অনলাইন ছবি প্রদর্শনী

0 চলমান - 11 শেষ

একটি সফল ‘প্রদর্শনী’ আয়োজনে অনেক মানুষের শ্রম, গনসংযোগ, ভেন্যু, আর্থিক যোগান এবং যথাযথ পরিকল্পনার দরকার হয়। পাশাপাশি দর্শনাথীদের বিষয়টি জানাতে প্রচারের প্রয়োজন হয়। যার ফলে ১৮ কোটি মানুষের দেশে ‘ছবি প্রদশর্নী’ আয়োজনের সংখ্যা খুবই কম। অন্যদিকে ব্যস্ত জীবন এবং অসহনীয় মাত্রার ‘ট্রাফিক’ ব্যবস্থার কারনে নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহন করা বাংলাদেশীদের জন্য দিনে দিনে কঠিন হয়ে পড়ছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমারপিক্স.কম এমন একটি ‘প্রদর্শনী’ সিস্টেম উন্নয়নের চেষ্টা করছে; যেখানে ফটোগ্রাফি, চিত্রকর্মসহ বিভিন্ন বিষয়ে অনলাইন ভিত্তিক ‘প্রদর্শনী’ আয়োজন করা যায়। এতে যে বিষয়গুলো রয়েছে-


 

  • ফটোগ্রাফি পেইজ বা গ্রুপের পক্ষ থেকে এডমিন/এডিটর নির্দিষ্ট বিষয়ে এই নেটওয়ার্কের সবার জন্য অথবা শুধুমাত্র নিজেদের জন্য ‘ছবি প্রদর্শনী’ আয়োজন করবেন।

 

  • অংশগ্রহনকারীগণ বিষয় অনুযায়ী ছবি পোস্ট করে অনলাইনে অংশগ্রহন করবেন।

 

  • ডিজিটাল কয়েনের মাধ্যমে ‘অংশগ্রহন ফি’ পরিশোধ করবেন।

 

  • দর্শনার্থীগন অনলাইনে ‘ছবি প্রদর্শনী’ ভিজিট করবেন ও ছবিতে রেটিং দিতে পারবেন।

 

  • ইভেন্ট শেষে ‘প্রদর্শনী’তে পোস্টকৃত সমস্ত ‘ছবি’ ভিজিটরদের প্রদত্ত রেটিং অনুযায়ী স্বয়ংক্রিয় উপায়ে  ক্রমানুযায়ী প্রদর্শিত হবে।

 

  • ‘অংশগ্রহন ফি’ হিসেবে গৃহিত ‘প্রদর্শনী ফান্ড’ ভোট পয়েণ্ট অনুযায়ী ভাগ করে অংশগ্রহনকারীকে ফেরত দেয়া হবে।

 

  • আগ্রহী ক্রেতাগণ অনলাইনেই ‘প্রদর্শনী’র যে কোনো ‘ছবি’ ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারবেন।

 

  • বিভিন্ন ছবি প্রদর্শনীতে একাউন্টধারীর অংশগ্রহন সম্পর্কিত সকল তথ্য সংরক্ষিত থাকবে।

 

আমারপিক্স.কম সাইটে ফটোগ্রাফি পেইজ অথবা গ্রুপের পক্ষে আয়োজিত ছবি প্রদর্শনীতে অংশগ্রহন করা খুবই সহজ। সাইটে নিবন্ধিত যে কেউ অংশগ্রহন করতে পারবেন। বিস্তারিত তথ্য দেখুন এবং প্রদর্শনীর বিষয় অনুযায়ী ‘ছবি’ পোস্ট/আপলোড করুন। আপনার পোস্টকৃত ছবি সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং ভোট দিতে বলুন। ছবি প্রদর্শনীর ২টি অংশ।


ক) প্রতিটি প্রদর্শনীতে নির্দিষ্ট সময় সীমার মাঝে ‘ছবি’ পোস্ট করে অংশগ্রহন করবেন।

 

খ) ‘প্রদর্শনী’ শেষে প্রকাশিত ‘প্রতিটি ছবিতে’ প্রাপ্ত রেটিং/পয়েন্টের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে পজিশন নম্বর যুক্ত হবে।

