোট দেয়া যায়। প্রতিটি কনটেস্টের “বিস্তারিত” পেইজে “ভোটিং সিস্টেম” সম্পর্কে ঘোষনা দেয়া থাকে।
পেইজ এডমিন ‘অনলাইন কনটেস্ট’ আয়োজনের পর অভিজ্ঞ এক/একাধিক ব্যক্তিকে ‘কনটেস্ট জুরি’ হিসেবে দায়িত্ব প্রদান করতে পারেন। দায়িত্বপ্রাপ্ত ‘জুরিগণ’ কনটেস্টে অংশগ্রহনকৃত ছবি/ইমেজগুলোতে আয়োজকের নির্বাচিত ৫টি বিষয়ে ‘পয়েন্ট’ প্রদান করতে পারেন। ‘জুরি’ প্রদত্ত ‘পয়েন্ট’ উক্ত ছবি/ইমেজের অন্য ভোটারদের প্রদত্ত ‘ভোট পয়েন্টের’ সাথে যোগ হয়। একজন ‘জুরি’ প্রতিটি ছবি/ইমেজকে সর্বনিম্ন ৫ থেকে সর্বেোচ্চ ৫০ পয়েন্ট এবং একজন সাধারন ভোটার প্রতিটি ছবি/ইমেজকে ১-৫ পয়েন্ট প্রদান করতে পারেন। কনটেস্টে ‘জুরি ভোট’ এবং ‘ভোটার ভোট’ পরিবর্তন করা যায়না।
বিজয়ী নির্বাচন
পূর্ব নির্ধারিত সময়ে কনটেস্ট AI সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত ছবি/ইমেজগুলোকে বিজয়ী নির্বাচন করে। প্রতিটি বিজয়ী ছবি/ইমেজের পজিশন এবং বিজয়ীর পুরস্কার গ্রহনের অপশন যুক্ত করে।
পুরস্কার পরিশোধ পদ্ধতি
আয়োজক ২টি মাধ্যমে কনটেস্ট বিজয়ীদের পুরস্কার প্রদান করতে পারেন। ক) বিজয়ীর ঠিকানায় (দৃশ্যমান পুরস্কার), খ) ডিজিটাল কয়েন।
ক) বিজয়ীর ঠিকানায় (দৃশ্যমান পুরস্কার)
আয়োজক যদি গিফট বক্স অথবা দৃশ্যমান কোনো পুরস্কার ঘোষনা করেন, তবে তা বিজয়ীর কাছে পৌছানোর জন্য বিজয়ী তার পুরস্কার প্রাপ্ত ছবি/ইমেজের নিচে “ঠিকানার ঘরে” তার ঠিকানা লিখবেন। আয়োজক উক্ত ঠিকানায় পুরস্কার পাঠাবেন। বিজয়ীর নম্বরে/ঠিকানায় পুরস্কার পাঠানোর পর আয়োজক কনটেস্টের “রিপোর্ট” সেকশনে প্রদর্শিত [পুরস্কার পাঠানো হয়েছে] বাটন ক্লিক করবেন। পুরস্কার প্রাপ্তির পর বিজয়ী ছবি/ইমেজের নিচের [পুরস্কার পেয়েছি] বাটনে ক্লিক করলে পুরস্কার প্রদান পদ্ধতি সম্পন্ন হবে। পুরস্কার গ্রহনের পর বিজয়ী রিভিউ প্রদানের মাধ্যমে কনটেস্ট সম্পর্কে নিজস্ব মতামত জানাবেন।
খ) ডিজিটাল কয়েন
এটি একধরনের অনিবন্ধিত ‘ডিজিটাল মুদ্রা’ যা শুধুমাত্র আমারপিক্স.কম নেটওয়ার্কে ব্যবহার করা যায়। এই কয়েন পুরস্কার হিসেবে ঘোষনা করে কনটেস্ট আয়োজন করা যায়। কনটেস্ট শেষে পুরস্কার হিসেবে ঘোষিত কয়েন স্বয়ংক্রিয়ভাবে বিজয়ীদের একাউন্টে পরিশোধ করা হয়।
‘একাউন্ট’ থাকলেই বাংলাদেশী যে কেউ AmarPix.com নেটওয়ার্কে আয়োজিত অনলাইন কনটেস্টে অংশগ্রহন করতে পারেন। একাউন্ট না থাকলে মোবাইল নম্বর দিয়ে সহজেই আপনার একাউন্ট তৈরী করে নিন।
