প্রদর্শনীর নাম
আয়োজন: 02 Aug, 2019
অংশগ্রহনের শেষ সময়: 20 Aug, 2019
ফলাফল: 25 Aug, 2019
বাংলাদেশের যে কোনো স্থানে আপনার তোলা ‘সূর্যাস্তের ছবি’ জমা দিয়ে অংশগ্রহন করুন।
প্রদর্শনীতে অংশগ্রহনের পর ঘোষিত পরিমান ‘কয়েন’ অংশগ্রহনকারীর একাউন্ট থেকে ‘অংশগ্রহন ফি’ হিসেবে ‘প্রদর্শনী ফান্ডে’ জমা হয়। অংশগ্রহন ‘ফি’ ফেরত পাওয়া যায়না।
ফলাফল ঘোষনার পূর্ব পর্যন্ত প্রদর্শনীতে প্রকাশিত ছবি/ইমেজে ‘রিভিউ’ দেয়া যায়। ফলাফল ঘোষনার পর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে অংশগ্রহনকৃত ছবি/ইমেজগুলোকে ক্রমানুযায়ী প্রকাশ করা হয়।
প্রদর্শনীতে নির্দিষ্ট কোনো পুরস্কার নেই। ফলাফল ঘোষনার পর প্রাপ্ত রিভিউ পয়েন্টের ভিত্তিতে প্রতিটি ছবি/ইমেজ ক্রমানুযায়ী প্রকাশ করা হয়। ‘প্রদর্শনী ফান্ডে’ জমাকৃত কয়েনের ৯০% ক্রমানুপাতিক হারে ভাগ হয়ে সকল অংশগ্রহনকারীদের একাউন্টে জমা হয়। ‘প্রদর্শনী ফান্ড’ এর বাকি ১০% কয়েন ‘পরিচালনা ফি’ হিসেবে আয়োজক পেইজের একাউন্টে স্থানান্তর হয়। এ বিষয়ে [আরো দেখুন]
Amarpix.com সাইটে নিবন্ধিত যে কেউ।
Amarpix.com সাইটে নিবন্ধিত যে কেউ।
মোবাইল/ডিজিটাল যে কোনো ক্যামেরা
সর্বস্বত্ব সংরক্ষিত - ছবি/ইমেজের কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার ফটোগ্রাফার কর্তৃক সংরক্ষিত। এই ছবি/ইমেজ কেউ কপি, বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন, পরিবর্ধন এবং সরবরাহ করতে পারবেন না।