 


 

অংশগ্রহন ফি

এই সাইটে আয়োজিত প্রতিটি ছবি প্রদর্শনীতে আয়োজক নির্দিষ্ট পরিমান ‘ডিজিটাল কয়েন’ অংশগ্রহন ‘ফি’ হিসেবে নির্ধারন করেন। প্রদর্শনীতে ছবি পোস্ট করার সাথে সাথে অংশগ্রহনকারীর একাউন্ট থেকে উক্ত পরিমান ডিজিটাল কয়েন ‘ফি’ হিসেবে ‘প্রদর্শনী ফান্ডে’ জমা হয়। সকল অংশগ্রহনকারীর অংশগ্রহন ‘ফি’ এই ফান্ডে জমা হয়।

 


 

প্রদর্শনীর পুরস্কার

অনলাইন ছবি প্রদর্শনীতে নির্দিষ্ট কোনো পুরস্কার নেই। ফলাফল ঘোষনার পর প্রতিটি ছবির প্রাপ্ত রেটিং/পয়েন্ট এর ভিত্তিতে ‘প্রদর্শনী ফান্ডে’ জমাকৃত কয়েনের ৯০% ভাগ করে স্বয়ংক্রিয়ভাবে সকল অংশগ্রহনকারীদের একাউন্টে পরিশোধ করা হয়। ‘প্রদর্শনী ফান্ড’ এর বাকি ১০% কয়েন ‘পরিচালনা ফি’ হিসেবে আয়োজক ফটোগ্রাফি পেইজ বা গ্রুপের একাউন্টে স্থানান্তর করা হয়।

 

  • ধরা যাক ‍এবিসি ফটোগ্রাফি পেইজ ‘ছবি প্রদর্শনী’ আয়োজন করেছে, যেখানে অংশগ্রহন ফি ১০০ ডিজিটাল কয়েন।

 

  • রহিম, করিম, মামুন নামে ৩জন উক্ত প্রদর্শনীতে অংশগ্রহন করেছে।

 

  • ৩জনের ‘অংশগ্রহন ফি’ হিসেবে মোট (১০০*৩) = ৩০০ কয়েন ‘প্রদর্শনী ফান্ডে’ জমা হয়েছে।

 

  • প্রদর্শনী শেষে এই ফান্ডের ৩০০ ডিজিটাল কয়েন এর ১০% = ‘৩০ কয়েন’ এবিসি পেইজ আয়োজক হিসেবে পাবে এবং বাকী ৯০% = ‘২৭০ কয়েন’ অংশগ্রহনকারীদের মাঝে ভাগ হবে।

 

  • করিম ৩৫-ভোট, রহিম ২৫-ভোট এবং মামুন-১৫ ভোট পেয়েছে। ৩জনের প্রাপ্ত মোট ভোট (৩৫+২৫+১৫) = ৭৫ ভোট

 

  • মোট ভোট দিয়ে প্রদর্শনী ফান্ডের ২৭০ কয়েন ভাগ করা হবে, ২৭০ কয়েন/৭৫ ভোট = ৩.৬ কয়েন। অর্থাৎ প্রতি ভোটের বিপরীতে ৩.৬ কয়েন।

 

  • করিম ৩৫ ভোট x ৩.৬ কয়েন = ১২৬ কয়েন

 

  • রহিম ২৫ ভোট x ৩.৬ কয়েন = ৯০ কয়েন

 

  • মামুন ১৫ ভোট x ৩.৬ কয়েন = ৫৪ কয়েন

 

 

আমারপিক্স.কম সাইটে ফটোগ্রাফি পেইজ অথবা গ্রুপ আয়োজিত ছবি প্রদর্শনীতে অংশগ্রহনের পূর্বে যে বিষয়গুলো জানা জরুরী

 