সাবধানতা
নিজের ব্যতীত অন্যের ছবি/ইমেজ আপলোড করা যাবে না। বিষয় বহির্ভূত/কপি অথবা এডিটকৃত ছবি/ইমেজ কনটেস্টে গ্রহনযোগ্য নয়। আয়োজক কনটেস্টে প্রদানকৃত যে কোনো ছবি/ইমেজ কারন দর্শানো ব্যতিরেকে বাতিল করার অধিকার সংরক্ষন করেন। AmarPix.com সাইটে ‘অনলাইন কনটেস্ট আয়োজন’ অথবা আয়োজিত কনটেস্টে ‘অংশগ্রহন’ অর্থাৎ আয়োজক এবং অংশগ্রহনকারী উভয় পক্ষকে সংশ্লিষ্ট “কনটেস্ট নীতিমালা” যথাযথভাবে পড়ে দেখার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
প্রতিটি অনলাইন কনটেস্টের ‘বিস্তারিত’ সেকশনে কনটেস্টে প্রদত্ত কনটেন্টের কপিরাইট সম্পর্কিত তথ্য উল্ল্যেখ থাকে। AmarPix.com সাইটে আয়োজক ৪টি কপিরাইট লাইসেন্সের যে কোনো ১টিতে কনটেস্ট আয়োজন করতে পারেন।
১। CC0 ( Public Domain)-
এই কনটেস্টে সাবমিটকৃত ছবি/ইমেজ যে কেউ বাণিজ্যিক/অবাণিজ্যিক কাজে ব্যবহার, কপি, মোডিফাই এবং সরবরাহ করতে পারবেন। এজন্য ব্যবহারকারীকে ছবি/ইমেজের স্বত্বধারীর অনুমতি নিতে হবে না অথবা নাম উল্ল্যেখ করতে হবে না।
২। CC-BY (Attribution)
এই কনটেস্টে সাবমিটকৃত ছবি/ইমেজ যে কেউ বাণিজ্যিক/অবাণিজ্যিক কাজে ব্যবহার, কপি, পরিবর্তন, সরবরাহ এবং প্রকাশ করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীকে উক্ত কাজে এই ছবি বা ইমেজের স্বত্বধারীর নাম উল্ল্যেখ করে ক্রেডিট দিতে হবে।
৩। সর্বস্বত্ব সংরক্ষিত-
এই কনটেস্টে সাবমিটকৃত কনটেন্টের কপিরাইট সংক্রান্ত সকল অধিকার সদস্য/আপলোডার/স্বত্বাধিকারী কর্তৃক সংরক্ষিত। এই কনটেস্টের কোনো কনটেন্ট কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন এবং সরবরাহ আইনত দন্ডনীয়।
৪। শুধুমাত্র বিজ্ঞাপনে ব্যবহার
এই কপিরাইটের অধীনে আয়োজিত কনটেস্টে প্রাপ্ত ‘কনটেন্ট’ আয়োজক পেইজ/প্রতিষ্ঠান নিজ প্রয়োজনে শুধুমাত্র বিজ্ঞাপন, ফেসবুক পোস্ট ইত্যাদি প্রচার কাজে ব্যবহার করতে পারবেন। প্রচারের কাজে ব্যবহারের সময় যদি কনটেন্টের কোনো প্রকার পরিবর্তন করা হয়, তবে তা উল্ল্যেখ করতে হবে। এই কনটেন্ট কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তনএবং সরবরাহ করা যাবেনা।
এই নেটওয়ার্কে প্রাতিষ্ঠানিক পেইজের পক্ষ থেকে আয়োজিত অনলাইন কনটেস্টে অংশগ্রহনের পূর্বে যে বিষয়গুলো জেনে নেয়া জরুরী।
