*শাড়ী বাঙালী নারীর অহংকার*
বয়স বেড়েছে ,অলসতা নয়
ভালবাসার তিনটা পাখি!!
হাসি ও একটা অনুভূতি ।
street photography
সমীকরনটা খুব সোজা একে একে দুই আমি ভালোবাসলে তোকে ভালোবাসবি তুই। দুজন মিলে তিলে তিলে ভালোবাসা জন্ম দিলে বুকের মাঝে বুকটা রেখে চোখে চোখে ছুই।
পড়গাছা নিজের পায়ে দাঁড়িয়েছে অন্নের ঘাড়ে।
Street Portrait Pabna November,22
চাহনি Pabna November, 22
জীবন মোর কোথা সাদা কালো তো কোথা রঙিন পাবনা, ২২
ঘুম????
জন-জীবনেও একলা আমি! মানুষ কতটা অসহায় হলে রাস্তায় নামে তা শুধু যারা নামে তারাই জানে। কিছু মানুষ আজীবন খেটে যায় শান্তির খোঁজে, তো কিছু থাকে সব পেয়েও অখুশি। অসহায়ত্ব প্রকাশ পায় তার অপলক চাহনিতে। জীবন!(দীর্ঘশ্বাস) হয়তো কখনো মিলবে সেই প্রতিক্ষিত "শান্ত
যেদিন চার হাত এক হয়েছিলো
আনন্দে ভরা ডিসেম্বর
পানির মতো শীতল | লঞ্চঘাট, পাবনা | December,22
Light & Shadow | Pabna | November,22
Happiness