  • প্রদর্শনীর বিষয়, অংশগ্রহন ফি, ছবির কপিরাইট, শর্তাবলী এবং অন্যান্য তথ্য যথাযথভাবে দেখে নিন।
  •  
  • ঘোষিত ‘ফি’ অংশগ্রহনকারীর একাউন্ট থেকে ‘প্রদর্শণী ফান্ডে’ জমা হবে। প্রদর্শনীতে অংশগ্রহনের পর ‘আয়োজক’ ছবি বাতিল করলে ‘অংশগ্রহন ফি’ ফেরত পাওয়া যায়না।

 

  • এটি অনলাইন ভিত্তিক ছবি প্রদর্শণী। অনলাইনের বাইরে এর কোনো কার্যক্রম থাকবেনা।

 

  • শুধুমাত্র নিজের তোলা ‘ছবি’ আপলোড করে অংশগ্রহন করা যাবে।

 

  • ছবি শার্প, ক্লিয়ার এবং লং ডাইমেনশনে নূন্যতম ২০০০ পিক্সেল হতে হবে।

 

  • আয়োজকের চাহিদা এবং ধরন ভেদে প্রদর্শনীর সময়সীমা কমবেশি হতে পারে। অংশগ্রহনের সময়সীমা সম্পর্কিত তথ্য জেনে নিন।

 

  • অংশগ্রহনকারী প্রদর্শনীতে ১বার ছবি আপলোড করার সুযোগ পাবেন। পোষ্টকৃত ছবি পরিবর্তন বা এডিট করার সুযোগ নেই।

 

  • অংশগ্রহনকারী প্রদর্শনীতে প্রদত্ত ছবি/ইমেজের কপিরাইট সম্পর্কিত বিস্তারিত তথ্য পড়েছেন এবং যথাযথভাবে অনুধাবন করেছেন।

 

  • ছবি প্রদর্শনীতে প্রদত্ত/পোস্টকৃত ছবি বিশ্বব্যাপী অনলাইন প্রচার এবং সবার কাছে তা দৃশ্যমান হবে। তাই ব্যক্তিগত ছবি পোষ্ট করার ক্ষেত্রে সচেতন হোন।

 

  • AmarPix.com অংশগ্রহনকারীদের পোস্টকৃত ‘ছবি’র বিপরীতে আশানুরূপ ভোট, কমেন্টস, শেয়ার, পুরস্কার অথবা কয়েন প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না।

 

  • AmarPix.com প্রয়োজনে ফটোগ্রাফি পেইজ/গ্রুপ আয়োজিত যে কোনো প্রদর্শনী অনুমোদন/বাতিল, চলমান প্রদর্শনী স্থগিত/বাতিল এবং অংশগ্রহনকারীদের পোস্টকৃত যে কোনো ছবি বাতিল করার অধিকার সংরক্ষন করে।


 


 

ছবি বাতিলের কারন

‘আয়োজক’ তার আয়োজিত ছবি প্রদর্শনীতে অংশগ্রহনকারীদের পোস্ট/আপলোডকৃত যে কোনো ‘ছবি’ ফলাফল ঘোষনার পূর্ব পর্যন্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন। যে কারনে অংশগ্রহনকারীর ছবি বাতিল হতে পারে-

 

  • জলছাপ, বর্ডার, নামযুক্ত অথবা অতিরিক্ত এডিট করা ছবি।

 

  • অনলাইন থেকে কপি করা ছবি অথবা অন্যের ছবি পোস্ট করলে।

 

  • পোস্টকৃত ‘ছবি’ প্রদর্শনীর  বিষয়ের সাথে মানানসই না হলে অথবা ছবির মান গ্রহনযোগ্য না হলে।

 

  • পোস্টকৃত ছবি সম্পর্কে কপিরাইট, ব্যক্তিগত সম্মান এবং গোপনীয়তা নষ্ট সম্পর্কিত অভিযোগ পাওয়া গেলে।

 

  • ছবিতে অশ্লীলতা, নগ্নতা, নিসংসতা পাওয়া গেলে এবং পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় মূল্যবোধ বিরোধী কিছু থাকলে।

 