অংশগ্রহনকারী কনটেষ্টে ছবি/ইমেজ আপলোডের পর সরাসরি কনটেস্টে প্রকাশ হয়। তবে কনটেস্ট আয়োজক ‘কনটেন্ট অনুমোদনক্রমে প্রকাশ’ অপশন নির্বাচন করলে সমস্ত কনটেন্ট আয়োজকের অনুমোদনক্রমে প্রকাশিত হবে। এক্ষেত্রে ছবি/ইমেজ অনুমোদনের জন্য আয়োজকের সক্ষমতা অনুযায়ী ৬-২৪ ঘন্টা সময়ের প্রয়োজন হয়।
ছবি তোলার ক্ষেত্রে সাবধানতা-
যে কারনে অংশগ্রহনকারীর ছবি/ইমেজ বাতিল হতে পারে-
বিঃদ্রঃ AmarPix.com বাংলাদেশী প্রেক্ষাপটে কার্যকর এবং স্বচ্ছ একটি “ONLINE CONTEST SYSTEM” তৈরীতে চেষ্টা করছে। সক্ষমতার অভাবে প্রাথমিকভাবে এই সিস্টেমটির অনেক সমস্যা রয়েছে, এজন্য ব্যবহারকারীদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের অংশগ্রহন এবং পরামর্শ সিস্টেমটির সমস্যা সমূহ সমাধানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।
অনলাইন কনটেস্টে ‘কনটেন্টে’র বিষয় নির্ভর করে আয়োজকের উপর। তিনি তার পেইজ সদস্য/ফলোয়ারদের জন্য যে কোনো বিষয় বেঁছে নিতে পারেন। প্রতিটি কনটেস্টের একটি ইউনিক নাম থাকতে হবে, যেনো পুরোনো অথবা অন্য কারো আয়োজিত কনটেস্টে সাথে না মিলে যায়।
কনটেস্ট শেষ হবার পর AmarPix.com Contest সিস্টেম স্বয়ংক্রিয় উপায়ে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত কনটেন্টগুলোকে বিজয়ী (১, ২, ৩ অথবা যতোগুলো পজিশনের জন্য পুরস্কার ঘোষিত হয়েছে) নির্বাচন করে। বিজয়ী ছবি/ইমেজে অবস্থান এবং বিজয়ীর পুরস্কার গ্রহনের অপশন যুক্ত করে।
পুরস্কারের ধরন এবং প্রদান পদ্ধতি
আয়োজক ২টি মাধ্যমে কনটেস্ট বিজয়ীদের পুরস্কার প্রদান করেন, ক) বিকাশ পেমেন্ট, খ) বিজয়ীর ঠিকানায়
ক) বিকাশ পেমেন্ট
আয়োজক ‘ক্যাশ টাকা’ পুরস্কার ঘোষনা করলে তা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়। কনটেস্ট শেষে বিজয়ী তার পুরস্কারপ্রাপ্ত ছবি/ইমেজের নিচে প্রদর্শিত অপশনে বিকাশ নম্বর প্রদান করবেন। এক্ষেত্রে শুধুমাত্র পার্সোনাল বিকাশ নম্বর গৃহিত হয়। আয়োজক বিজয়ীর উক্ত বিকাশ নম্বরের মাধ্যমে ঘোষিত পুরস্কার প্রদান করবেন।
খ) দৃশ্যমান পুরস্কার
আয়োজক যদি গিফট বক্স অথবা দৃশ্যমান কোনো পুরস্কার ঘোষনা করেন, তবে ‘বিজয়ী’ তার পুরস্কার প্রাপ্ত ছবি/ইমেজের নিচে প্রদর্শিত “ঠিকানার ঘরে” তার ঠিকানা লিখবেন। আয়োজক উক্ত ঠিকানায় পুরস্কার পাঠাবেন।
বিজয়ীর নম্বরে/ঠিকানায় পুরস্কার পাঠানোর পর আয়োজক কনটেস্টের “রিপোর্ট” সেকশনে প্রদর্শিত [পুরস্কার পাঠানো হয়েছে] বাটন ক্লিক করবেন। পুরস্কার প্রাপ্তির পর বিজয়ী ছবি/ইমেজের নিচের [পুরস্কার পেয়েছি] বাটনে ক্লিক করলে পুরস্কার প্রদান পদ্ধতি সম্পন্ন হবে। পুরস্কার গ্রহনের পর ‘বিজয়ী’ রিভিউ প্রদানের মাধ্যমে কনটেস্ট সম্পর্কে নিজস্ব মতামত জানাবেন।
শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পেইজ এবং গ্রুপ AmarPix.com সাইটে “অনলাইন কনটেস্ট” আয়োজন করতে পারে। পেইজ/গ্রুপের এডমিন/এডিটর কনটেস্ট আয়োজন এবং পরিচালনা করেন। পেইজ/গ্রুপের “এডমিন প্যানেল” থেকে [ইভেন্ট] বাটনে ক্লিক করে কনটেস্ট নির্বাচন করুন। কনটেস্ট তৈরী করতে [ কনটেস্ট তৈরী ] ট্যাবে প্রদর্শিত ফরমের তথ্যগুলো পূরন করুন-
০১। কনটেস্ট এর নাম / টাইটেল
কনটেস্ট এর আকর্ষনীয় নাম/টাইটেল লিখুন, যা দেখে মানুষ আগ্রহী হবে। সর্বোচ্চ ৫০ অক্ষরের টাইটেল লেখা যাবে।
০২। সর্বোচ্চ ছবি/ইমেজ আপলোড
একজন অংশগ্রহনকারী এই কনটেস্টে সর্বোচ্চ কয়টি ছবি/ইমেজ আপলোড করতে পারবে তা উল্ল্যেখ করুন। অল্প সংখ্যক ছবি/ইমেজ আপলোড করাকে আমরা উৎসাহিত করি কারন এতে অংশগ্রহনকারী তার কনটেন্টের মানের বিষয়ে সচেতন থাকেন এবং ভিজিটররা তা দেখতে আগ্রহবোধ করেন।
০৩। কনটেস্ট সময়সীমা
কনটেস্ট এর সময়সীমা নির্ধারন করুন। এই সময়ের মাঝে অংশগ্রহনকারীরা কনটেস্টে অংশগ্রহন করতে এবং ভোট দিতে পারবে। ১ থেকে সর্বোচ্চ ৩০ দিন সময়সীমায় কনটেষ্ট আয়োজন করা যায়। কনটেস্ট সময়সীমা শেষ হওয়ার পর স্বয়ংক্রিয় উপায়ে ভোটের মাধ্যমে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবে।
০৪। ডিভাইস/ক্যামেরা
এখানে ৩টি অপশন রয়েছে। ক) শুধুমাত্র মোবাইল ক্যামেরা, খ) শুধুমাত্র ডিজিটাল ক্যামেরা, গ) মোবাইল/ডিজিটাল যে কোনো। আপনার চাহিদানুযায়ী ডিভাইস নির্বাচন করুন।
০৫। কে অংশগ্রহন করতে পারবে
০৬। বিজয়ী নির্বাচন পদ্ধতি
কনটেস্টের বিজয়ী নির্বাচনের জন্য ৩টি অপশন রয়েছে। ১। জুরি + ভোটার ভোটে, ২। শুধুমাত্র ভোটার ভোটে, ৩। শুধুমাত্র ‘জুরি’ প্রদত্ত ভোটে। প্রয়োজন মতো পদ্ধতি বেঁছে নিন।
০৭। কে ভোট দিতে পারবে
আয়োজক কনটেস্টের ভোটার নির্ধারন করতে পারবেন। এখানে ৩টি অপশন রয়েছে। প্রয়োজন মতো অপশন নির্বাচন করুন।
০৮। কনটেস্ট এরিয়া
এই সাইটে ২ ধরনের কনটেস্ট আয়োজন করা যায়।
ক। সবার জন্য উন্মুক্ত-
বাংলাদেশের যে কোনো স্থান থেকে, যে কেউ উল্লেখকৃত বিষয় ভিত্তিক ছবি/ইমেজ জমা দিয়ে এই কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন।
খ। নির্দিষ্ট স্থানে-
