AmarPix নেটওয়ার্কে তৈরীকৃত এই ডিভাইস ক্লাবের সাথে ব্র্যান্ড কোম্পানীর কোনো প্রকার যোগাযোগ অথবা সংযোগ নেই। AmarPix নেটওয়ার্কে ছবি পোস্ট করলে EXIF ডাটার ভিত্তিতে ডিভাইস ব্র্যান্ডের নামে ছবিগুলোকে ক্যাটাগরী করা হয়। এই ডিভাইস ক্লাবে জয়েন করতে হয়না। ফটোগ্রাফার এই ডিভাইসে ছবি তুলে AmarPix নেটওয়ার্কে পোস্ট করলে স্বয়ংক্রিয়ভাবে এই ডিভাইস ক্লাবে যুক্ত হন।
ডিভাইস ক্লাবের উদ্দেশ্য-
* এই ব্র্যান্ড ব্যবহারকারী ফটোগ্রাফারদের মাঝে সংযোগ এবং কমিউনিটি তৈরী।
* এই ব্র্যান্ড ব্যবহারকারী ফটোগ্রাফারদের অনুপ্রেরণা দিতে নতুন ধরনের আয়ের পথ খুঁজে বের করা।
১. এই ব্র্যান্ডের ফটোগ্রাফারদের জন্য ফটো কনটেস্ট, প্রদর্শনী, কর্মশালা, গেট টুগেদার এবং অন্যান্য ইভেন্ট আয়োজন।
২. এই ব্র্যান্ড ক্লাব পরিচালনার জন্য ক্লাবের দক্ষ এবং জনপ্রিয় সদস্যদের মধ্য থেকে অনলাইন নির্বাচনের মাধ্যমে যোগ্য ‘পরিচালনা’ কমিটি গঠন।
৩. এই ব্র্যান্ড ব্যাবহারকারী নবীন ফটোগ্রাফারদের জন্য কাস্টোমার সার্ভিস এবং পরামর্শ কেন্দ্র তৈরী।
৪. এই ব্র্যান্ডের প্রমোশন, বিক্রয় বৃদ্ধি এবং নতুন পন্যের রিভিউ তৈরীতে সাহায্য।
৫ সবকিছুই অনলাইনে সংগঠিত হবে।
--------------------
ডিভাইস ক্লাব ফিচার
১. ক্লাবের সব ছবি স্বতন্ত্র নিউজ ফিডে প্রকাশ হয়।
২. ব্র্যান্ডের জনপ্রিয় ছবি এবং সেরা ছবির লিষ্ট।
৩. ক্লাবের মাসিক জনপ্রিয় ফটোগ্রাফার সেকশন।
৪. ফটো কনটেস্টগুলোতে এই ক্লাবের অর্জন।
৫. ক্লাবের আয়-ব্যয় সেকশন।
৬. ব্র্যান্ড ব্যবহারকারী ফটোগ্রাফার লিষ্ট।
৭. কোম্পানীর ওয়েবসাইট, ফেসবুক এবং ফ্যান ক্লাব লিংক।
--------------------
ডিভাইস ক্লাবে আর্থিক অনুদান-
ক্লাবের সদস্যদের প্রেরনা যোগাতে প্রতিমাসে ক্লাবের ২০জন জনপ্রিয় ফটোগ্রাফারকে অনলাইনে আর্থিক অনুদান দেয়া যায়। ফটোগ্রাফার ছবি পোস্ট করলে ভিজিটর রিভিউ দিতে পারে। এই রিভিউ ফটোগ্রাফারের স্কোর তৈরী করে। এই স্কোরের ভিত্তিতে ক্লাবের মাসিক সেরা ২০জন স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়। প্রাপ্ত আর্থিক অনুদান মাসিক সেরা এই ২০জনের মধ্যে ক্রমহারে ভাগ করে দেয়া হয়। এখানে ১ম সদস্য সবচেয়ে বেশি এবং ২০তম সদস্য সবচেয়ে কম হারে অনুদানের অংশীদার হন।
--------------------
ডিভাইস ক্লাবের পরিচালনা কমিটি
১. এই ক্লাবের সদস্য সংখ্যা ৫হাজার হলে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
২. AI সিস্টেম ক্লাবের জনপ্রিয় ৫০ সদস্যকে ‘ক্লাব নির্বাচনে’ অংশ নিতে আমন্ত্রন জানাবে।
৩. আগ্রহী সদস্য যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী এই ক্লাবের কমিটির সম্ভাব্য দায়িত্ব বেঁছে নিতে পারবেন।
৪. এই ৫০ জন প্রার্থীর মধ্য থেকে অনলাইন ভোটে ২০জনের ‘পরিচালনা কমিটি’ গঠন হবে।
৫. এই কমিটি ১ বছরের জন্য ক্লাবের ইভেন্ট আয়োজন, অনুদান-বিজ্ঞাপনসহ সকল প্রকাশ আয়-ব্যয় নিয়ন্ত্রন করবেন। কমিটির সদস্যগন তাদের দায়িত্বপালনের বিপরীতে ক্লাবের আয় থেকে মাসিক সম্মানী পাবেন।
৬. AI সিস্টেম নির্বাচিত পরিচালনা কমিটির সদস্যদের মনিটর করে। দায়িত্বশীলদের ক্যারিয়ারে ‘পজেটিভ’ এবং দায়িত্বহীনদের ‘নেগেটিভ’ পয়েন্ট যোগ করে। ৩মাস অন্তর কমিটির অযোগ্য সদস্যদের বাতিল করে নতুন কমিটি সদস্য অন্তর্ভূক্ত করে।
--------------------
এছাড়াও প্রতিটি ডিভাইস ক্লাবের জন্য আরো বেশ কিছু ভবিষ্যত পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে প্রকাশ হবে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ফেসবুকক ইনবক্সে যোগাযোগ করুন। https://www.facebook.com/amarpix/