আয়োজক প্রদর্শনী তৈরীর সময় ছবির কপিরাইট নির্বাচন করেন। যে কোনো ছবি প্রদর্শনীতে ছবি পোস্ট/সাবমিটের পূর্বে অংশগ্রহনকারীদের কপিরাইট সম্পর্কিত বিস্তারিত তথ্য যথাযথভাবে পড়ে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমারপিক্স.কম সাইটে আয়োজিত ছবি প্রদর্শনীতে ২টি কপিরাইট নির্বাচনের সুযোগ রয়েছে।

 

ক) CC0 (পাবলিক ডোমেইন) 

এই কপিরাইট লাইসেন্সে আয়োজিত প্রদর্শনীতে পোস্টকৃত যে কোনো ছবি/ইমেজ কপি বা ডাউনলোড করে  বাণিজ্যিক/অবাণিজ্যিক কাজে ব্যবহার, কপি, পরিবর্তন, সরবরাহ এবং প্রকাশ করতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীকে উক্ত কাজে এই ছবি/ইমেজের স্বত্বধারীর নাম উল্ল্যেখ করে ক্রেডিট দিতে হবেনা।

 

খ) সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি/ইমেজের কপিরাইট লাইসেন্স সংক্রান্ত সকল অধিকার ফটোগ্রাফার কর্তৃক সংরক্ষিত। এই কপিরাইট লাইসেন্সে আয়োজিত প্রদর্শনীতে পোস্টকৃত কোনো ছবি/ইমেজ কেউ কপি বা ডাউনলোড করে বাণিজ্যিক-অবাণিজ্যিক কাজে ব্যবহার, পরিবর্তন, পরিবর্ধন এবং সরবরাহ করতে পারবেন না।

আমারপিক্স নেটওয়ার্কে তৈরীকৃত ‘ফটোগ্রাফি পেইজ বা গ্রুপে’র পক্ষ থেকে এডমিন/এডিটর ‘অনলাইন ছবি প্রদর্শনী’ আয়োজন করতে পারেন। পেইজের ‘এডমিন’ সেকশনের ফটোগ্রাফি ইভেন্ট বাটনে ক্লিক করুন। ফটোগ্রাফি ইভেন্ট লিস্টের [ছবি প্রদর্শনী তৈরী] অপশনে ক্লিক করলে ‘ছবি প্রদর্শনী’ আয়োজন ফরম প্রদর্শিত হবে।

 

  • প্রদর্শনীর নাম বা টাইটেলের ঘরে সর্বোচ্চ ৫০ অক্ষরের টাইটেল লিখুন।

 

  • প্রদর্শনীর বিষয় লিখুন। এতে অংশগ্রহনকারীর পক্ষে ছবির ধরন বুঝতে সুবিধা হবে।

 

  • ছবি জমা দেয়ার শেষ সময় নির্বাচন করুন। নির্বাচিত সময়ের পর ‘ছবি প্রদর্শনী’তে কেউ অংশগ্রহন করতে পারবেনা।

 

  • ছবি জমা দেয়ার সময় শেষ হওয়ার কয়দিন পর ফলাফল ঘোষনা করা হবে, তা নির্বাচন করুন।

 

  • ডিভাইস উল্লেখ করুন। এই সেকশনে প্রদর্শিত ৩টি অপশন থেকে চাহিদামতো অপশন বেঁছে নিন।

 

  • কারা প্রদর্শনীতে অংশগ্রহন করতে পারবে এবং কারা প্রদর্শনীর ছবিতে রেটিং/পয়েন্ট দিতে পারবে তা নির্বাচন করুন।

 

  • ছবি প্রদর্শনীর ‘অংশগ্রহন ফি’ নির্বাচন করুন। উল্লেখকৃত পরিমান ‘ডিজিটাল কয়েনে’র মাধ্যমে অংশগ্রহনকারীগন অংশগ্রহন করবে।

 

  • কপিরাইট নির্বাচন এবং ‘বিস্তারিত’ সেকশনে প্রয়োজনীয় তথ্য (যদি থাকে) লিখে নিচের  [ডিজাইন প্রিভিউ দেখুন] বাটনে ক্লিক করুন।

 