কনটেস্ট আয়োজকের উল্লেখকৃত নির্ধারিত স্থানে তোলা অথবা তৈরীকৃত ছবি/ইমেজ জমা দিয়ে যে কেউ এই সেকশনের কনটেস্টে অংশগ্রহন করতে পারবেন। যেমন- আয়োজক যদি তার প্রতিষ্ঠান অথবা সার্ভিস/সেবা অথবা ইভেন্ট সম্পর্কিত ছবি তোলা অথবা ডিজাইন বিষয়ে কনটেস্ট আয়োজন করেন, তবে উক্ত স্থানে/প্রতিষ্ঠানে/ইভেন্টে উপস্থিত হয়ে অংশগ্রহনকারীকে ছবিগুলো তুলতে অথবা ডিজাইনটি করতে হবে।
০৯। কনটেস্টে কনটেন্ট প্রকাশ পদ্ধতি
কনটেস্ট আয়োজক যদি সাইটে পোষ্ট হবার আগে অংশগ্রহনকারীদের কনটেন্ট পরীক্ষা করতে চান তবে ‘অনুমোদনক্রমে প্রকাশ’ অপশন নির্বাচন করুন। এই অপশন নির্বাচনের ফলে কনটেস্টে পোস্ট/আপলোডকৃত সব কনটেন্ট [কনটেস্ট]-> ‘অনুমোদন’ সেকশনে জমা হবে এবং এডমিন/এডিটরের অনুমোদনের পর প্রকাশ হবে। কনটেস্ট চলাকালীন সময়ে প্রয়োজনে এই অপশন বাতিল করা যাবে।
১০। পুরস্কার পরিশোধ পদ্ধতি
কনটেস্ট আয়োজনকারী ২টি উপায়ে বিজয়ীদের পুরস্কার পরিশোধ করতে পারেন।
ক. বিকাশ পেমেন্ট- আয়োজক বিকাশের মাধ্যমে পুরস্কার ঘোষনা করলে, কনটেস্ট শেষে ‘বিজয়ী’ তার পুরস্কারপ্রাপ্ত ছবি/ইমেজের নিচে সংরক্ষিত স্থানে পার্সোনাল বিকাশ নম্বর প্রদান করে আয়োজককে জানাবেন। আয়োজক উক্ত নম্বরে পুরস্কারের টাকা পাঠিয়ে বিজয়ীকে অবহিত করবে।
খ. বিজয়ীর ঠিকানায় পুরস্কার পাঠানো- আয়োজক যদি পুরস্কার হিসেবে গিফট বক্স অথবা দৃশ্যমান কোনো পুরস্কার ঘোষনা করেন, তবে তা বিজয়ীর কাছে পৌছানোর জন্য বিজয়ী তার পুরস্কার প্রাপ্ত ছবি/ইমেজের নিচে “ঠিকানার ঘরে” তার ঠিকানা লিখবেন। আয়োজক উক্ত ঠিকানায় পুরস্কার পাঠাবেন।
১১। কনটেস্ট এর পুরস্কার ঘোষনা
কনটেস্ট আয়োজনকারী সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ ১১ টি সেরা ছবি/ইমেজের জন্য পুরস্কার ঘোষনা করতে পারবেন। যে কয়টি পজিশনের জন্য পুরস্কার ঘোষনা করবেন তার ঘরে পজিশন/ক্রম অনুযায়ী পুরস্কারের তথ্য লিখুন।
১২। কনটেস্টে সাবমিটকৃত কনটেন্টের কপিরাইট
কনটেস্টে অংশগ্রহনকারীদের পোস্ট/আপলোডকৃত কনটেন্টের কপিরাইট কি হবে তা নির্বাচন করুন। ফটো কনটেস্ট ৪টি কপিরাইটে আয়োজন করা যায়। কনটেস্টের কপিরাইট লাইসেন্স সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
ক) CC0 ( Public Domain), খ) CC-BY (Attribution), গ) সর্বস্বত্ব সংরক্ষিত, ঘ) শুধুমাত্র বিজ্ঞাপনে ব্যবহার
১৩। কনটেস্ট বিবরণ এবং নিয়ম
কনটেস্ট সম্পর্কে বিস্তারিত লিখুন। এর মাধ্যমে অংশগ্রহনকারীরা এই কনটেস্টের উদ্দেশ্য, বিষয় এবং নিয়মকানুন সম্পর্কে জানতে পারবে।
