এইতো খারাপ ভালো মিলিয়ে একটা মানুষ। স্বপ্ন দেখতে খুব বেশি ভালো লাগে, তবে পূরনের চেষ্টা করতে গিয়ে আবার ঘুমকেই বেশি মনে পরে। সাধারণ একজন মানুষ হয়ে সাধারণ মানুষদের সাথে বাঁচার ইচ্ছা। ছবিটা শখ আর কিছু কিছু মুহুর্ত যেন ফ্রেমবন্দী করে রাখতে পারি সেজন্যেই তোলা। শত শত ছবি না তোলে একটা ছবিই যেন শত শত স্মৃতি মনে করিয়ে দিতে পারে তেমন প্রয়াস নিয়ে ছবি তুলতে চাই। খুব বড় কিছু হওয়ার ইচ্ছা নেই তবে একটা ছবি দিয়ে যদি নিজের দেশকে তুলে ধরতে পারি বিশ্বের দরবারে সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। আর সবকিছুর জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া করতেই মনে সবচেয়ে বেশি প্রশান্তি অনুভব করি।
নেটওয়ার্কে অবস্থান 2767 of 15562
25 Nov 2019
অপেক্ষমান
অপেক্ষমান
অপেক্ষমান
অপেক্ষমান
এডিটর পছন্দ
0কাব্যচিত্র অংশগ্রহন
0 ফ্রেমকনটেস্ট অংশগ্রহন
0জুরি নির্বাচিত
0কনটেস্ট পুরস্কার
0প্রদর্শনী অংশগ্রহন
1ক্যাপশন কনটেস্ট
0অর্গানিক আয়
1বোনাস আয়
500