  • পরবর্তী পেইজে ‘ছবি প্রদর্শনী প্রিভিউ’ প্রদর্শিত হবে। এখানে প্রদর্শনীর বিষয়ের সাথে মানানসই একটি ‘কভার ছবি’ আপলোড করুন।

 

  • কভার ‘ছবি’ যুক্ত করার পর প্রদর্শিত ‘তথ্যগুলো’ ভালোভাবে পরীক্ষা করুন এবং প্রয়োজনে সংশোধন করুন।

 

  • তথ্য সঠিক থাকলে ‘ছবি প্রদর্শনী’ [পোস্ট] অথবা [ড্রাফট] করুন।

 

  •  ‘ছবি প্রদর্শনী’ পোস্ট করার পর তা AmarPix.com এডমিনের অনুমোদনক্রমে সাইটে প্রকাশ হয়। এক্ষেত্রে ৬-১২ ঘন্টা অপেক্ষা করার জন্য আয়োজকদের বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

 

  • প্রকাশ করার পর সোস্যাল মিডিয়াতে শেয়ার করুন

 

‘ফটোগ্রাফি পেইজ বা গ্রুপে’র পক্ষ থেকে এডমিন/এডিটর ‘অনলাইন ছবি প্রদর্শনী’ আয়োজন করতে পারেন। কোনো প্রদর্শনী আয়োজনের পূর্বে আয়োজকের যে বিষয়গুলো জানা থাকা উচিত-

 

  • AmarPix.com আয়োজিত ‘ছবি প্রদর্শনীর’ বিপরীতে আশানুরূপ ভিউ এবং অংশগ্রহনের নিশ্চয়তা প্রদান করে না।

 

  • AmarPix.com প্রয়োজনে ফটোগ্রাফি পেইজ/গ্রুপ আয়োজিত যে কোনো প্রদর্শনী কারন দর্শানো ব্যতিরেকে অনুমোদন/বাতিল, চলমান প্রদর্শনী স্থগিত/বাতিল এবং অংশগ্রহনকারীদের পোস্টকৃত যে কোনো ছবি বাতিল করার অধিকার সংরক্ষন করে।

 

  • এমন কোনো বিষয়ে ছবি প্রদর্শনী আয়োজন করা যাবেনা, যা সামাজিক, ধর্মীয় অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে সমালোচনা সৃষ্টি করে অথবা কারো ব্যাক্তিগত/প্রাতিষ্ঠানিক গোপনীয়তা, মর্যাদা ক্ষুন্ন করে অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন ভঙ্গ করে

 


 

ছবি প্রদর্শনী বাতিলের কারন-

  • প্রদর্শনীর নাম,  বিষয়বস্তু এবং উদ্দেশ্য প্রতারনামূলক বলে প্রতীয়মান হলে।

 

  • প্রদর্শনী  সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অথবা কোনো ব্যক্তি অথবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের সু-নির্দিষ্ট অভিযোগ থাকলে।

 

  • প্রদর্শনীর বিষয়বস্তু বাংলাদেশের রাষ্ট্রীয় আইন, বাণিজ্যিক, ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক নীতিমালা এবং AmarPix ছবি প্রদর্শনী নীতিমালা ভঙ্গ করলে।

 

0.0241
বন্ধ করুন  
  • হোমপেইজ
  • আমারপিক্স নোটিশ
  • কাব্যচিত্র
  • অনলাইন কনটেস্ট
  • ক্যাপশন কনটেস্ট
  • অনলাইন প্রদর্শনী
  • সদস্য লিষ্ট
  • দেশী - বিদেশী ইভেন্ট
  • আর্ট জব
  • বিষয় গ্রুপ
  • এরিয়া ক্লাব
  • ডিভাইস ক্লাব
  • ভিজুয়াল আর্ট মেন্টর
  • প্রাতিষ্ঠানিক পেইজ
  • কয়েণ শপ
  • ছবির খবর
  • জরুরী তথ্য
  • ফটোগ্রাফি বিষয়
  • ফটোগ্রাফি পেশা
  • ক্যামবাজার
  • সেরা ২০
  • আমাদের সম্পর্কে
  • আমারপিক্স টিম
  • লগইন
  • <pt>