উপরের তথ্যগুলো পূরন করে [পরবর্তী পেইজ] বাটনে ক্লিক করুন। নতুন পেইজে তৈরীকৃত কনটেস্টটির প্রিভিউ শো হবে। কনটেস্টের কভারের জন্য বিষয় অনুযায়ী আকর্ষনীয় একটি ছবি/ইমেজ আপলোড করুন। প্রদত্ত তথ্য নিয়ে কনটেষ্টের একটি “অনলাইন পোষ্টার” স্বয়ংক্রিয় উপায়ে তৈরী হবে যা প্রয়োজনে প্রিন্ট করা যাবে। পুরস্কার যদি দৃশ্যমান কোনো বিষয় হয়, তবে পুরস্কারের ছবি আপলোড করুন। যদি প্রদত্ত সব তথ্য সঠিক থাকে, তবে পোস্ট করুন অথবা ড্রাফট করুন।
বিঃদ্রঃ- কনটেস্ট পোষ্ট করার পর AmarPix.com এডমিন পরীক্ষা করে তা প্রকাশ করেন। অনধিক ৬-১২ ঘন্টা সময়সীমার মাঝে যে কোনো কনটেস্ট অনুমোদনক্রমে প্রকাশ পায়। কনটেষ্ট অনুমোদন দেয়া সম্ভব না হলে কারনসহ ম্যাসেজের মাধ্যমে আয়োজককে জানানো হয়। আয়োজক সমস্যা/ত্রুটি সংশোধন করে পুনরায় কনটেস্টেটি পোস্ট করতে পারেন। ২য়বারও যদি একই কনটেস্ট সাইটে প্রকাশ/অনুমোদন না পায়, তবে তা চিরস্থায়ীভাবে বাতিল/ডিলিট করা হয়।
এমন কোন বিষয়ে কনটেস্ট আয়োজন করা যাবেনা, যা-
কনটেস্ট বাতিলের কারন-
আয়োজকের অঙ্গীকার
আমারপিক্স.কম দায়মুক্তি
আয়োজক প্রাতিষ্ঠানিক পেইজ অথবা গ্রুপের এডমিন/এডিটর ‘কনটেস্ট’ পরিচালনা করতে পারেন। কনটেস্ট পরিচালনার কয়েকটি বিষয় রয়েছে, যেমন-
কনটেস্ট ‘জুরি’ নির্বাচন-
‘কনটেস্ট’ আয়োজনের সময় যদি ভোটের অপশনে ‘জুরি’ নির্বাচন করা থাকে, তবে কনটেস্ট সাইটে প্রকাশের পর উক্ত কনটেস্টের মেন্যুতে ‘জুরি’ নামে ট্যাব যুক্ত হয়। জুরি নির্বাচন করতে ‘জুরি’ সেকশনের [জুরি নির্বাচন] বাটন ক্লিক করুন। AmarPix.com সাইটে ‘মোবাইল নম্বরের’ মাধ্যমে কোনো সদস্যকে ‘কনটেস্ট জুরি’ হিসেবে দায়িত্ব গ্রহনের জন্য আমন্ত্রন পাঠানো যায়। আমন্ত্রনের পর ‘উক্ত ব্যক্তি’ এ বিষয়ে একটি ‘পপআপ অনুরোধ’ পাবেন। তিনি আমন্ত্রন অনুমোদন/গ্রহন করলে স্বয়ংক্রিয়ভাবে এই কনটেস্টের ‘জুরি’ হিসেবে যুক্ত হবেন এবং ছবি/ইমেজে ‘জুরি ভোট’ প্রদানের জন্য প্রয়োজনীয় অপশন পাবেন। কনটেস্টে নিয়োগপ্রাপ্ত ‘জুরি’দের প্রোফাইল প্রকাশ হবে এবং সবাই তা দেখতে পাবে। শুধুমাত্র SMS ভেরিফাইকৃত সদস্যকে ফোন নম্বরের মাধ্যমে আমন্ত্রন পাঠানো যাবে।
