সূর্যাস্তের সোনালী আভায় ছাদের উপরে দাঁড়িয়ে থাকা কাকগুলোর একটি মনোমুগ্ধকর সিলুয়েট। মেঘ আর আলো মিলে তৈরি করেছে এক রহস্যময় ও মনোমোহন দৃশ্য, যা প্রকৃতির সৌন্দর্যকে অসাধারণভাবে তুলে ধরে।
Amarpix.com বর্তমানে [Beta Version] হিসেবে রিলিজ হয়েছে এবং ছবির ফটোগ্রাফার-ক্রেতার মাঝে বিশ্বাসযোগ্য নিরাপদ পেমেন্টের জন্য “অনলাইন পেমেন্ট গেটওয়ে” নিয়ে কাজ করছে। আমরা আশা করি “অনলাইন পেমেন্ট গেটওয়ে” সুবিধা যুক্ত করে খুব শীঘ্রই মূল ভার্সনটি রিলিজ করতে সক্ষম হব। ধৈয্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।