কনটেস্টে এক/একাধিক ‘জুরি’ নিয়োগ করা যায়। একজন জুরি প্রতিটি পোস্টকে আয়োজকের ঘোষিত ৫টি বিষয়ে ৫ থেকে ৫০ পয়েন্ট দিতে পারেন। কোন কনটেন্টগুলো ‘জুরি ভোট’ পেয়েছে এবং প্রতিজন ‘জুরি’ সর্বমোট কয়টি কনটেন্টকে ভোট দিয়েছেন তা প্রকাশ হয়। জুরি নির্বাচনের ক্ষেত্রে অপরিচিত কাউকে বিরক্ত না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভবিষ্যতে আমারপিক্স.কম সাইটে ‘ভলান্টিয়ার ফ্রি জুরি’ অথবা আর্থিক বিনিময়ে ‘পেইড জুরি’ সরাসরি নিয়োগ দেয়া যাবে।
অনুমোদন/বাতিল
মনপুত না হলে অথবা কনটেস্টের নিয়ম ভঙ্গ করলে আয়োজক কনটেস্ট চলাকালীন অংশগ্রহনকারীদের পোস্টকৃত যে কোনো ছবি/ইমেজ বাতিল করতে পারেন। আয়োজক অংশগ্রহনকারীদের ছবি/ইমেজ অনুমোদন ছাড়াই সরাসরি কনটেস্টে প্রকাশ করতে পারবেন অথবা প্রয়োজনে পরীক্ষা করে অনুমোদনের মাধ্যমে কনটেস্টে প্রকাশ করতে পারবেন। কনটেস্টে অংশগ্রহনকারীদের ছবি/ইমেজ অনুমোদন/বাতিলের ক্ষেত্রে চাহিদামতো অপশন বেঁছে নিন।
বিজয়ী নির্বাচন
কনটেস্টের সময়সীমা শেষে ‘ভোটার ভোট’ এবং ‘জুরি ভোটের’ যোগফলে সর্বোচ পয়েন্টপ্রাপ্ত কনটেন্টকে স্বয়ংক্রিয়ভাবে কনটেস্টের বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ীদের নোটিফিকেশন পাঠানো হয় এবং বিজয়ী কনটেন্টের নিচে ফোন নম্বর অথবা ঠিকানা লেখার জন্য অপশন যুক্ত হয়।
পুরস্কার প্রদান প্রক্রিয়া
প্রতিটি কনটেস্টের ‘রিপোট’ সেকশনে ‘বিজয়ীদের’ তথ্য প্রকাশ হয়, যা দেখে আয়োজক পুরস্কার প্রদান প্রক্রিয়া শুরু করতে পারেন। ‘রিপোট’ সেকশনটি শুধুমাত্র পেইজ/গ্রুপের এডমিন/এডিটর দেখতে পাবেন। বিজয়ীদের পুরস্কার পাঠানোর পর আয়োজক [পুরস্কার পাঠানো হয়েছে] বাটনে ক্লিক করলে ‘কনটেস্ট সিস্টেম’ বিজয়ীদের নোটিফিকেশনের মাধ্যমে অবহিত করবে। বিজয়ীগন পুরস্কারপ্রাপ্তি স্বীকার করে কনটেস্ট সম্পর্কে রিভিউ দিবেন।
আমারপিক্স.কম নেটওয়ার্কে আয়োজিত ‘কনটেস্টে’ সঠিক এবং যোগ্য ছবি/ইমেজ খুঁজে বের করার জন্য বিচারক হিসেবে এই সাইটে নিবন্ধিত ‘সদস্য’কে ‘জুরি’ আমন্ত্রন পাঠানো যায়। দায়িত্বপ্রাপ্ত ‘জুরি’ ফটো কনটেস্টে সাবমিটকৃত/প্রকাশিত কনটেন্টগুলোকে ‘জুরি ভোট’ অপশনের মাধ্যমে ভোট দিতে পারেন। এই সাইটের কোনো সদস্য কনটেস্টের ‘জুরি‘ আমন্ত্রনের পূর্বে আয়োজকের যে সকল বিষয় জানা জরুরী-
কনটেস্টে ‘জুরি’ নিয়োগের বিষয়টি আরো সহজ এবং উন্নত করতে আমারপিক্স.কম কাজ করছে। আয়োজকগন ভবিষ্যতে নির্দিষ্ট ‘জুরি স্পট’ থেকে চাহিদানুযায়ী দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ‘জুরি’কে নির্দিষ্ট পরিমান সম্মানীর বিনিময়ে নিয়োগ দিতে পারবেন।
আমারপিক্স.কম নেটওয়ার্কে আয়োজিত অনলাইন কনটেস্টে ‘আয়োজক’ তার পছন্দমতো অভিজ্ঞ ব্যক্তিত্বকে ‘জুরি’ দায়িত্ব পালনের জন্য আমন্ত্রন জানাতে পারেন। ‘জুরি’ আমন্ত্রন অনুমোদন করলে উক্ত কনটেস্টে ‘জুরি ভোট’ প্রদানের অপশন তৈরী হয়। একই কনটেস্টে চাহিদানুযায়ী অনুযায়ী এক বা একাধিক ব্যক্তিকে ‘জুরি’ দায়িত্ব অর্পন করা যায়। জুরিগন কনটেস্টে পোস্টকৃত ছবি/ইমেজগুলোতে ভোট দিয়ে বিজয়ী কনটেন্ট বাঁছাই করতে সাহায্য করেন।
জুরি তথ্য-
১। দায়িত্ব প্রাপ্ত ‘জুরি’ উক্ত কনটেস্টে অংশগ্রহন করতে পারেন না।
২। আমন্ত্রন গ্রহনের পর তারিখসহ ‘জুরি’র নাম উক্ত ‘কনটেস্টে’ প্রকাশ হয়।
৩। দায়িত্বপ্রাপ্ত ‘জুরি’ যে কোনো কারনে দায়িত্ব থেকে অব্যহতি গ্রহনের অধিকার রাখেন।
৪। একজন জুরি প্রতিটি ছবি/ইমেজকে আয়োজকের ঘোষিত ৫টি বিষয়ে সর্বনিম্ন ৫ পয়েন্ট থেকে সর্বোচ্চ ৫০ পয়েন্ট দিতে পারেন।
৫। ‘জুরি’ প্রদত্ত পয়েন্ট ভোটারদের প্রদত্ত ভোট পয়েন্টের সাথে যোগ করে স্বয়ংক্রিয়ভাবে বিজয়ী ঘোষনা হয়।
৬। একজন ‘জুরি’ কনটেস্টে কয়টি ভোট দিয়েছেন, তা প্রকাশ হয়।
৭। দায়িত্ব পালনকৃত ‘কনটেস্টের’ তথ্য জুরি’র সদস্য প্রোফাইলে লগ আকারে পাবলিক তথ্য হিসেবে প্রকাশ হয়।
৮। আয়োজক প্রাথমিকভাবে ছবি বাঁছাই করে কনটেস্টের [জুরি] ট্যাবে স্থানান্তর করেন। জুরিবৃন্দ উক্ত ‘জুরি ট্যাবে’র ছবিগুলোকে নিজেদের জুরি ভোট দিতে পারেন। কনটেন্ট মানসম্মত না হলে জুরি ভোট প্রদান থেকে বিরত থাকা যায়।
৯। ‘জুরি’ ভোট পরিবর্তন করা যায়না।
কনটেস্ট আয়োজন করা সহজ; কিন্তু যথা সময়ে, আয়োজিত বিষয়ে ‘দক্ষ জুরি’ খুঁজে পাওয়া কঠিন একটি বিষয়। AmarPix.com দক্ষ এবং দায়িত্বপালনে আগ্রহী বাংলাদেশী ‘জুরি’দের একটি নির্দিষ্ট স্থানে প্রকাশের জন্য কাজ শুরু করেছে। ভবিষ্যতে ‘কনটেস্ট আয়োজকগন’ চাহিদা এবং বাজেট অনুযায়ী, নির্দিষ্ট সম্মানীর বিনিময়ে নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ ‘জুরি’ অনলাইনে হায়ার করতে পারবেন। অংশগ্রহনকারীগন জুরি প্রোফাইল, জুরি’র কনটেন্টের ধরন, স্যোস্যাল মিডিয়া পেইজ লিংক দেখে ‘জুরি’র দক্ষতা, অভিজ্ঞতা এবং পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। জুরিদের দায়িত্ব পালনের লগ থাকবে, যেখানে তার দায়িত্বপালনকৃত ইভেন্ট সংখ্যা, প্রদত্ত জুরিভোট কনটেন্ট সংখ্যা এবং সম্মানী সংক্রান্ত তথ্য থাকবে।
কনটেস্ট কিভাবে প্রচার করবেন?